উল্লাপাড়ায় ট্রাকের চাপায় প্রাণ গেল বাবা-ছেলের
Published: 8th, July 2025 GMT
ঢাকা-রাজশাহী মহাসড়কে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকের চাপায় বাবা ও ছেলে নিহত হয়েছেন। তারা হলেন- সিরাজগঞ্জের সলঙ্গা থানার পুরানবেড়া গ্রামের মৃত নূর মোহাম্মদ খন্দকারের ছেলে আব্দুল মান্নান খন্দকার (৭০) এবং তার ছেলে জুয়েল খন্দকার (৩৫)।
আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে চড়িয়া মধ্যপাড়া গ্রামের পাশে এ দুর্ঘটনা ঘটে। ঘাতক ট্রাকটি আটক করেছে পুলিশ। তবে দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক ও তার সহকারী পালিয়ে যায়।
নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার সময় জুয়েল খন্দকার তার অসুস্থ বাবা মান্নান খন্দকারকে আটোভ্যানে করে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছিলেন। ভ্যানটি ঘটনাস্থলে উল্টে গেলে বাবা ছেলে দুজনেই রাস্তার ওপর পড়ে যায়। এ সময় নাটোর থেকে ঢাকাগামী একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক আলমগীর হোসেন জানান, দুর্ঘটনার সময় অটোভ্যানের চালক ও ট্রাকের চালক ও হেল্পার পালিয়ে যায়। মরদেহ দুটি হাটিকুমরুল থানায় আনা হয়েছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: সড়ক দ র ঘটন স র জগঞ জ সড়ক ম ত য
এছাড়াও পড়ুন:
উখিয়ায় নিখোঁজের পর খাল থেকে ইউপি সদস্যের বস্তাবন্দী মরদেহ উদ্ধার
কক্সবাজারের উখিয়ায় নিখোঁজের পর এক ইউপি সদস্যের বস্তাবন্দী গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা একটার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের মনখালীর খাল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত কামাল হোসেন ওই এলাকার সিদ্দিক আহমদের ছেলে এবং রাজাপালং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া ইনানী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) দুর্জয় সরকার বলেন, কারা এ ঘটনা ঘটিয়েছে, তার অনুসন্ধান চালাচ্ছে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
নিহত কামাল হোসেনের পরিবারের সদস্যদের বরাত দিয়ে দুর্জয় সরকার বলেন, গতকাল সোমবার রাত ১১টার দিকে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ ছিলেন ইউপি সদস্য কামাল হোসেন। আজ দুপুরে মনখালী খালে বস্তাভর্তি কিছু দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। দুপুরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তা খুলে গলাকাটা মরদেহ দেখতে পায়। পরে স্বজনেরা এসে মরদেহটি কামাল হোসেনের বলে শনাক্ত করেন।