মায়ের অসুস্থতার খবরে ইংল্যান্ড থেকে ভারতে ফেরা গৌতম গম্ভীর আবারও ইংল্যান্ডে ফিরে যাচ্ছেন। শুক্রবার হেডিংলিতে শুরু হবে ইংল্যান্ড-ভারত পাঁচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। এই ম্যাচ সামনে রেখে মঙ্গলবারই ভারত ক্রিকেট দলের সঙ্গে যোগ দেবেন প্রধান কোচ।

গম্ভীর যখন দলের কাছে ফিরে যাচ্ছেন, তখনো তাঁর মা হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আছেন। তবে তাঁর অবস্থা স্থিতিশীল।

ভারত ক্রিকেট দল নিয়ে গম্ভীর ইংল্যান্ডে যান ৭ জুন। তবে তিন দিন পরই আবার ভারতে ফেরেন। পরে জানা যায়, হার্ট অ্যাটাক করে দিল্লিতে হাসপাতালে ভর্তি আছেন গম্ভীরের মা। তাঁকে আইসিইউতেও নেওয়া হয়।

ইএসপিএনক্রিকইনফোর খবরে বলা হয়, গত কয়েক দিনে গম্ভীরের মায়ের শারীরিক পরিস্থিতির উন্নতি ঘটেছে।

গম্ভীর ভারতে থাকা অবস্থায় ইংল্যান্ড সফররত ভারত ‘এ’ দলের সঙ্গে একটি তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলে ভারত জাতীয় দল। এ সময় শুবমান গিলদের প্রস্তুতি দেখভাল করেন সহকারী কোচ রায়ান টেন ডেসকাট ও সীতাংশু কোটাক এবং বোলিং কোচ মরনে মরকেল।

আরও পড়ুন২৪ বলে ১৬টি চার–ছক্কা হজম, অভিষেকে পিটুনি খাওয়ার বিশ্ব রেকর্ড৩ ঘণ্টা আগে

আজ সোমবার রাতে দিল্লি ছাড়তে যাওয়া গম্ভীরকে আগামীকাল ইংল্যান্ডে পৌঁছেই দলের ব্যাটিং  অর্ডার নিয়ে কাজ করতে হবে। প্রায় ছয় মাস বিরতির পর টেস্ট খেলতে নামছে ভারত। এর মধ্যেই ক্রিকেটের দীর্ঘ সংস্করণ থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। নতুন অধিনায়ক গিলের নেতৃত্বে ভারতের ব্যাটিং লাইনআপ কী রূপ পাবে, সেটির বড় পরীক্ষা হবে ২০ জুন শুরু প্রথম টেস্টে।

আট বছর পর জাতীয় দলে ফেরা করুন নায়ার, দুই তরুণ ধ্রুব জুরেল ও অভিমন্যু ঈশ্বরন এবং দুই সিম বোলিং অলরাউন্ডার নীতীশ কুমার ও শার্দূল ঠাকুরদের একাদশে রাখা নিয়ে সিদ্ধান্ত নেওয়া এখনো বাকি।

আরও পড়ুনসংঘাতের পর আবার মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান, কবে কোথায়৫ ঘণ্টা আগে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: গম ভ র

এছাড়াও পড়ুন:

ছুটি না পেয়ে অসুস্থ শ্রমিকের মৃত্যু, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ 

নারায়ণগঞ্জের বন্দরের মদনপুর এলাকায় লারিজ ফ্যাশনের পোশাক কারখানায় অসুস্থ হয়ে রিনা আক্তার (৩২) নামের এক শ্রমিকের মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। 

সোমবার (৩ নভেম্বর) সকালে তারা মদনপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। খবর পেয়ে থানা পুলিশের সঙ্গে হাইওয়ে ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

প্রত্যক্ষদর্শী ও শ্রমিকরা জানিয়েছেন, রিনা আক্তার অসুস্থ অবস্থায় কারখানায় কাজ করছিলেন। রোববার তিনি বেশি অসুস্থতা অনুভব করলে ছুটি চেয়ে আবেদন করেন। তবে, কর্তৃপক্ষ ওই শ্রমিকের আবেদনে সাড়া না দিয়ে কাজ করতে বাধ্য করেন। ওই নারী গুরুতর অসুস্থ হয়ে ফ্লোরে লুটিয়ে পড়লে তাৎক্ষণিকভাবে সহকর্মীরা স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার আরো অবনতি ঘটলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অবরোধকারী শ্রমিকদের অভিযোগ, তাদের সহকর্মীর মৃত্যুর জন্য মালিকপক্ষ দায়ী। রিনা অসুস্থ হওয়া সত্ত্বেও তাকে ছুটি দেওয়া হয়নি। চিকিৎসার অভাবে মারা গেছেন তিনি। 

লারিজ ফ্যাশনের মালিকপক্ষ ও কর্মকর্তাদেরকে গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন শ্রমিকরা।

এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে লারিজ ফ্যাশন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শিমুল বলেছেন, আমাদের একজন শ্রমিক অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিকভাবে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত্যু হয়। এতে আমাদের কোনো গাফিলতি নেই। আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করেছি।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেছেন, সহকর্মীর মৃত্যুর জন্য গার্মেন্টস মালিকপক্ষ দায়ী, এমন অভিযোগ করে শ্রমিকরা আন্দোলনে নেমেছেন। আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। ঘটনাস্থলে থানা পুলিশের সঙ্গে হাইওয়ে ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশও আছে। শ্রমিকরা রাস্তা থেকে সরে গেছেন। যানচলাচল স্বাভাবিক হয়েছে।

ঢাকা/অনিক/রফিক

সম্পর্কিত নিবন্ধ