ঢাকার কামরাঙ্গীরচরের ঝাউচর এলাকায় পারিবারিক বিরোধের জের ধরে বাবার ছুরিকাঘাতে রাহাবুল ইসলাম (২৫) নামের এক হোটেল কর্মচারী খুন হয়েছেন। শনিবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

প্রথম আলোকে এ তথ্য জানান কামরাঙ্গীরচর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ লুৎফর রহমান।

শেখ লুৎফুর রহমান বলেন, ঝাউচর এলাকায় হোটেল কর্মচারী রাহাবুল খুন হয়েছেন। পারিবারিক বিরোধের জের ধরে রাহাবুলকে তাঁর বাবা জুয়েল রানা খুন করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। রাহাবুলের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

রাহাবুলের মামা হুমায়ুন প্রথম আলোকে বলেন, তাঁর বোন শাহনাজ কাজের সূত্রে জর্ডানে থাকেন। আর ভাগনে রাহাবুল এবং বোনের স্বামী জুয়েল রানা কামরাঙ্গীরচরে একটি হোটেলে কাজ করেন। শনিবার রাতে পারিবারিক বিরোধের জের ধরে ছুরিকাঘাত করে ছেলেকে খুন করেন জুয়েল।

পুলিশ পরিদর্শক শেখ লুৎফুর রহমান আরও বলেন, রাহাবুলের হত্যার ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। পলাতক জুয়েল রানাকে আটকের চেষ্টা চলছে। হত্যার কারণ খতিয়ে দেখছে পুলিশ।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বিশ্বের শীর্ষ ১০ আইকনিক ফুটবল স্টেডিয়াম

১সিগনাল ইদুনা পার্ক | ডর্টমুন্ড, জার্মানি সিগনাল ইদুনা পার্ক

সম্পর্কিত নিবন্ধ