চাঁদপুরে ‘ডাকাত দলের’ ৪ সদস্য গ্রেপ্তার, সিগারেট ও মোবাইল উদ্ধার
Published: 24th, July 2025 GMT
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ঠাকুরবাজারে ডাকাতির ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির সময় লুট হওয়া ৫৬৫ প্যাকেট সিগারেট, পাঁচটি মোবাইল এবং ১০ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২৪ জুলাই) পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব। এর আগে, বুধবার অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- ঢাকার কেরানীগঞ্জ থানার পশ্চিম পাড়ার আব্দুল মালেক আকন (৬০), কুষ্টিয়া জেলার কুমারখালী থানার মাশখাল এলাকার মো.
আরো পড়ুন:
শেখ হাসিনার মামাতো ভাই আ. লীগ নেতা শেখ হীরা গ্রেপ্তার
টেকনাফে বোরকা পরে চেকপোস্ট পার হতে গিয়ে যুবক আটক
পুলিশ জানায়, গত ৮ জুলাই শাহারাস্তি ঠাকুরবাজারে মেসার্স পাটোয়ারী এন্টারপ্রাইজে নৈশপ্রহরীকে হাত-পা বেঁধে সিগারেটসহ প্রায় ৩৫ লাখ টাকার মালামাল লুট করে নেয় ডাকাত দল। এই ঘটনায় ওই ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ইমরান হোসেন থানায় মামলা করেন। পরে অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. লুৎফুর রহমানের তত্ত্বাবধানে স্থানীয় সিসিটিভি ক্যামেরার ফুটেজ, তথ্য প্রযুক্তির ব্যবহার এবং সোর্সের মাধ্যমে মামলাটির তদন্ত এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করেন শাহারাস্তি থানা পুলিশ। সর্বশেষ বুধবার লক্ষ্মীপুর জেলায় অভিযান চালিয়ে মো. দেলোয়ার নামে এক আসামিকে গ্রেপ্তার করে। একই দিন অপর দুই অভিযানে গ্রেপ্তার হয় আরো তিন আসামি।
এসপি মুহম্মদ আব্দুর রকিব বলেন, ‘‘এই ডাকাতির ঘটনায় চাঁদপুর ও ঢাকার পুলিশের সহযোগিতায় ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার হয়েছেন। এর মধ্যে তিন জনের বিরুদ্ধে ঢাকায় মামলা রয়েছে। বাকি চারজনকে চাঁদপুরে আনা হয়েছে। এই ঘটনায় আরো অধিকতর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে চাঁদপুর আদালতে পাঠানো হবে।’’
ঢাকা/অমরেশ/রাজীব
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ড ক ত দল ঘটন য
এছাড়াও পড়ুন:
উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’
কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।
সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।
নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত