চট্টগ্রামে প্রতিদিনই বেড়ে চলেছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। ১২০টি করোনার নমুনা পরীক্ষা করে এ ফলাফল এসেছে। এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্ত সংখ্যা দাঁড়াল ১৬০ জনে।

মঙ্গলবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। ১৫ জন করোনা শনাক্তের মধ্যে ১৪ জন মহানগর এলাকার এবং একজন উপজেলার বাসিন্দা।

জেলা সিভিল সার্জন ডা.

জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, চট্টগ্রামে ১০টি ল্যাবে করোনা পরীক্ষা করা হচ্ছে। নতুন ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে কয়েকজন হাসপাতালে ভর্তি হয়েছেন। বাকিরা বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন।

গত ১৫ দিনে চট্টগ্রামে ১৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৪৫ জন মহানগরের এবং ১৫ জন উপজেলার বাসিন্দা। এছাড়া মোট ৭ জনের মৃত্যু হয়েছে। ৭ জনের মধ্যে ৩ জন মহানগর এবং ৪ জন উপজেলার বসিন্দা।

উৎস: Samakal

কীওয়ার্ড: ১৫ জন

এছাড়াও পড়ুন:

পাবনায় নির্বাচন নিয়ে বিএনপির মতবিনিময় 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনা-৫ আসনের বিএনপির নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) দুপুরে জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে পিসিএস রেস্টুরেন্টের সেমিনার হলরুমে এই সভা হয়।

আরো পড়ুন:

ধানের শীষ পেলেন মাত্র ১০ নারী, মোট প্রার্থীর ৪.২২ শতাংশ

খুলনা-২ আসনে বিএনপির প্রার্থী মঞ্জু

জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদন্নবী স্বপনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আবু ওবায়দা শেখ তুহিন, সাবেক সভাপতি মীর্জা আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শাজাহান আলী, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল ইসলাম বাদশা, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল গফুর, জেলা কৃষকদলের সভাপতি আবুল হাশেম, সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাচ্চু প্রমুখ।

বক্তারা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ধানের শীষের মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে। দলের মধ্যে কোনো হিংসা-বিদ্বেষ, মতবিরোধ করা চলবে না। সাধারণ মানুষের ভোটে বিএনপি সরকার গঠন করবে। যা সাধারণ মানুষের কল্যাণ ও রাষ্ট্র উন্নয়নের কাজ করবে এবং সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।
 

ঢাকা/শাহীন/বকুল

সম্পর্কিত নিবন্ধ