Risingbd:
2025-08-10@03:52:59 GMT

নকআউট পর্বে বায়ার্ন

Published: 22nd, June 2025 GMT

নকআউট পর্বে বায়ার্ন

হার্ড রক স্টেডিয়ামে বেজে উঠেছে ইউরোপিয়ান শাসনের সুর। ফুটবল দুনিয়ার জমজমাট লড়াইয়ে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ আবারও প্রমাণ করল, বিশ্বমঞ্চে তাদের সাম্রাজ্য এখনো অটুট। ক্লাব বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় জয়ে নিশ্চিত করেছে শেষ ষোলো। পাশাপাশি বাকি দলগুলোকে জানিয়ে দিলো, এবারও হিসাবের বাইরে রাখা যাবে না তাদের।

প্রথম ম্যাচে অকল্যান্ড সিটিকে ১০-০ গোলে বিধ্বস্ত করে ঝড়ো সূচনা করা বায়ার্ন দ্বিতীয় ম্যাচে পড়েছিল একটু প্রতিরোধের মুখে। তবে কিংসলে কোমানের নিখুঁত পাস থেকে হ্যারি কেইনের গোল আর শেষ দিকে মাইকেল ওলিসের ক্লিনিশ ফিনিশিংয়ের সুবাদে আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্সকেও পেছনে ফেলেছে ২-১ ব্যবধানে।

খেলা শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই যেন বোঝা যাচ্ছিল বায়ার্ন আজও ছন্দে। তবে ম্যাচের মাঝপথে মেরেন্তিয়েল বোকা জুনিয়র্সের পক্ষে সমতা ফেরানোয় একটু টানটান উত্তেজনা ছড়ায় মাঠজুড়ে। কিন্তু জার্মানরা যেন এমন রোমাঞ্চের জন্যই প্রস্তুত ছিল। ৮৪ মিনিটে ওলিসে গোল করে কাঁপিয়ে দেন পুরো গ্যালারি।

আরো পড়ুন:

১৪ কোটি টাকা জরিমানা গুনলো ম্যানসিটিকে

ব্রাজিলিয়ান ক্লাবের কাছে ধরাশায়ী চ্যাম্পিয়ন পিএসজি

বল দখলের দিক থেকে ৭০ শতাংশের বেশি সময় নিয়ন্ত্রণে রাখা। আর প্রতি আক্রমণে ছন্দময় গতির ঝলক; সব মিলিয়ে বায়ার্ন যেন এক সুসংগঠিত সেনাবাহিনীর মতোই খেলছে। মাঠে ‘এক গোল করো, দুই গোল ফেরাও’ এমন প্রতিশ্রুতি নিয়ে যেন নামে তারা।

এই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে অবস্থান করছে বায়ার্ন। ৪ পয়েন্ট নিয়ে পেছনে বেনফিকা। আর ১ পয়েন্ট নিয়ে বোকা জুনিয়র্স এখনও ধরে রেখেছে শেষ ষোলোতে যাওয়ার ক্ষীণ সম্ভাবনা। তবে তার জন্য প্রয়োজন হবে শুধু জয় নয়, বেনফিকার পরাজয়ও।

সবকিছু মিলিয়ে আগামী মঙ্গলবার ‘সি’ গ্রুপের শেষ রাউন্ড হয়ে উঠছে নাটকীয়, উত্তেজনাময় ও সম্ভাবনায় ঠাসা এক মহারণ।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল

এছাড়াও পড়ুন:

ডি পল-সুয়ারেজে কোয়ার্টার ফাইনালে মেসিহীন মায়ামি

লুইস সুয়ারেজের দুর্দান্ত পারফরম্যান্সে লিগস কাপে পুমাসকে ৩-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। গোলের পাশাপাশি সতীর্থদের দুটি গোলেও সহায়তা করেছেন উরুগুইয়ান এই তারকা।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার (০৭ আগস্ট) ভোরে অনুষ্ঠিত ম্যাচে পাওয়া এই জয়ে লিগস কাপের নকআউট পর্ব তথা কোয়ার্টার ফাইনালে উঠে গেছে ডেভিড বেকহ্যামের দল।

তবে এই ম্যাচে ছিলেন না লিওনেল মেসি। ডান পায়ের হালকা চোটের কারণে তিনি আপাতত মাঠের বাইরে। গত শনিবার নেকাক্সার বিপক্ষে ম্যাচের শুরুতেই চোট পেয়েছিলেন আর্জেন্টাইন জাদুকর। যদিও স্টেডিয়ামে উপস্থিত ছিলেন তিনি। তবে মাঠের বাইরে থেকে ম্যাচটি উপভোগ করেছেন দর্শক গ্যালারির স্যুট থেকে।

আরো পড়ুন:

অবশেষে সংশয়ই সত্যি হলো, মাঠের বাইরে মেসি

ইনজুরির শঙ্কা, উত্তেজনার ঝড়: শেষ হাসি হাসল মেসিহীন মায়ামি

এই জয়ের ফলে ইন্টার মায়ামি প্রথম এমএলএস ক্লাব হিসেবে লিগস কাপের এবারের আসরের নকআউট পর্বে জায়গা করে নিলো। বর্তমানে তাদের পয়েন্ট সংখ্যা ৮।

এদিন ম্যাচের ৩৪ মিনিটে পুমাসের জর্জে রুভালকাবা গোল করে দলকে এগিয়ে দেন। তবে প্রথমার্ধের শেষ মুহূর্তে (৪৫তম মিনিটে) সুয়ারেজের অ্যাসিস্টে দুর্দান্ত এক গোল করে ম্যাচে সমতা ফেরান ডি পল। এটি ছিল ইন্টার মায়ামির হয়ে ডি পলের প্রথম গোল।

ডি পল, যিনি মূলত লিওনেল মেসির সঙ্গে খেলার লক্ষ্যেই এমএলএসে এসেছেন। ক্লাবটির হয়ে অভিষেক করেছিলেন গত সপ্তাহে আটলাসের বিপক্ষে। নেকাক্সার বিপক্ষে ম্যাচে তিনি দুটি অ্যাসিস্ট করেছিলেন।

৫৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ইন্টার মায়ামিকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন সুয়ারেজ। পেনাল্টিটি এসেছিল পুমাস ডিফেন্ডার হোসে কাইসেদোর হ্যান্ডবলের কারণে। গত ২৩ জুন ক্লাব বিশ্বকাপে পামেইরাসের বিপক্ষে গোলের পর এটিই সুয়ারেজের প্রথম গোল।

এরপর ৬৯ মিনিটে সুয়ারেজের আরেকটি দারুণ অ্যাসিস্ট থেকে গোল করেন তাদেও অ্যালেন্দে। ম্যাচের বাকি সময়টায় আর কোনো গোল না হলে ৩-১ ব্যবধানের জয় নিয়ে ও শেষ আট নিশ্চিত করে মাঠ ছাড়ে ইন্টার মায়ামি। 

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ

  • ডি পল-সুয়ারেজে কোয়ার্টার ফাইনালে মেসিহীন মায়ামি