সৈয়দপুরে বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত
Published: 18th, June 2025 GMT
নীলফামারীর সৈয়দপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। আজ বুধবার সকালে উপজেলার কলাবাগান এলাকার সৈয়দপুর-রংপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন সৈয়দপুর উপজেলার কুজিপুকুর গ্রামের নূর ইসলাম (৪৮) ও দলুয়া মুন্সিপাড়া গ্রামের মাসুদ হোসেন (২৫)। নূর স্থানীয় একটি ইটভাটায় নৈশপ্রহরী এবং মাসুদ ফায়ারম্যানের কাজ করতেন।
স্থানীয় কয়েকজন বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী বলেন, আজ সকালে নূর ও মাসুদ কাজ শেষে একই মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। ঘটনাস্থলে শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। পরে কিছুটা পথ মোটরসাইকেলটিকে টেনে নিয়ে যায় বাসটি। এ সময় ঘটনাস্থলেই নূর ও মাসুদের মৃত্যু হয়।
তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান এ খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। চালক ও তাঁর সহকারী পালিয়ে গেলেও বাসটি জব্দ করা হয়েছে।’
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: স য়দপ র
এছাড়াও পড়ুন:
‘অনিয়মের কিছুই নেই’ বলতেই এলজিইডির কার্য সহকারীকে মারধর, ভিডিও ভাইরাল
ছবি : ভিডিও থেকে নেওয়া