চুলার আগুনে একই পরিবারের চারজন দগ্ধ, দুজনের অবস্থা সংকটাপন্ন
Published: 2nd, July 2025 GMT
রাজধানীর ভাটারার পূর্ব নূরেরচালা এলাকায় একটি টিনশেড বাসায় আগুন লেগে চারজন দগ্ধ হয়েছেন। বুধবার সন্ধ্যা ৭টার দিকে রান্নার চুলা থেকে আগুন লাগে বলে স্বজনেরা জানান। ওই চুলায় গ্যাসের সিলিন্ডার ব্যবহার করা হয়।
দগ্ধ ব্যক্তিরা হলেন হালিম শেখ (৫০), তাঁর স্ত্রী শিউলি বেগম (৪৫), এই দম্পতির ছেলে হানিফ শেখ (২৪) এবং শিউলির বোন রহিমা বেগম (৫০)। তাঁদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান বলেন, হালিম শেখের শরীরের ৩৩ শতাংশ এবং তাঁর ছেলে হানিফ শেখের শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে। এ দুজনের অবস্থা আশঙ্কাজনক। শিউলি বেগমের শরীরের ১ শতাংশ এবং রহিমা বেগমের শরীরের ২ শতাংশ দগ্ধ হয়েছে।
হালিম শেখের ভাগনে সাগর আহমেদ বলেন, সন্ধ্যা সাতটার দিকে হানিফ শেখ রান্নাঘরে ডিম ভাজতে গিয়েছিলেন। হঠাৎ চুলা থেকে তাঁর লুঙ্গিতে আগুন লেগে যায়। এ সময় চিৎকার শুনে অন্যরা রান্নাঘরে গেলে তাঁরাও দগ্ধ হন। হালিম শেখ পেশায় গাড়িচালক। তাঁর ছেলে হানিফ শেখ কেব্ল অপারেটর (ডিশ লাইন) প্রতিষ্ঠানে কাজ করতেন।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন