বাংলাদেশ-চীন সংগীত প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন যারা
Published: 7th, July 2025 GMT
বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী এবং পারস্পরিক বন্ধুত্বের গভীরতা উদযাপন করতে আয়োজিত হচ্ছে ‘দ্বিতীয় চীন-বাংলাদেশ সংগীত প্রতিযোগিতা’।
দুই দেশের সংস্কৃতিকে কাছাকাছি আনার ব্যতিক্রমী এ আয়োজন আগামী আগস্ট মাসে শুরু হয়ে চূড়ান্ত পর্বে পৌঁছাবে সেপ্টেম্বর মাসে।
সম্প্রতি চীন-বাংলাদেশ সংগীত প্রতিযোগিতার আয়োজক কমিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়। প্রাথমিক বাছাই পর্ব অনুষ্ঠিত হবে ২৫ আগস্ট ২০২৫ এবং চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে ১৯ সেপ্টেম্বর ২০২৫।
এতে বাংলাদেশি ও অ-চীনা নাগরিকদের জন্য থাকছে চীনা ভাষার গান পরিবেশনের সুযোগ এবং চীনা নাগরিকদের জন্য থাকছে বাংলা ভাষার গান পরিবেশনের সুযোগ। সংগীতের মাধ্যমে দুই দেশের বন্ধনকে আরও সুদৃঢ় করতে ইচ্ছুক যে কেউ অংশ নিতে পারবেন এই আয়োজনে।
বিস্তারিত জানা যাবে শান্ত-মারিয়াম-হোংহো কনফুসিয়াস ক্লাসরুম, ঢাকা বিশ্ববিদ্যালয় কনফুসিয়াস ইনস্টিটিউট, নর্থ সাউথ ইউনিভার্সিটি কনফুসিয়াস ইনস্টিটিউট, চায়নিজ এন্টারপ্রাইজ অ্যাসোসিয়েশন বাংলাদেশ, প্রবাসী চীনা ফেডারেশন বাংলাদেশ।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
৭ কোটি বাজেটে ৯০ কোটি আয়, সবাইকে টেক্কা দিয়েছে এই সিনেমা
হিন্দিতে ‘ছাবা’, ‘সাইয়ারা’ চলতি বছর বক্স অফিসে ঝড় তুলেছিল। দক্ষিণি সিনেমার মধ্যে ‘লোকাহ চ্যাপটার ১: চন্দ্র’, ‘কানতারা: চ্যাপটার ১’ ভালো ব্যবসা করেছে। কিন্তু বাজেটের তুলনায় ব্যবসায়িক সাফল্যে বিচার করলে সবাইকে পেছনে ফেলেছে একটি দক্ষিণি সিনেমা। মাত্র ৭ কোটি রুপি বাজেটের ছবিটি আয় করেছে ৯০ কোটি রুপি!
২০২৫ সালের প্রথমার্ধে বড় তারকা ও বাজেটের সিনেমা যেমন হিট হয়েছে, তেমনই কিছু চমকপ্রদ সাফল্য এসেছে ছোট বাজেটের চলচ্চিত্র থেকে। সেই ছোট বাজেটের তামিল ছবি ‘টুরিস্ট ফ্যামিলি’ পুরো বছরকে ছাপিয়ে গেছে, যা এখন ২০২৫ সালের সবচেয়ে লাভজনক সিনেমা হিসেবে বিবেচিত হচ্ছে।
‘টুরিস্ট ফ্যামিলি’: হৃদয়স্পর্শী গল্পের সাফল্য
‘টুরিস্ট ফ্যামিলি’ পরিচালনা করেছেন অভিশান জেভিন্থ, যিনি এটি দিয়ে পরিচালনায় অভিষেক করছেন। সিনেমার কাহিনি শ্রীলঙ্কা থেকে আসা এক তামিল পরিবারের ভারতযাত্রাকে ঘিরে। পরিবারটি অর্থনৈতিক সংকট থেকে ‘উন্নত জীবনের’ আশায় দেশ ছাড়ে।