মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের পদত্যাগের দাবিতে রাজধানী কুয়ালালামপুরে শনিবার হাজার হাজার মানুষ সমাবেশ করেছে। ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় এবং প্রতিশ্রুতিবদ্ধ সংস্কার বাস্তবায়নে ব্যর্থতার অভিযোগে এই সমাবেশ হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

বিক্ষোভকারীরা বেশিরভাগই কালো টি-শার্ট এবং ব্যান্ডানা পরেছিলেন। তাদের মুখে ‘তুরুন আনোয়ার’ বা ‘আনোয়ার পদত্যাগ করুন’ স্লোগান ছিল। তারা কুয়ালালামপুরের কেন্দ্রস্থলে মিছিল করে এবং পরে শহরের স্বাধীনতা স্কোয়ারে শীর্ষ বিরোধী নেতাদের বক্তৃতা শুনতে একত্রিত হন। পুলিশের অনুমান, কমপক্ষে ১৮ হাজার মানুষ সমাবেশে উপস্থিত ছিলেন। 

২০২২ সালের নভেম্বরে ক্ষমতা গ্রহণের আগে সংস্কারবাদী মঞ্চে প্রচারণা চালানো আনোয়ার, সরকারি রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে পদক্ষেপের জন্য সমালোচনার মুখোমুখি হয়েছেন। তার পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে বর্ধিত বিক্রয় ও পরিষেবা কর এবং ভর্তুকি সমন্বয়। বিরোধীদের আশঙ্কা, প্রধানমন্ত্রীর এই পদক্ষেপের ফলে ভোক্তা মূল্য বৃদ্ধি পেতে পারে।

প্রধানমন্ত্রী অবশ্য চলতি সপ্তাহে ক্রমবর্ধমান ব্যয়ের উদ্বেগ কমাতে নগদ অর্থ বিতরণ, দরিদ্র পরিবারের জন্য বর্ধিত সাহায্য এবং জ্বালানির দাম কমানোর প্রতিশ্রুতি ঘোষণা করেছেন।

২৩ বছর বয়সী বিক্ষোভকারী নুর শাহিরাহ লেমান জানান, তিনি উদ্বিগ্ন যে নতুন কর এবং বৃহৎ ব্যবসার উপর আরোপিত উচ্চ বিদ্যুতের শুল্ক অবশেষে গ্রাহকদের উপর চলে যাবে।

তিনি বলেন, “এই করগুলো উৎপাদনকারীর উপর আরোপ করা হয়, তাই এটি স্বয়ংক্রিয়ভাবে খাদ্যের দামের উপর প্রভাব ফেলবে।”

সরকারের সহযোগী বেশ কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রত্যাহার এবং দেশের শীর্ষ বিচারকদের নিয়োগে সাম্প্রতিক বিলম্বের পর, আনোয়ার বিচারিক হস্তক্ষেপ ও দুর্নীতিবিরোধী প্রচেষ্টার প্রতি তার প্রতিশ্রুতি নিয়ে সন্দেহের সম্মুখীন হয়েছেন। আনোয়ার বারবার আদালতে হস্তক্ষেপের কথা অস্বীকার করেছেন।

সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ সমাবেশে যোগ দিয়েছিলে। তিনি আনোয়ারের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের বিচার করার জন্য তার পদের অপব্যবহারের অভিযোগ এনেছেন।

মাহাথির জনতাকে বলেন, “যারা নির্দোষ তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, যারা অন্যায় করেছে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।”

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র উপর

এছাড়াও পড়ুন:

মৃত্যু যেখানে রমরমা ব্যবসা হয়ে উঠছে

দক্ষিণ কোরিয়ার বন্দর নগরী বুসানের একটি বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষে সারিবদ্ধ করে রাখা হয়েছে কফিন। দেশটিতে ভবিষ্যতের অন্ত্যেষ্টিক্রিয়া পরিচালকদের প্রশিক্ষণের জন্য এগুলো প্রস্তুত রাখা হয়েছে।

দক্ষিণ কোরিয়ায় ব্যাপক জনসংখ্যাগত পরিবর্তনের ফলে মৃত্যুর ব্যবসায় ক্রমবর্ধমান সংখ্যক লোক কাজ খুঁজে পাচ্ছে। কারণ দেশটিতে জন্মহার বিশ্বের মধ্যে সবচেয়ে কম এবং জনসংখ্যার প্রায় অর্ধেকের বয়স ৫০ বা তার বেশি।

বুসান ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থীরা ঐতিহ্যবাহী কোরিয়ান অন্ত্যেষ্টিক্রিয়ার কাপড়ে সাবধানে একটি পুতুল জড়িয়ে, কাপড়টিকে আসল চামড়ার উপর মসৃণ করে, তারপর আলতো করে কফিনে নামিয়ে দিচ্ছিল।

অন্ত্যেষ্টিক্রিয়া প্রশাসনের শিক্ষার্থী ২৭ বছর বয়সী জ্যাং জিন-ইয়ং বলেন, “আমাদের সমাজের বয়স বাড়ার সাথে সাথে, আমি ভেবেছিলাম এই ধরণের কাজের চাহিদা আরো বাড়বে।”

আরেক ছাত্র, ২৩ বছর বয়সী ইম সে-জিন তার দাদীর মৃত্যুর পর মাঠে নামার সিদ্ধান্ত নেয়।

তিনি বলেন, “তার (দাদীর) অন্ত্যেষ্টিক্রিয়ায় আমি দেখেছি পরিচালকরা তাকে শেষ বিদায়ের জন্য কতটা সুন্দরভাবে প্রস্তুত করেছেন। আমি গভীর কৃতজ্ঞ বোধ করছি।”

দক্ষিণ কোরিয়ার মানুষ ক্রমশ একাকী জীবনযাপন করছে এবং নিঃসঙ্গ অবস্থায় মারা যাচ্ছে। এশিয়ার চতুর্থ বৃহত্তম অর্থনীতির প্রায় ৪২ শতাংশ এখন একাকী জীবনযাপন করে।

এই পরিসংখ্যান দেশটিতে একটি নতুন পেশার আবির্ভাবকে প্রতিফলিত করছে।

উন্নত দেশগুলির মধ্যে দক্ষিণ কোরিয়ায় আত্মহত্যার হার সবচেয়ে বেশি। এই ‘একাকী মৃত্যু’-তে সেইসব ব্যক্তিরাও অন্তর্ভুক্ত যারা আত্মহত্যা করেছেন।

অন্ত্যেষ্টিক্রিয়া ব্যবসায়ের একজন অভিজ্ঞ ব্যক্তি কিম ডু-নিয়ন বলেন, তার ২০ বছর বয়সী ক্রমবর্ধমান সংখ্যক নিয়োগপ্রাপ্ত কর্মী রয়েছে।

তিনি বলেন, “মানুষ যখন একসাথে থাকে, তখন তারা জিনিসপত্র ভাগ করে নেয়... এমনকি যদি একজন ব্যক্তি মারা যায়, সেই জিনিসপত্রগুলি থেকে যায়। কিন্তু যখন কেউ একা মারা যায়, তখন সবকিছু পরিষ্কার করতে হবে।”

তবে নিজের পেশা নিয়ে ভয়ও পান কিম।

তিনি বলেন, “আমি ভয় পাচ্ছি। আপনি যতই প্রস্তুতি নিন না কেন, একজন মৃত ব্যক্তির মুখোমুখি হওয়া ভীতিকর।”

ঢাকা/শাহেদ

সম্পর্কিত নিবন্ধ

  • মৃত্যু যেখানে রমরমা ব্যবসা হয়ে উঠছে