ঢাকার কামরাঙ্গীরচরের ঝাউচর এলাকায় পারিবারিক বিরোধের জের ধরে বাবার ছুরিকাঘাতে রাহাবুল ইসলাম (২৫) নামের এক হোটেল কর্মচারী খুন হয়েছেন। শনিবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

প্রথম আলোকে এ তথ্য জানান কামরাঙ্গীরচর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ লুৎফর রহমান।

শেখ লুৎফুর রহমান বলেন, ঝাউচর এলাকায় হোটেল কর্মচারী রাহাবুল খুন হয়েছেন। পারিবারিক বিরোধের জের ধরে রাহাবুলকে তাঁর বাবা জুয়েল রানা খুন করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। রাহাবুলের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

রাহাবুলের মামা হুমায়ুন প্রথম আলোকে বলেন, তাঁর বোন শাহনাজ কাজের সূত্রে জর্ডানে থাকেন। আর ভাগনে রাহাবুল এবং বোনের স্বামী জুয়েল রানা কামরাঙ্গীরচরে একটি হোটেলে কাজ করেন। শনিবার রাতে পারিবারিক বিরোধের জের ধরে ছুরিকাঘাত করে ছেলেকে খুন করেন জুয়েল।

পুলিশ পরিদর্শক শেখ লুৎফুর রহমান আরও বলেন, রাহাবুলের হত্যার ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। পলাতক জুয়েল রানাকে আটকের চেষ্টা চলছে। হত্যার কারণ খতিয়ে দেখছে পুলিশ।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

সিএসই-৫০ সূচক সমন্বয়, কার্যকর ১১ নভেম্বর

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসই-৫০ সূচক সমন্বয় করা হয়েছে। সিএসইতে তালিকাভুক্ত কোম্পানিগুলোর পারফরমেন্সের ভিত্তিতে এ সূচক সমন্বয় করা হয়।

সমন্বিত সূচকে তিনটি কোম্পানি নতুনভাবে যুক্ত হয়েছে। আর বাদ পড়েছে তিনটি কোম্পানি। সমন্বয় পরবর্তী সূচক আগামী ১১ নভেম্বর থেকে কার্যকর হবে।

আরো পড়ুন:

ডিএসইতে সূচক কমলেও সিএসইতে বেড়েছে

কমোডিটি এক্সচেঞ্জ পরীক্ষামূলক চালু ডিসেম্বরে, নতুন দিগন্ত উন্মোচনের অপেক্ষা

সোমবার (৩ নভেম্বর) সিএসই থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তথ্য মতে, সিএসই-৫০ সূচকে নতুন করে যুক্ত হওয়া কোম্পানিগুলো হলো- বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি, মারিকো বাংলাদেশ লিমিটেড এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি।

আর ওই সূচক থেকে বাদ যাওয়া কোম্পানিগুলো হলো- এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ পিএলসি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি এবং সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি।

উল্লেখ, সিএসই-৫০ ইনডেক্স এ অর্ন্তভুক্ত কোম্পানিগুলোর মূলধন বাজারের মোট নিবন্ধিত কোম্পানিগুলোর মূলধনের শতকরা প্রায় ৭২.৭৪ ভাগ, ফ্রি-ফ্লোট বাজার মূলধন সব নিবন্ধিত কোম্পানিগুলোর ফ্রি-ফ্লোট বাজার মূলধনের শতকরা ৭০.৯৮ ভাগ এবং সব নিবন্ধিত কোম্পানিগুলোর বিগত ছয় মাসের (৩০ জুন, ২০২৫ পর্যন্ত) অ্যাভারেজ ডেইলি টার্নওভার ৪৯.১২ ভাগ।

ঢাকা/এনটি/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ