সূত্রাপুরে বাসায় জমে থাকা গ্যাসে বিস্ফোরণ, দগ্ধ ৫
Published: 11th, July 2025 GMT
রাজধানীর সূত্রাপুরের কাগজীটোলার একটি বাসায় জমে থাকা গ্যাসের বিস্ফোরণে বাবা-মা ও তিন সন্তানসহ একই পরিবারের পাঁচ জন দগ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার (১০ জুলাই) রাত ২টার দিকে সূত্রাপুরের কাগজীটোলার পাঁচতলা ভবনের নিচ তলায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
পরে দগ্ধ অবস্থায় প্রতিবেশীরা তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করে।
দগ্ধরা হলেন- রিপন (৩৫) ৬০ শতাংশ দগ্ধ, চাঁদনী (২৮) ৪৫ শতাংশ দগ্ধ, তামিম (২২) ৪২ শতাংশ দগ্ধ, রোকন (১৪) ৬০ শতাংশ দগ্ধ, ও আয়েশা (১) ৬৩ শতাংশ দগ্ধ। তাদের সবাইকে বার্ন ইনস্টিটিউটের অবজারভেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দগ্ধদের উদ্ধার করে নিয়ে আসা প্রতিবেশী সুলতান মিয়া বলেন, “আমরা রাতে হঠাৎ বিস্ফোরণের শব্দ পাই। এরপর চেঁচামেচি কান্নাকাটি শুনতে পেয়ে কয়েকজন প্রতিবেশী মিলে তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসি। তবে কীভাবে এ বিস্ফোরণ ঘটে সেটা আমাদের জানা নাই।”
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডাক্তার শাওন বিন রহমান জানান, সূত্রাপুর থেকে জমে থাকা গ্যাস বিস্ফোরণে দগ্ধ হয়ে দুই শিশুসহ পাঁচ জন বার্ন ইনস্টিটিউটে এসেছেন। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক।
ঢাকা/বুলবুল/এস
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন