বৃদ্ধ দম্পতিকে কুপিয়ে ঘরে লুট, একজনের মৃত্যু
Published: 8th, July 2025 GMT
রাজধানীর যাত্রাবাড়ীতে গ্রিল কেটে বাসায় ঢুকে এক বৃদ্ধ দম্পতিকে কুপিয়ে বিভিন্ন মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে ডাকাতরা। এর মধ্যে ডাকাতদের হামলায় মারাত্মক আহত ইসমাইল হোসেন (৮০) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন। তাঁর স্ত্রী সালেহা বেগম (৭৫) আশঙ্কাজনক অবস্থায় ওই হাসপাতালে ভর্তি আছেন। মঙ্গলবার ভোরে যাত্রাবাড়ীর বিবির বাগিচা ইত্যাদি গলিতে এ ঘটনা ঘটে।
প্রতিবেশীদের বরাত দিয়ে ঢাকার যাত্রাবাড়ী থানার এসআই আওলাদ হোসেন বলেন, ইত্যাদি গলির একটি চারতলা বাসার দ্বিতীয় তলায় থাকতেন বৃদ্ধ দম্পতি। ওই বাসায় গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে কয়েকজন ডাকাত। এ সময় ওই দম্পতি বাধা দিতে গেলে ডাকাতরা তাকে কুপিয়ে জখম করে। ওই দম্পতির মেয়ে সালমাসহ স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যান। পরে বৃদ্ধ ইসমাইল হোসেন মারা যান।
সালমা জানান, বাসা থেকে ডাকাতরা নগদ টাকা ও স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে।
ঢাকার যাত্রাবাড়ী থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেছে নিহতের পরিবার। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ন হত
এছাড়াও পড়ুন:
ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৯২
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪৯২ জন।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের একজন পুরুষ ও দুইজন নারী। আর আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৪০৩ জনই ঢাকার বাইরের।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হাসপাতালে নতুন করে বরিশাল বিভাগে ১৫৪ জন, চট্টগ্রাম বিভাগে ৫১ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৬৯ জন, ঢাকা উত্তর সিটিতে (ডিএনসিসি) ৩৬ জন, ঢাকা দক্ষিণ সিটিতে (ডিএসসিসি) ৫৩ জন, খুলনা বিভাগে ৫৪ জন, ময়মনসিংহ বিভাগে ১০ জন, রাজশাহী বিভাগে ৬১ জন, রংপুর বিভাগে ৩ জন এবং সিলেট বিভাগে একজন ভর্তি হয়েছেন।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৪৮ জন, যাদের মধ্যে ২৫ জন পুরুষ ও ২৩ জন নারী। এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৭৬৩ জন, যার মধ্যে সাত হাজার ৫৫৮ জন পুরুষ ও পাঁচ হাজার ২০৫ জন নারী।
প্রসঙ্গত, গত বছর (২০২৪) জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত মোট এক লাখ এক হাজার ২১৪ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। মারা যান ৫৭৫ জন। এর আগে ২০২৩ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। ওই বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।