মুক্তিযুদ্ধে তাজউদ্দীন আহমদের ঐতিহাসিক ভূমিকা পরবর্তী সময়ে উপেক্ষার শিকার ছিল বলে মন্তব্য করেন ডেইলি স্টার সম্পাদক মাহ্‌ফুজ আনাম। তিনি বলেন, ‘এ জায়গায় আমরা ব্যক্তিগতভাবে, প্রতিষ্ঠানগতভাবে বুদ্ধিবৃত্তিক দেউলিয়াত্বে আক্রান্ত।’

তাজউদ্দীন আহমদের জন্মশতবার্ষিকী উপলক্ষে বুধবার রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে আয়োজিত এক স্মরণানুষ্ঠানে মাহ্‌ফুজ আনাম এ কথা বলেন। ‘বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের উজ্জ্বল ব্যক্তিত্ব যুদ্ধকালীন সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ জন্মশতবর্ষ স্মরণানুষ্ঠানে’র আয়োজন করে মুক্তিযুদ্ধ জাদুঘর।

অনুষ্ঠানে ডেইলি স্টার সম্পাদক মাহ্‌ফুজ আনাম বলেন, ‘আমি স্মরণ করতে চাই, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর কী ধরনের চেতনা ও আলোচনা আমরা করেছি, সেটা নিয়ে। বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ সরকার যাত্রা শুরু করে। এরপর আমাদের একটা বিরাট বিতর্ক তৈরি হলো বাকশাল নিয়ে। সব কাগজ বন্ধ করে দেওয়া হলো, সব দলকে নিষিদ্ধ করা হলো।’

এই পদক্ষেপকে বাংলাদেশ রাষ্ট্রের যাত্রায় প্রথম ধাক্কা মন্তব্য করে মাহ্‌ফুজ আনাম বলেন, ‘এরপর আমরা দেখলাম বঙ্গবন্ধুর নৃশংস হত্যা। বাংলাদেশে অগণতান্ত্রিক রাষ্ট্র পরিচালনার কাজে আমরা কোনো দিনই ভাবি নাই আবার সেনাবাহিনী আসবে, তারা দেশ পরিচালনা করবে। আমরা ১৯৭৫ থেকে ’৯১ পর্যন্ত প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সেনাশাসনের মধ্যে থাকলাম।’

সেনাশাসকদের মধ্যে মুক্তিযুদ্ধের বয়ান নিয়ন্ত্রণ করার একধরনের চেষ্টা ছিল উল্লেখ করে ডেইলি স্টার সম্পাদক বলেন, ‘সুষ্ঠু ও বস্তুনিষ্ঠ মুক্তিযুদ্ধের ইতিহাস আমরা পেলাম না। এরপর আমরা গেলাম গণতন্ত্র (১৯৯১)। সেখানে বিএনপির মুক্তিযুদ্ধের বয়ানকে সম্পূর্ণভাবে অন্যদিকে প্রবাহিত করার একটা উদ্যোগ দেখলাম। তারপর শেখ হাসিনার সরকারে সেটার বিপরীত যাত্রা দেখলাম।’

পরবর্তীকালে খালেদা জিয়ার সরকার ও সর্বশেষ হাসিনার সময়ে বস্তুনিষ্ঠ বয়ান তৈরি হয়নি মন্তব্য করে মাহ্‌ফুজ আনাম বলেন, ‘আমরা যখন মুক্তিযুদ্ধের ৫০ বছর উদ্‌যাপন করলাম, সেখানে মুক্তিযুদ্ধের ইতিহাসটা একটা ব্যক্তিকেন্দ্রিকতার দিকে চলে গেল। জনসাধারণ ও লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা—তাঁদের প্রতি শ্রদ্ধা ও তাঁদের প্রতি জাতির কৃতজ্ঞতা জ্ঞাপনের ঘটনা ৫০ বছরের উদ্‌যাপনের মধ্যে দেখিনি।’

ডেইলি স্টার সম্পাদক বলেন, ‘এ পুরো ধারাবাহিকতার মধ্যে তাজউদ্দীন আহমদের যে ভূমিকা, সেটা বারবার বলতে পারেন যে উপেক্ষিত হলো। কোনো দিন আমরা ওইভাবে তাঁর অবদান (স্বীকারের বিষয়টি) পাইনি। তাজউদ্দীন আহমদ যে একজন মহান ব্যক্তিত্ব, তাঁর নিষ্ঠা, দেশপ্রেম, আত্মত্যাগ, সততা ও নৈতিকতা—সবকিছু নিয়ে তিনি সত্যিকার অর্থে অনন্য ব্যক্তিত্ব।’

মাহ্‌ফুজ আনাম বলেন, ‘আজকে যে জন্মশতবর্ষ খুব সীমিতভাবে উদ্‌যাপন হচ্ছে, আরও যে ব্যাপক আকারে উদ্‌যাপন হচ্ছে না; বুদ্ধিজীবী, নাগরিক সমাজ, চিন্তক সংগঠন, তারাও যে ওনার জন্মশতবর্ষ উদ্‌যাপন করছে না, এটাই প্রমাণ করে যে আমাদের ইতিহাসের প্রতি একটা অনীহা। এ জায়গায় আমরা ব্যক্তিগতভাবে, প্রতিষ্ঠানগতভাবে বুদ্ধিবৃত্তিক দেউলিয়াত্বে আক্রান্ত।’

মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট তুলে ধরে ডেইলি স্টার সম্পাদক বলেন, তাজউদ্দীন আহমদ ও বঙ্গবন্ধুর যে একটা নৈকট্য ও পরস্পরের প্রতি শ্রদ্ধা, পুরো বিষয়টি মুদ্রার এপিঠ ও ওপিঠের মতোই। জনগণকে জাগিয়ে তোলার মতো বঙ্গবন্ধুর যে বক্তৃতা দেওয়ার ক্ষমতা, সেটা তাজউদ্দীন আহমদের ছিল না। তবে তাজউদ্দীনের দলকে সুসংগঠিত করার, গোছানোর অনন্য ক্ষমতা ছিল।

বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানের শুরুতে এক মিনিট নীরবতা পালন করা হয়.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ত জউদ দ ন আহমদ র সরক র

এছাড়াও পড়ুন:

জেমিনিতে যুক্ত হলো গুগল স্লাইডস তৈরির সুবিধা, করবেন যেভাবে

পাওয়ার পয়েন্টের বিকল্প হিসেবে অনেকেই গুগল স্লাইডসের মাধ্যমে প্রেজেন্টেশন তৈরি করেন। অনলাইনে ব্যবহারের সুযোগ থাকায় যেকোনো জায়গা থেকেই গুগল স্লাইডসের মাধ্যমে দ্রুত প্রেজেন্টেশন তৈরি করা সম্ভব। আর তাই ব্যবহারকারীদের সহজে প্রেজেন্টেশন তৈরির সুযোগ দিতে নিজেদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে গুগল স্লাইডস প্রেজেন্টেশন তৈরির সুবিধা যুক্ত করেছে গুগল।

গুগলের তথ্যমতে, জেমিনিতে গুগল স্লাইডস প্রেজেন্টেশন সুবিধা কাজে লাগিয়ে যেকোনো লেখা বা নথিকে মুহূর্তেই আকর্ষণীয় প্রেজেন্টেশনে রূপ দেওয়া যাবে। চাইলে শুধু প্রম্পট লিখেও নতুন প্রেজেন্টেশন তৈরি করা সম্ভব। নিয়মিত যাঁরা প্রেজেন্টেশন তৈরি করেন, তাঁদের জন্য এটি হতে পারে বিশেষ সহায়ক। সময় বাঁচানোর পাশাপাশি এটি কাজকে সুন্দরভাবে উপস্থাপন করবে। জেমিনির ক্যানভাস টুল থেকে সুবিধাটি ব্যবহার করা যাবে।

গুগল জানিয়েছে, জেমিনির নতুন সুবিধা ব্যবহার করে জটিল নথি, বিক্রয়ের প্রতিবেদনকে পেশাদার মানের প্রেজেন্টেশনে রূপান্তর করা যাবে। বৈঠকের সারসংক্ষেপ তৈরি করতেও এটি কাজে লাগানো যাবে। শিক্ষার্থীরা চাইলে নিজের প্রবন্ধ ও নোটকে স্লাইডে রূপান্তর করতে পারবেন। ব্যবহারকারীদের আপলোড করা তথ্য বিশ্লেষণ করে ছবি, তথ্যচিত্রসহ সম্পূর্ণ প্রেজেন্টেশন তৈরি করে দেবে জেমিনি। প্রাথমিকভাবে জেমিনি প্রো ব্যবহারকারীরা এ সুবিধা পাবেন। শিগগিরই বিনা মূল্যে জেমিনি ব্যবহারকারীদের জন্য সুবিধাটি উন্মুক্ত করা হবে।

গুগল স্লাইডস প্রেজেন্টেশন তৈরির পদ্ধতি

জেমিনি ব্যবহার করে গুগল স্লাইডস প্রেজেন্টেশন তৈরির প্রক্রিয়াও বেশ সহজ। এ জন্য প্রথমে কম্পিউটার বা মুঠোফোনের ওয়েব সংস্করণে জেমিনি খুলে টুলবার থেকে ক্যানভাস অপশন বেছে নিতে হবে। এরপর প্রম্পটে লিখতে হবে ‘ক্রিয়েট আ প্রেজেন্টেশন’। এরপর প্রেজেন্টেশনের বিষয়বস্তু যোগ করতে হবে। চাইলে নিজের কোনো নথি আপলোড করেও তার ভিত্তিতে প্রেজেন্টেশন তৈরি করা যাবে। ব্যবহারকারীদের আপলোড করা তথ্য বিশ্লেষণ করে ছবি, তথ্যচিত্রসহ সম্পূর্ণ প্রেজেন্টেশন তৈরি করে দেবে জেমিনি।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

সম্পর্কিত নিবন্ধ

  • ‘দূরে থেকেও আমরা কাছে, এটাই বাস্তব’
  • বিলাসবহুল প্রমোদতরিতে খুন, এরপর...
  • ‘সিনেমায় প্রথম দিনের শুটিংয়ের জন্য তিন দিন অপেক্ষা করতে হয়েছে’
  • ফাইনালে দ. আফ্রিকাকে ২৯৯ রানের টার্গেট দিল ভারত
  • শাহরুখকে ‘কুৎসিত’ বলেছিলেন হেমা মালিনী, এরপর...
  • প্রথম দেখায় প্রেম নাকি ঝগড়া? আসছে ইয়াশ–তটিনীর ‘তোমার জন্য মন’
  • জেমিনিতে যুক্ত হলো গুগল স্লাইডস তৈরির সুবিধা, করবেন যেভাবে
  • রাজধানীর দক্ষিণখানে নিজ বাসা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
  • নির্বাচনের আগে একটি দল জাতির মধ্যে বিভক্তি সৃষ্টি করতে চায়: সালাহউদ্দিন আহমদ
  • টেকনাফে মোটরসাইকেলে বাসের ধাক্কা, নিহত ১