পারভেজ, মোস্তাফিজ থাকলে বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতা করত, বলছেন রমিজ
Published: 25th, July 2025 GMT
পাকিস্তানের বিপক্ষে গতকাল সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে বেশ বড়সড় পরীক্ষাই করেছে বাংলাদেশ দল। বিশ্রাম দেওয়া হয় পারভেজ হোসেন, তাওহিদ হৃদয়, রিশাদ হোসেন, তানজিম হাসান ও মোস্তাফিজুর রহমানকে।
মানে অনেকটা দ্বিতীয় সারির দল নিয়ে খেলেছে বাংলাদেশ। ফলটাও ভালো হয়নি, হেরে গেছে ৭৪ রানে। পাকিস্তানের সাবেক ক্রিকেটার, ধারাভাষ্যকার রমিজ রাজার মতে, দল নিয়ে বাংলাদেশ একটু বেশিই পরীক্ষা–নিরীক্ষা চালিয়েছে।
বাংলাদেশ দল পুরো সিরিজেই কমবেশি পরীক্ষা–নিরীক্ষা করেছে। সিরিজে দ্বিতীয় ম্যাচে তানজিদ হাসানকে খেলানো হয়নি। পেসারদের খেলানো হয়েছে ঘুরিয়েফিরিয়ে। এসব নিয়ে রমিজ প্রশ্ন তুলছেন না। তিনি পরিবর্তন চাইলেও ম্যাচ জেতানোর সামর্থ্য রাখা খেলোয়াড়দের দলে রাখার পক্ষে। এই ক্রিকেট বিশ্লেষক মনে করেন, কাল পারভেজ ও মোস্তাফিজ খেললে ম্যাচ এমন হতো না।
নিজের ইউটিউব চ্যানেলে রমিজ বলেন, ‘দলে এত পরিবর্তন করতে চাইলে এর একটা নিয়ম আছে। দলে সাধারণত ২-৩ জন ম্যাচ উইনার থাকে, এদের সরানো যাবে না। বাকি জায়গাগুলোতে নতুন খেলোয়াড় খেলানো যেতে পারে। আমার মনে হয়, মোস্তাফিজ বা ইমন (পারভেজ) খেললে এই ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা হতো। যদিও পাকিস্তান অনেক রান করেছে, এর পরও এ দুজন থাকলে অধিনায়কের কাছে সুযোগ থাকত।’
কাল বিশ্রামে ছিলেন পারভেজ–রিশাদরা.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আজ প্রথম প্রেম দিবস
বেশিরভাগ ক্ষেত্রে প্রথম প্রেম পূর্ণতা পায় না। কিন্তু প্রথম প্রেমের মিষ্টিমধুর সময়টা মনে গেঁথে থাকে। কখনও কবিতায়, কখনও গানে সেই প্রেমের স্মৃতি ফিরে পায় মানুষ। আজ প্রথম প্রেম দিবস। আজ ১৮ সেপ্টেম্বর, প্রথম প্রেম দিবস। ২০১৫ সালে যুক্তরাষ্ট্রে দিবসটি পালন করা হয়।এরপর থেকে প্রতিবছরই উদ্যাপিত হচ্ছে দিবসটি।
প্রথম প্রেম মানুষ ভোলে না কেন?
মানুষ প্রথম প্রেমে পড়ে কৈশোর কিংবা প্রথম তারুণ্যে। এ সময় শরীরে হ্যাপি হরমোনের প্রভাব থাকে প্রবল। যার ফলে ভালোবাসার মানুষের প্রতি আকর্ষণ থাকে বেশি।
আরো পড়ুন:
আজ বিশ্ব বাঁশ দিবস
কাজাকিস্তানের যাযাবর জাতির করুণ ইতিহাস
ভালো লাগার মুহূর্তগুলোত মানুষকে সুখের অনুভূতি দেয়। যাকে ভাবলে এই সুখ অনুভূতি হয়, যে কাছে থাকলে নিজেকে পৃথিবীর সেরা সুখী মানুষ মনে হয়-সেই মানুষটিকে কোনো কারণে হারিয়ে ফেললেও ভোলা যায় না।
আক্ষরিক অর্থে কেউ কাউকে ভালোবাসা শেখায় না, কিন্তু ভালোবাসার উপলক্ষ্য এনে দেয়। ভালোবাসার অনুভূতিগুলো যাকে প্রথম বলা যায়, তাকে তো ভোলার কথা না!
ন্যাশনাল ডে ক্যালেন্ডার অবলম্বনে
ঢাকা/লিপি