মুম্বাই থেকে চেন্নাইয়ের উদ্দেশে রওনা দিয়েছিল এয়ার ইন্ডিয়ার একটি বিমান। মাঝ আকাশে সেটির কেবিন থেকে ‘পোড়া গন্ধ’ পাওয়া যায়। তাই সাবধানতার জন্য বিমানটি আবার মুম্বাইয়ে ফেরত আনা হয়। শুক্রবারের ওই বিপত্তির কথা শনিবার প্রকাশ্যে আসতেই আবারও আলোচনা শুরু হয় বিমান সংস্থাটিকে নিয়ে। খবর এনডিটিভির

সংবাদ সংস্থা পিটিআই অনুসারে, শুক্রবার ঘটনাটি ঘটেছে এয়ার ইন্ডিয়ার এআই ৬৩৯ বিমানে। বিমান সংস্থার পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, মুম্বাই থেকে চেন্নাইগামী ওই বিমানের কেবিনে ‘পোড়া গন্ধ’ পাওয়া যাচ্ছিল। সেই কারণেই সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে বিমানটিকে আবার মুম্বইয়ে ফিরিয়ে আনা হয়। ঠিক কী ঘটেছিল, সে বিষয়ে বিস্তারিত কোনও তথ্য প্রকাশ করা হয়নি। 

তবে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, বিমানটিকে নিরাপদে ফিরিয়ে আনা হয়েছে এবং যাত্রীদের জন্য বিকল্প বিমানের ব্যবস্থা করা হয়েছে।

সংস্থাটি জানায়, বিমানটি ফিরে আসার পরে মুম্বাই বিমানবন্দরে কর্মীরা প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন। অপ্রত্যাশিত এই বিঘ্নের কারণে যাত্রীদের যাতে কোনও সমস্যা না-হয়, তা নিশ্চিত করতে সব ধরনের সাহায্য করা হয়েছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব ম নট

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ