Prothomalo:
2025-09-18@01:26:35 GMT

ঢোলগ্রামের দেশে

Published: 10th, July 2025 GMT

বাজার

ঢোলগ্রামের ঘরে ঘরে একটা করে ছোট্ট বাজার আছে। সেই বাজারে সবাই দাসত্ব বিক্রি করে, বাজারের দোকানে তুলে রাখে। মা রাখেন নিঃশব্দতা, বাবা তোলেন স্বপ্নহীনতা, সন্তান বিক্রি করে শৈশব। প্রতিদিন মানুষেরা নিজের আত্মার এক টুকরো তুলে রাখে বাজারে। বিনিময়ে পায় আরাম, নিশ্চিন্ততা, সামাজিক সম্মান। একদিন এক ঘরে এক শিশু বলে ওঠে, ‘এখানে রাখার মতো আমার কিছু নেই। ‘খবর পেয়ে লোকেরা এসে তাকে তিরস্কার করে; বলে, ‘তোমাকে কিছু না কিছু রাখতেই হবে, নাহলে সমাজ চলবে না।’ শিশু বলে, ‘তাহলে, এই সমাজ আমি চাই না।’ লোকেরা শিশুর দেহটাই বাজারে তুলে রাখে।

স্বপ্ন কেন্দ্র

ঢোলগ্রামে স্বপ্ন কেন্দ্র চালু করার পর কর্তৃপক্ষ বেকায়দায় পড়ে যায়। স্বপ্নগুলো তাদের সহ্য হয় না। তাই তারা স্বপ্ন কেন্দ্রের পাশাপাশি একটা স্বপ্ন সংশোধন কেন্দ্র খুলে বসে। মানুষেরা স্বপ্ন দেখলে কর্মকর্তাদের কাছে নিয়ে আসবে; নিয়ে আসতেই হবে। কর্তারা তা ঠিকঠাক করে মানুষদের কাছে ফেরত দেবেন। দুঃস্বপ্ন নিয়ে আসা নিষিদ্ধ, বিপ্লবী স্বপ্ন নিয়ে এলে জেলে পাঠানো হবে, ভাতের স্বপ্ন দেখলে দেশান্তরিত হতে হবে। একদিন এক বুড়ি তার স্বপ্ন নিয়ে এসে বলেন তার ছেলে গুম হয়েছে। কর্মকর্তা তার এই স্বপ্নকে অবৈধ বলে তাকে জেলে পাঠানোর প্রস্তুতি নিলে, বুড়ি বলেন, ‘আমি জেলে যাওয়ার জন্যেই স্বপ্নটা দেখেছি, হয়তো সেখানে আমার ছেলেকে খুঁজে পেলেও পেতে পারি।’

খাঁচার বাইরে

ঢোলগ্রামের মানুষেরা একটা প্রকাণ্ড খাঁচার ভেতর বসবাস করে। তারা বোঝে যে খাঁচার বাইরে গেলেই মুক্তি আসবে, কিন্তু চাবি কার কাছে আছে কেউ জানে না। কেউ কখনো তাদের বন্দী করতে আসেনি। তাই বাইরে যাওয়ার চিন্তা কেউ করে না। একদিন একটা পাখি এসে খাঁচায় ঢোকে; তার ঠোঁটে ঝুলে আছে একটা চাবি। সবাই ধরতে চায় পাখিটাকে। কিন্তু পাখিটা এদিক-ওদিক উড়ে এমন এক স্থানে গিয়ে বসে যেদিকে কেউ তাকায় না, খেয়ালও করে না। ছোট্ট একটা মেয়ে সেখানে যায়; পাখিটা তার কাঁধে এসে বসে। সে চাবিটা নিয়ে, দরজা খুলে, বাইরে বেরিয়ে দেখে খাঁচার বাইরে কিছুই নেই।

গ্যাস

একদিন গভীর রাতে ঢোলগ্রামের সব বস্তিতে গ্যাস সঞ্চালন বন্ধ হয়ে গেল। মানুষেরা সকালে নাস্তা বানাতে গিয়ে দেখে গ্যাস নেই। মাঝে মাঝেই এমন হয়, তাই প্রথমে সবার কিছু মনে হয়নি। সবাই যখন নিশ্চিত হলো যে তাদের পাড়ায় গ্যাস আর আসবে না, তখন সামান্য সঞ্চয়টুকু ভেঙে এলপিজির দোকানে সিলিন্ডার কিনতে গেল। তাদেরকে গ্যাস দেবে না বলে, সব দোকানী সিলিন্ডারগুলো খুলে দিয়ে গ্যাস আকাশে উড়িয়ে দিল। তখন মানুষেরা যারা গৃহস্থদের ফ্ল্যাটে ফ্ল্যাটে কাজ করে, তাদের কাছে গেল। বলল, আমাদের রান্না করতে দিন। গৃহস্থরা জানাল, ‘তোমাদের তো মাইনে দেওয়া হয়; তোমরা অর্ডার করে খাও।’

রেইটিং

ঢোলগ্রামের সব টেলিভিশনে শুধু যুদ্ধ দেখানো হয়। সবাই দেখে, হাসে, কাঁদে, যুদ্ধ নিয়ে কথা বলে। গান নেই, নেই, সিনেমা নেই, কবিতা নেই—শুধু বোমারু বিমান, বোমা, আগুনে পুড়ে যাওয়া ঘরবাড়ি আর কান্না। মাঝে মাঝে কিছু পতাকা দেখা যায়, তখন মানুষেরা হাততালি দেয়। ঢোলগ্রামের মানুষদের জন্যে এটাই জীবন। কারা যেন একদিন ঢোলগ্রামের টেলিভিশনের সুইচ বন্ধ করে দেয়। বিচিত্র এক থমথমে নীরবতা ঝাঁপিয়ে পড়ে চারপাশে। উপায় না দেখে সবাই বাইরে বেরিয়ে এসে দেখে সবুজ ধানক্ষেত, গাছেরা, ঘাসেরা বাতাসে দুলছে। শিশুরা ঘাসের ওপর খেলা শুরু করে। মানুষেরা ভাবে এ এক চক্রান্ত। এক বৃদ্ধ বলেন, ‘আরে না, এটাই আসল।’ বাকি সবাই মন খারাপ করে বাড়ি ফিরে যায়। রাতে কেউ ঘুমাতে পারে না। পরদিন টেলিভিশন আবার চলতে শুরু করে, এবার আরও বড় যুদ্ধের ছবি নিয়ে। ঠিক সেই সময়, আকাশ থেকে ঢোলগ্রামের ওপর এক বোমা পড়ে। মানুষেরা সেই লাইভও দেখে। টেলিভিশন আপিসে নির্বাহী উল্লাস করে বলেন, ‘আজকে সেইরম রেইটিং হবে।’

আকাশ বাতাস

ঢোলগ্রামের আকাশটা দুই দাগে কাটা। দাগটা দেখা যায়। কে যে ভাগ করে দিয়েছে কেউ জানে না। একপাশের মানুষেরা বলে, ‘এই আকাশ শুধু আমাদের; তোরা ভুলেও এদিকে আসবি না।’ দাগের ওপারের লোকেরা বলে, ‘বয়েই গেছে আমাদের ওদিকে যেতে; তোরাও এপারে আসিসনে কিন্তু; খুনোখুনি হয়ে যাবে।’ কিছু মানুষ বাস করে ঠিক মাঝখানে। তারা আকাশের দাগটার দিকে প্রথম প্রথম চেয়ে থাকত; দেখত আকাশের দাগ থেকে রক্ত ঝরছে। তাই তারা আকাশ দেখা বাদ দিয়ে বাতাসের দিকে তাকিয়ে থাকে। বাতাস দাগ মানে না।

প্রতিশোধের গন্ধ

ঢোলগ্রামের বাতাসে প্রতিশোধের গন্ধ সারাক্ষণ ভেসে বেড়ায়। মানুষেরা সবাই সেই গন্ধ শুঁকে শুঁকে পথে পথে শত্রুকে খুঁজে ফেরে। ঢোলগ্রামের মানুষদের আর কোনো ধর্ম-কর্ম নেই—প্রতিশোধের গন্ধ শোঁকাই ধর্ম ও কর্ম। এক প্রতিশোধ শেষ হলে আরেক প্রতিশোধ। একদিন এক প্রতিশোধ শেষে আরেক আরেক প্রতিশোধের গন্ধের পথ ধরে এগুতে এগুতে, এক যুবক মাঝপথে গন্ধ ভুলে যায়—সে পথ হারিয়ে ফেলে। অনেক খোঁজাখুঁজি করেও সে আর গন্ধ পায় না। সে হেসে ফেলে। নিজের হাসিটা, নিজের কাছেই ভালো লাগে। এরপর থেকে ঢোলগ্রামের বাতাসে প্রতিশোধের গন্ধ থাকলেও তাকে আর কেউ খোঁজে না।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: একদ ন এক

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গুলিতে ৩ পুলিশ নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে গুলিতে অন্তত তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন পুলিশ সদস্য।

অঙ্গরাজ্যটির পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস বুধবার সংবাদমাধ্যমকে হতাহতের এ তথ্য জানান।

ক্রিস্টোফার প্যারিসের বরাতে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুরের এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।

পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো ফিলাডেলফিয়া থেকে প্রায় ১৮৫ কিলোমিটার বা প্রায় ১১৫ মাইল পশ্চিমে নর্থ কোডোরাস টাউনশিপে ঘটনাস্থলে গেছেন।

কে বা কারা এ গুলিবর্ষণের পেছনে জড়িত, সে সম্পর্কে প্রাথমিকভাবে পুলিশ কোনো তথ্য দেয়নি।

অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি পুলিশের বিরুদ্ধে সহিংসতাকে ‘আমাদের সমাজের জন্য একটি অভিশাপ’ বলে অভিহিত করেছেন।

পামেলা বন্ডি আরও বলেন, স্থানীয় কর্মকর্তাদের সহায়তার জন্য ফেডারেল এজেন্টরা ঘটনাস্থলে গিয়েছেন।

সম্পর্কিত নিবন্ধ