রাজধানীর ভাটারার পূর্ব নূরেরচালা এলাকায় একটি টিনশেড বাসায় আগুন লেগে চারজন দগ্ধ হয়েছেন। বুধবার সন্ধ্যা ৭টার দিকে রান্নার চুলা থেকে আগুন লাগে বলে স্বজনেরা জানান। ওই চুলায় গ্যাসের সিলিন্ডার ব্যবহার করা হয়।

দগ্ধ ব্যক্তিরা হলেন হালিম শেখ (৫০), তাঁর স্ত্রী শিউলি বেগম (৪৫), এই দম্পতির ছেলে হানিফ শেখ (২৪) এবং শিউলির বোন রহিমা বেগম (৫০)। তাঁদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান বলেন, হালিম শেখের শরীরের ৩৩ শতাংশ এবং তাঁর ছেলে হানিফ শেখের শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে। এ দুজনের অবস্থা আশঙ্কাজনক। শিউলি বেগমের শরীরের ১ শতাংশ এবং রহিমা বেগমের শরীরের ২ শতাংশ দগ্ধ হয়েছে।

হালিম শেখের ভাগনে সাগর আহমেদ বলেন, সন্ধ্যা সাতটার দিকে হানিফ শেখ রান্নাঘরে ডিম ভাজতে গিয়েছিলেন। হঠাৎ চুলা থেকে তাঁর লুঙ্গিতে আগুন লেগে যায়। এ সময় চিৎকার শুনে অন্যরা রান্নাঘরে গেলে তাঁরাও দগ্ধ হন। হালিম শেখ পেশায় গাড়িচালক। তাঁর ছেলে হানিফ শেখ কেব্‌ল অপারেটর (ডিশ লাইন) প্রতিষ্ঠানে কাজ করতেন।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

২০২৬ এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে প্রথমবারের মতো জায়গা করে নেওয়ায় বাংলাদেশ নারী ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বুধবার (২ জুলাই) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় তিনি এ অভিনন্দন জানান।

বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, এই সাফল্য শুধু নারী ফুটবলের নয়, বরং গোটা জাতির জন্য গর্বের। এটি দেশের সম্ভাবনা, প্রতিভা ও অদম্য চেতনার অনন্য উদাহরণ।

আরো পড়ুন:

অপতথ্য মোকাবিলায় জাতিসংঘকে কার্যকর ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধান উপদেষ্টার

ইউনূস-রুবিও ফোনালাপে অর্থনৈতিক সম্পর্ক গভীর করায় জোর

তিনি আশা প্রকাশ করেন, এই অর্জন ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের মর্যাদা আরো বাড়াবে।

প্রসঙ্গত, প্রথমবারের মতো উইমেনস এশিয়ান কাপের মূল পর্বে খেলার টিকেট পেল বাংলাদেশ। শক্তিশালী মিয়ানমারকে হারিয়ে বাংলাদেশ আগেই নিজেদের কাজ করে রেখেছিল। তুর্কমেনিস্তান পয়েন্ট হারানোয় বাংলাদেশ ৬ পয়েন্ট নিয়ে মূল পর্বে খেলা নিশ্চিত করে।

ঢাকা/হাসান/ফিরোজ

সম্পর্কিত নিবন্ধ