উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় সমবেদনা জানিয়েছেন পাকিস্তানি অভিনেত্রী ইয়ুমনা জাইদি।
গতকাল এক ইনস্টাগ্রাম স্টোরি তিনি লিখেছেন, ‘এফ–৭ বিধ্বস্তের ঘটনায় যাঁরা প্রিয়জন হারিয়েছেন, তাঁদের জন্য প্রার্থনা ও সমবেদনা রইল।’  

‘তেরে বিন’সহ বেশ কিছু ধারাবাহিকে অভিনয় করে দর্শকমহলে প্রশংসা কুড়িয়েছেন ইয়ুমনা জাইদি। পাকিস্তানের গণ্ডি পেরিয়ে বাংলাদেশি দর্শকের কাছেও পরিচিতি রয়েছে তাঁর।
গত সোমবার যুদ্ধবিমানটি বিধ্বস্তের ঘটনায় অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন‘আমি স্তব্ধ, বাক্‌রুদ্ধ, শোকাহত’ ২১ জুলাই ২০২৫

হতাহতের ঘটনায় বাংলাদেশের শিল্পীদের মধ্যে শাকিব খান, জয়া আহসান, জিয়াউল ফারুক অপূর্ব, মেহজাবীন চৌধুরী, তাসনিয়া ফারিণ, আর্টসেল ব্যান্ডের ভোকালিস্ট লিংকন, তমা মির্জা, শাহনাজ খুশি, আঁখি আলমগীর, পূজা চেরী, সাদিয়া আয়মানসহ আরও অনেকে শোক জানিয়েছেন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ত র ঘটন য় ব ধ বস ত

এছাড়াও পড়ুন:

ঢাকার তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তেজগাঁও সাউদার্ন পাম্পের পাশে সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত খন্দকার সাইদুর রহমান (৩৮) পেশায় মার্চেন্ডাইজার ছিলেন। তাঁর বাড়ি ঢাকার পল্লবীর বাউনিয়ার আলাবদিরটেক এলাকায়। তাঁর বাবার নাম খন্দকার মোফাজ্জল হায়দার।

মৃতের ভাই মোস্তাফিজুর রহমান জানান, রাতে সাইদুর মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। পথে একটি ট্রাকের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পথচারীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মোটরসাইকেলে সাইদুরের সঙ্গে তাঁর এক সহকর্মীও ছিলেন। তবে তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে যান বলে তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল মারুফ জানিয়েছেন।

আবদুল্লাহ আল মারুফ বলেন, যে ট্রাকটি সাইদুরের মোটরসাইকেলে ধাক্কা দিয়েছিল, তা আটক করা হয়েছে, তবে এর চালক পালিয়ে গেছেন।

পরিবারের লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই সাইদুরের মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা আল মারুফ।

সম্পর্কিত নিবন্ধ