ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে উপজেলার শিক্ষক সমিতি ভবনে সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, নবগঠিত উপজেলা কমিটি ও জেলা কমিটির সঙ্গে সাবেক নেতাদের সৌজন্য সাক্ষাতের সময় হঠাৎ বাপ্পি গ্রুপ সেখানে হাজির হলে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে অন্তত ১১ জন আহত হয়। পরে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি পর্যবেক্ষণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, আহত সকলকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠানো হয়েছে।

আরো পড়ুন:

নরসিংদীতে আধিপত্য নিয়ে সংঘর্ষ, নারী নিহত

নড়াইলে দু’ গ্রুপের সংঘর্ষে নারীসহ আহত ২০

ঝিনাইদহ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আবু হুরায়রা, সদস্য সচিব সাইদুর রহমান জানান, শান্তিপূর্ণ মিটিং চলাকালীন বাপ্পি গ্রুপ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ১৫-২০ জন কর্মী নিয়ে হামলা করেছে। শীঘ্রই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদুর রহমান সাজু জানান, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এ বিষয়ে থানায় এখনো কেউ অভিযোগ করেনি।

ঢাকা/সোহাগ/বকুল 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর স ঘর ষ ন হত স ঘর ষ উপজ ল

এছাড়াও পড়ুন:

রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস

জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।

বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।

ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ