নানা কারণে পাকিস্তানের সঙ্গে সম্পক্ত কারিনার ক্যারিয়ার। কারিনা কাপুরের জীবনসঙ্গী সাইফ আলী খানের অনেক আত্মীয় স্বজনও পাকিস্তানে থাকেন। সেই আত্মীয়-স্বজনদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে সাইফ-কারিনার। পাকিস্তানে যাওয়ার ইচ্ছা রয়েছে কারিনারও। 

এদিকে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর থেকে ভারত-পাকিস্তান সাংস্কৃতিক আদানপ্রদান প্রায় বন্ধ। বর্তমানে পাকিস্তানি অভিনেতা-অভিনেত্রীদের ভারতে আসা-যাওয়া বন্ধ। সংস্কৃতি অঙ্গনের পরিস্থিতি এতটাই সংবেদনশীল যে, সমাজমাধ্যমে পাকিস্তানি ক্রিকেটতারকা থেকে নায়ক-নায়িকাদের কার্যকলাপ দেখা যায় না ভারতে। কয়েক বছর আগেও পরিস্থিতি এমন ছিল না। 

দুইদেশের মধ্যে সৌজন্যের সম্পর্ক ছিল। প্রতিবেশী রাষ্ট্রের তারকারা ভারতে এসে কাজ করতেন। ভারতের তারকাদের সে দেশে জনপ্রিয়তার কথা কারও অজানা নয়। শাহরুখ খান থেকে মাধুরী দীক্ষিত কিংবা কারিনা কাপুর জনপ্রিয়তা ও হিন্দি সিনেমার প্রতি সে দেশের মানুষের ভালোবাসার কথা অজানা নয়। এক সাক্ষাৎকারে কারিনা মন্তব্য করে বসেন, তাকে পাকিস্তানি হিসেবে দিব্যি চালিয়ে দেওয়া যায়!

আরো পড়ুন:

মিথিলা সম্পর্কে চমকপ্রদ ৬ তথ্য

সাগর-রুনিকে ঘিরে নির্মিত ‘অমীমাংসিত’ পেল ছাড়পত্র

কারিনা তার ক্যারিয়ারের শুরুতেই ‘রিফিউজ়ি’ সিনেমাতে পাকিস্তানি মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন। তার পর ‘কুরবান’ ছবিতেও প্রতিবেশী রাষ্ট্রের নাগরিক হিসেবে তাকে দেখা যায়। এ ছাড়াও ২০১২ সালে পাকিস্তানে এক অনুষ্ঠানে অভিনেত্রী নিজেই জানান, ‘‘সইফ আলি খানের বেশ কিছু আত্মীয়-পরিজন এখনও পাকিস্তানে রয়েছেন। তারা প্রায়ই ফোন করে পাকিস্তানে আসার নিমন্ত্রণ জানান।’’ 

কারিনাও জানান, সময় সুযোগ পেলে নিশ্চয় যাবেন। পাশাপাশি করিনা বলেন, ‘‘আমি কেরিয়ারের শুরুতেই পাকিস্তানি মেয়ের চরিত্রে অভিনয় করেছি। তাই হয়তো আমাকে পাকিস্তানি বলে দিব্যি চালিয়ে দেওয়া যায়।’’ 
করিনা বছর দশেক আগেও পাকিস্তানে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেন। সেখানকার শিশুকন্যাদের পড়াশোনার গুরুত্ব কতটা, তা বোঝাতেই সেখানে যেতে চেয়েছিলেন।

মাসকয়েক আগে দুবাই গিয়েছিলেন করিনা। সেখানে গিয়েই পাকিস্তানি পোশাকশিল্পী ফরাজ় মানানের সঙ্গে দেখা হয় অভিনেত্রীর। অতীতেও একাধিক বার ফরাজ়ের পোশাক সংস্থার ‘মুখ’ হিসেবে কাজ করেছেন করিনা। দুবাইয়েও তারই বিপণি সংস্থার অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন করিনা। 

সেই অনুষ্ঠানের বেশ কিছু ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছিলেন ফরাজ়। পহেলগাঁও কাণ্ডের পরে পাকিস্তানি পোশাকশিল্পীর সঙ্গে করিনা কপূর খানের সেই সব ছবি ঘিরে বিস্তর বিতর্ক হয়। এখন অবশ্য সবকিছু স্বাভাবিক।

ঢাকা/লিপি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

চুয়াডাঙ্গায় ট্যাংকলরির ধাক্কায় ইজিবাইকের চালকসহ নিহত ৩ 

চুয়াডাঙ্গা সদর উপজেলার জাফরপুরে তেলবাহী ট্যাংকলরির ধাক্কায় ইজিবাইকের চালকসহ ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫ জন।  

শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে জাফরপুর বিজিবি ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ইজিবাইক চালক দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের আরিফুর রহমান (৩৫)। নিহত অন্য দুজনের পরিচয় জানা যায়নি। আহতরা হলেন—ওই ইজিবাইকের যাত্রী  আলামিন (২২), দেলোয়ার হোসেন (৩০), ফাহাদ (২২), রিয়া খাতুন (২০) ও তার এক বছর বয়সী সন্তান ইয়াসিন। 

আরো পড়ুন:

ঝিনাইদহে ইজিবাইকে পিকআপের ধাক্কা, নারী নিহত

হবিগঞ্জে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২

নিহতদের মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতরা ওই হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে  জাফরপুর বিজিবি ক্যাম্পের সামনে তেলবাহী একটি ট্যাংকলরি ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাত এক পুরুষ যাত্রী (৪০) নিহত হন। আহত ইজিবাইক চালকসহ অন্যদেরকে সদর হাসপাতালে নেওয়া হলে অজ্ঞাত এক নারী মারা যান। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে ইজিবাইক চালক আরিফুল মারা যান।

চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। 

ঢাকা/মামুন/রফিক 

সম্পর্কিত নিবন্ধ