লক্ষ্মীপুরে মানবতাবিরোধী অপরাধের মামলায় ৩ আসামিকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল–২
Published: 28th, July 2025 GMT
জুলাই গণ–অভ্যুত্থানের সময় লক্ষ্মীপুরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার তিন আসামিকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২।
বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল–২ আজ সোমবার এই আদেশ দেন। ট্রাইব্যুনাল–২–এর অপর দুই সদস্য হলেন বিচারক মো.
এ মামলার যে তিন আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে, তাঁরা হলেন শাহীন আলম, মো. হুমায়ুন কবীর পাটোয়ারী ও মো. সালাহউদ্দিন চৌধুরী। তাঁরা তিনজনই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। এই তিন আসামিকে এক দিন করে জিজ্ঞাসাবাদের অনুমতিও দিয়েছেন ট্রাইব্যুনাল–২। ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা সুবিধামতো সময়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করতে পারবে।
প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়, এটি নতুন মামলা। তাই তদন্তের জন্য দুই মাস সময় প্রয়োজন।
এই আবেদন মঞ্জুর করে আগামী ২৮ সেপ্টেম্বর এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করার সময় নির্ধারণ করেন ট্রাইব্যুনাল–২।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: আস ম ক
এছাড়াও পড়ুন:
আবার ‘লাস্ট মিনিট শো’, জন্মদিনের রাতে স্লটকে জয় উপহার ফন ডাইকের
লিভারপুল ৩–২ আতলেতিকো মাদ্রিদ
জন্মদিনের রাতে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে!
রেফারি শেষ বাঁশি বাজাতেই মাঠে ঢুকে পড়লেন আর্নে স্লট। লিভারপুলের সমর্থকেরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকলেন, দল জেতায় অভিনন্দনও জানালেন। মুখে চওড়া হাসি নিয়ে হাত নেড়ে স্লট সেই অভিবাদনের জবাব দিলেন।
ভার্জিল ফন ডাইকের সঙ্গে আলিঙ্গনের সময় স্লটকে একটু বেশিই খুশি মনে হলো। কারণ, লিভারপুল অধিনায়ক ফন ডাইক ত্রাতার ভূমিকায় আবির্ভূত না হলে তাঁর বিশেষ রাতটা যে অনেকটাই পানসে হয়ে যেত!
২০২৫–২৬ মৌসুমে শেষ মুহূর্তে জয়সূচক গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলেছে লিভারপুল। যেটিকে বলা হচ্ছে লাস্ট মিনিট শো, কয়েকটি সংবাদমাধ্যম নাম দিয়েছে স্লট টাইম।
এবার সেই শো–এর নায়ক ফন ডাইক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তাঁর হেডারেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ের পথে থাকা ম্যাচটা ৩–২ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করল লিভারপুল।
এ নিয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল লিভারপুল। সবকটি ম্যাচে অলরেডরা জয়সূচক গোল করল ৮০ মিনিটের পর; এর তিনটিই যোগ করা সময়ে।