ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে উপজেলার শিক্ষক সমিতি ভবনে সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, নবগঠিত উপজেলা কমিটি ও জেলা কমিটির সঙ্গে সাবেক নেতাদের সৌজন্য সাক্ষাতের সময় হঠাৎ বাপ্পি গ্রুপ সেখানে হাজির হলে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে অন্তত ১১ জন আহত হয়। পরে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি পর্যবেক্ষণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, আহত সকলকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠানো হয়েছে।

আরো পড়ুন:

নরসিংদীতে আধিপত্য নিয়ে সংঘর্ষ, নারী নিহত

নড়াইলে দু’ গ্রুপের সংঘর্ষে নারীসহ আহত ২০

ঝিনাইদহ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আবু হুরায়রা, সদস্য সচিব সাইদুর রহমান জানান, শান্তিপূর্ণ মিটিং চলাকালীন বাপ্পি গ্রুপ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ১৫-২০ জন কর্মী নিয়ে হামলা করেছে। শীঘ্রই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদুর রহমান সাজু জানান, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এ বিষয়ে থানায় এখনো কেউ অভিযোগ করেনি।

ঢাকা/সোহাগ/বকুল 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর স ঘর ষ ন হত স ঘর ষ উপজ ল

এছাড়াও পড়ুন:

ঢাকার তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তেজগাঁও সাউদার্ন পাম্পের পাশে সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত খন্দকার সাইদুর রহমান (৩৮) পেশায় মার্চেন্ডাইজার ছিলেন। তাঁর বাড়ি ঢাকার পল্লবীর বাউনিয়ার আলাবদিরটেক এলাকায়। তাঁর বাবার নাম খন্দকার মোফাজ্জল হায়দার।

মৃতের ভাই মোস্তাফিজুর রহমান জানান, রাতে সাইদুর মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। পথে একটি ট্রাকের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পথচারীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মোটরসাইকেলে সাইদুরের সঙ্গে তাঁর এক সহকর্মীও ছিলেন। তবে তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে যান বলে তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল মারুফ জানিয়েছেন।

আবদুল্লাহ আল মারুফ বলেন, যে ট্রাকটি সাইদুরের মোটরসাইকেলে ধাক্কা দিয়েছিল, তা আটক করা হয়েছে, তবে এর চালক পালিয়ে গেছেন।

পরিবারের লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই সাইদুরের মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা আল মারুফ।

সম্পর্কিত নিবন্ধ