তিন একর আয়তনের মাঠটির এখানে-ওখানে স্তূপ করে রাখা মাটি। কয়েকটি ছাগল ঘুরে ঘুরে খাচ্ছে ঘাস। কিছু হাঁসকেও দেখা গেল জমে থাকা পানির পাশে খুঁটে খুঁটে খাবার খেতে। পশ্চিম ও দক্ষিণপাশের অর্ধসমাপ্ত গ্যালারি না দেখলে যে কেউ মাঠটিকে পশু-পাখির চারণভূমি বলে ভুল করবেন। অথচ এই মাঠই মেহেরপুর সদর উপজেলার আমঝুপি মিনি স্টেডিয়াম। নির্মাণকাজ শুরুর প্রায় আড়াই বছরে তিন দফায় সময় বাড়িয়েও যেটি অসমাপ্ত। ফলে স্থানীয় কিশোর-তরুণদের খেলাধুলা উঠেছে লাটে।
মাঠটির অবস্থান মেহেরপুর সদরের প্রায় চার কিলোমিটার পূর্বে। মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের পাশে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের কাছে হওয়ায় এটি ‘স্কুলের মাঠ’ হিসেবে পরিচিত ছিল। স্থানীয় লোকজনের ভাষ্য, একসময় মাঠটি সারা বছরই খেলোয়াড়দের পদচারণায় মুখর থাকত। একের পর এক চলত ক্রিকেট ও ফুটবলের লিগ-টুর্নামেন্ট। এ সময় চারপাশ ভরে যেত দর্শকে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ২০২৩ সালে মাঠটিকে মিনি স্টেডিয়ামে রূপান্তর করে সরকার। ওই বছরের ফেব্রুয়ারিতে প্রায় সাড়ে ৫ কোটি টাকায় এটি নির্মাণের কাজ পায় ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান ই-ইঞ্জিনিয়ারিং লিমিটেড। শুরুতে ওই বছরের ডিসেম্বরের মধ্যে কাজটি শেষ করার তারিখ দেওয়া হয়। কিন্তু সেই কাজ শেষ হয়নি এখনও। পরপর তিন দফায় মেয়াদ বাড়ানো হয়। চলতি জুনেই কাজটি শেষ হওয়ার কথা।
নির্মাণকাজের শুরু থেকেই নিম্নমানের উপকরণ ও দায়সারা কাজের অভিযোগ ছিল। কিন্তু এ নিয়ে কোনো প্রতিবাদ করা যায়নি। সম্প্রতি এমন অভিযোগ করেন আমঝুপি গ্রামের বাসিন্দা সাঈদ হোসেন। তিনি নিজে সাবেক ফুটবলার। সাঈদ হোসেনের ভাষ্য, ‘৫ আগস্টের আগে স্টেডিয়ামের কাজ কেমন হচ্ছে, কারা করছে– এমন কথা বলার কারও সাহস ছিল না। আমরা কেউ কাজের কাছে আসতে পারিনি। ব্যবহার অনুপযোগী সরঞ্জাম দিয়ে কাজ করা হয়েছে। এখনই এসব ভেঙে পড়ে যাচ্ছে। বাতাসে টিন উড়ে যায়।’
তিনি জানিয়েছেন, মাঠের পাশে পানি নিষ্কাশনের জন্য নালা (ড্রেন) হওয়ার কথা ছিল। এখন শুনছেন, নালা হবে না। তাহলে পানি কীভাবে মাঠ থেকে সরবে– এমন প্রশ্ন তোলেন।
পুরো মাঠ ঘুরেও সাঈদের কথার সত্যতা মেলে। পশ্চিম ও দক্ষিণ দুই দিকে গ্যালারির কংক্রিটের স্ট্রাকচার হয়েছে। দোতলায় প্যাভিলিয়নের পাশে কিছু চেয়ার বসানো হয়েছে। আর কোথাও চেয়ার বসেনি। অন্যান্য কাজও হয়নি। মাঠ, ড্রেন, মাঠের পাশের রাস্তা সবকিছুই অগোছালো পড়ে আছে।
এই মাঠেই একসময় প্র্যাকটিস করত ইমরুল কায়েস ক্রিকেট একাডেমির শিক্ষার্থীরা। এখন আর তা সম্ভব হয় না বলে জানায় একাডেমির অনূর্ধ্ব-১৬ দলের ক্রিকেটার সায়েম ইসলাম। আমঝুপির এই কিশোর সদস্য এসএসসি পাস করেছে। ক্রিকেট ঘিরেও তার স্বপ্ন। সেই স্বপ্ন ফিকে হতে বসেছে নিয়মিত মাঠে প্র্যাকটিস করতে না পারায়। সায়েমের ভাষ্য, ‘কোচের সঙ্গে শুধু ইনডোর প্র্যাকটিসটা করতে পারি। এই মাঠে খেলে অনেক ক্রিকেটার বিভাগীয় পর্যায় ছাড়াও ঢাকায় খেলেছেন। দুই বছর মাঠে বন্ধ থাকায় আমাদের ভালো প্র্যাকটিস হয়নি।’
এ একাডেমির কোচ আসাদুজ্জামান লিটন জানিয়েছেন, ঢাকা থেকে মাটি এনে ওই মাঠে তারা পিচ তৈরি করেছিলেন। এতে খরচ হয়েছিল ৩ লাখ টাকা। সেই পিচ এখন গর্ত। বর্ষায় পানি জমে। হাঁস খেলা করে। বারবার কাজের মেয়াদ বাড়িয়েও কাজ শেষ হচ্ছে না। এখন মাঠের ভেতর মাটি ফেলে রেখেছে। দুই বছর ধরে ছেলেরা প্র্যাকটিস করতে পারছে না। তাই ইনডোর অনুশীলন করেই খেলতে যায়। জেলা দলের হয়ে নিজেদের মেলে ধরতে পারছে না তারা।
আমঝুপি ইউনিয়ন বিএনপির সভাপতি জাহির হোসেন চঞ্চলের অভিযোগ, স্টেডিয়ামটি নির্মাণে বরাদ্দের টাকা হরিলুট হয়েছে। ঠিকাদারের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মী মিলে কোনো রকমে একটা স্ট্রাকচার খাড়া করে টাকা আত্মসাৎ করেছে। এখন শিডিউল অনুযায়ী কাজ হচ্ছে না। তাই জাতীয় ক্রীড়া পরিষদও টাকা ছাড় দিচ্ছে না। ফলে কাজে কোনো গতি নেই। এলাকার খেলোয়াড়রা বঞ্চিত হচ্ছে।
নিজ নামের একাডেমির তদারক করেন জাতীয় দলের সাবেক ওপেনার ইমরুল কায়েস। তাঁর ভাষ্য, খেলাধুলা হলো প্র্যাকটিসের বিষয়। খেলোয়াড়রা যত বেশি প্র্যাকটিস করতে পারবে তত বেশি ভালো খেলোয়াড় হয়ে উঠবে। মাঠ না থাকায় আমার একাডেমির অনেক ভালো খেলোয়াড়ের প্র্যাকটিস বন্ধ। কোচ কোনো রকমে ইনডোর প্র্যাকটিস করাচ্ছেন। এটি ভালো খেলা ও নিজেদের মেলে ধরার জন্য যথেষ্ট নয়। দ্রুত মাঠটির কাজ শেষ করে ফিরিয়ে দেওয়ার দাবি জানান তিনি।
এ বিষয়ে বক্তব্য জানতে ঠিকাদারি প্রতিষ্ঠান ই-ইঞ্জিনিয়ারিং লিমিটেডের কারও সঙ্গে যোগাযোগ করা যায়নি। ৫ আগস্টের পর থেকেই তারা লাপাত্তা বলে জানান জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী সাদ্দাম হোসেন। তিনিই এখন মাঠের কাজ দেখভাল করছেন। এই প্রকৌশলী বলেন, নানা জটিলতায় মাঠের কাজ শেষ হয়নি। ঠিকাদারকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বাধ্য হয়ে কাজ বন্ধ করে রাখতে হয়েছিল। এখন বাকি কাজ আস্তে আস্তে করছেন। বর্তমান পরিস্থিতিতে কাজ করা কষ্টসাধ্য। তারপরেও শেষ করার চেষ্টা চলছে। এ জন্য পারিপার্শ্বিক সহায়তা চান তিনি।
মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.
উৎস: Samakal
কীওয়ার্ড: এক ড ম র শ ষ কর ই বছর
এছাড়াও পড়ুন:
ঢাবি থেকে ড. জাকির নায়েককে ডক্টরেট দেওয়ার দাবি শিক্ষার্থীদের
তুলনামূলক ধর্মতত্ত্বের ওপর বিশ্ববরেণ্য ইসলামী বক্তা ড. জাকির নায়েককে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পক্ষ থেকে সম্মানসূচক ‘ডক্টরেট ডিগ্রি’ দেওয়ার দাবি জানিয়েছেন একদল শিক্ষার্থী।
সোমবার (৩ নভেম্বর) এ দাবিতে ঢাবি উপ-উপাচার্যের (প্রশাসন) কাছে স্মারকলিপি দিয়েছেন তারা। স্মারকলিপি প্রদান শেষে আয়োজিত সংবাদ সম্মেলন এ তথা জানান তারা।
আরো পড়ুন:
বিএনপি ক্ষমতার একচ্ছত্র দখলদারি বহাল রাখতে চায়: ডাকসু
ঢাবি শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে ২ কমিটি
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, ড. জাকির নায়েক একজন আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইসলামী চিন্তাবিদ ও মানবতাবাদী সংগঠক। তিনি শুধু ইসলাম প্রচারই করেননি, বরং মানবকল্যাণে নানা উদ্যোগ নিয়েছেন। তার প্রতিষ্ঠিত ‘ইউনাইটেড এইড’ নামের সংগঠনের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের হাজারো শিক্ষার্থী বৃত্তি ও সহযোগিতা পাচ্ছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে তিনি বিশ্বমঞ্চে মানবতার প্রতিনিধি হিসেবে স্বীকৃতি পেয়েছেন।
তারা বলেন, ভারতের উগ্র হিন্দুত্ববাদী সরকারের ষড়যন্ত্রে তাকে দেশত্যাগে বাধ্য করা হলেও মালয়েশিয়া তাকে রাষ্ট্রীয় অতিথি হিসেবে গ্রহণ করেছে। এমন একজন মানবতাবাদী ও জ্ঞানচর্চার প্রতীক ব্যক্তিত্বকে যদি ঢাকা বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডক্টরেট উপাধিতে ভূষিত করে, তাহলে তা দেশের মর্যাদাকে আরো উজ্জ্বল করবে।
এ সময় তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বিশেষ সমাবর্তনের মাধ্যমে ড. জাকির নায়েককে ডিগ্রি প্রদান করে দাবি জানান।
এছাড়া তারা ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের প্রতি ক্রমবর্ধমান বুলিং, হ্যারাসমেন্ট ও ধর্মীয় উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের মতো জ্ঞানচর্চার স্থানে নারী শিক্ষার্থীদের প্রতি অশোভন আচরণ ও অনলাইন বুলিং উদ্বেগজনকভাবে বাড়ছে। আমরা উপাচার্যের সঙ্গে আলোচনায় জেনেছি, ইতোমধ্যেই হ্যারাসমেন্ট ও সাইবার ট্যাগিং প্রতিরোধে কমিটি গঠন করা হয়েছে। তবে এসব কমিটি দ্রুত কার্যকর করতে হবে, যাতে অপরাধীরা শাস্তির আওতায় আসে।
ঢাকা/সৌরভ/মেহেদী