ইরান-ইসরায়েল সংঘাত নিয়ে প্রথমবার মুখ খুললেন চীনা প্রেসিডেন্ট
Published: 17th, June 2025 GMT
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক পদক্ষেপের মধ্যপ্রাচ্যে উত্তেজনা ‘আকস্মিক বৃদ্ধি’ নিয়ে তার দেশ ‘গভীরভাবে উদ্বিগ্ন’।
মঙ্গলবার চীনের রাষ্ট্রীয় সংবাদসংস্থা সিনহুয়ার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সিএনএন।
তিনি কাজাখস্তানের রাজধানী আস্তানায় উজবেক প্রেসিডেন্ট শভকাত মিরজিয়োয়েভের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
শুক্রবার থেকে শুরু হওয়া ইরান-ইসরায়েল সংঘাত নিয়ে প্রথমবারের মতো প্রকাশ্যে মন্তব্য করেছেন শি জিনপিং। তিনি বলেন, চীন এমন সব কর্মকাণ্ডের বিরোধিতা করে যা অন্য দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতাকে লঙ্ঘন করে।
তিনি আরও বলেন, সামরিক সংঘাত কোনো সমস্যার সমাধান নয়। বরং এটি উত্তেজনাকে আরও বাড়িয়ে তোলে, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের যৌথ স্বার্থের পরিপন্থি।
চীনা প্রেসিডেন্ট বলেন, সংঘাত নিরসনে সব পক্ষকে দ্রুত পদক্ষেপ নিতে হবে এবং চীন আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে ‘গঠনমূলক ভূমিকা রাখতে প্রস্তুত।’
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
কে হবে নারী বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন
ভারতের জেমাইমা রদ্রিগেজের চোখে জল, তাঁকে ঘিরে উৎসব করতে তৈরি হয়েছিল বড় একটা জটলাও। ইংল্যান্ডকে হারানোর পর দক্ষিণ আফ্রিকার মেয়েদের উল্লাসের ছবিটাও সাড়া ফেলেছিল বেশ। এক দিনের ব্যবধানে দুই দলের সেই উচ্ছ্বাস গিয়ে মিলেছিল একই বিন্দুতে—নারী বিশ্বকাপের ফাইনাল ওঠার আনন্দে আত্মহারা হয়েছিল তারা।
কিন্তু এতটুকু তো আর শেষ নয়। দুই দলের সামনেই প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপ জয়ের হাতছানি। আজ নাবি মুম্বাইয়েই প্রথমবার এমন নারী বিশ্বকাপ ফাইনাল হচ্ছে, যেখানে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের কেউই নেই। এই দুই দলের বাইরে শিরোপাজয়ী আরেক দল নিউজিল্যান্ডও বাদ পড়ে গেছে সেমিফাইনালের আগেই। আজ দক্ষিণ আফ্রিকা-ভারতের যেই শিরোপা জিতুক, নারী বিশ্বকাপ তাই দেখবে নতুন চ্যাম্পিয়ন।
এবারের বিশ্বকাপজুড়ে কঠিন পথ পাড়ি দিয়ে এসেছে ফাইনালে ওঠা দুটি দলই। ইংল্যান্ডের বিপক্ষে ৬৯ রানে অলআউট হয়ে বিশ্বকাপ শুরু করে দক্ষিণ আফ্রিকা। এরপর টানা পাঁচ ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করে দলটি। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯৭ রানে অলআউট হলেও সেমিফাইনালে ইংল্যান্ডকে উড়িয়ে দিয়েই ফাইনালে ওঠে দক্ষিণ আফ্রিকা।
সেমিফাইনালে ভারতকে জেতানোর পর জেমাইমা ও মান্ধানা