কোল্ডপ্লের কনসার্টে ‘কিস ক্যামে’ এবার মেসি–রোকুজ্জো, ভক্তের মন্তব্য ‘লুকিয়ে পড়া উচিত ছিল’
Published: 28th, July 2025 GMT
এমএলএস অল-স্টার গেমে না খেলে এক ম্যাচ নিষিদ্ধ হওয়ায় লিওনেল মেসি ‘প্রচণ্ড মর্মাহত’ হয়েছেন বলে জানিয়েছিলেন ইন্টার মায়ামির সহমালিক হোর্হে মাস। গত শনিবার সিনসিনাটির বিপক্ষে গোলশূন্য ড্র ম্যাচে মেসিকে তাই দেখা যায়নি। তবে মেসির মন সম্ভবত আর খারাপ নেই। গত রোববার রাতে পরিবারের সঙ্গে মেসিকে দেখা গেল মায়ামির হার্ড রক স্টেডিয়ামে। এবার অবশ্য ফুটবল নয়, উদ্দেশ্য ছিল অন্য কিছু। কোল্ডপ্লের কনসার্ট!
আরও পড়ুনবার্সেলোনায় আরেক ১৭ বছর বয়সী বিস্ময়বালক মনে করাচ্ছেন ইনিয়েস্তাকে৩ ঘণ্টা আগেমেসির স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো আজ সেই কনসার্টে উপস্থিত থাকার কিছু ছবি তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডলে পোস্ট করেন। ইএসপিএন জানিয়েছে, স্টেডিয়ামের একটি প্রাইভেট স্যুইটে তিন সন্তান ও স্ত্রীকে নিয়ে ছবিগুলো তুলেছেন মেসি। ৩৮ বছর বয়সী আর্জেন্টাইন কিংবদন্তিকে কনসার্টে বেশ খোশমেজাজেই দেখা গেছে। ওয়ার্ল্ড ট্যুরের অংশ হিসেবে ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লের যুক্তরাষ্ট্রে এটাই ছিল শেষ শো।
সাদা রঙের ঢিলেঢালা হাওয়াই শার্ট ছিল মেসির গায়ে এবং কালো প্যান্ট ও পায়ে স্নিকার। রোকুজ্জো পরেছিলেন কালো রঙের স্লিভলেস টপ ও ব্যাগি প্যান্ট।
মেসি–রোকুজ্জোর সঙ্গে তাদের সন্তানরাও কনসার্টে ছিলেন.উৎস: Prothomalo
কীওয়ার্ড: কনস র ট
এছাড়াও পড়ুন:
অজিতের পারিশ্রমিক ২৪১ কোটি টাকা!
ভারতের তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা অজিত কুমার। ভক্তদের কাছে তিনি থালা অজিত নামেই পরিচিত। গত ১০ এপ্রিল মুক্তি পায় তার অভিনীত ‘গুড ব্যাড আগলি’ সিনেমা। মুক্তির পর বক্স অফিসে বেশ সাড়া ফেলেছিল এটি। এরই মাঝে গুঞ্জন উড়ছে, পারিশ্রমিক বাড়াতে যাচ্ছেন অজিত।
পিঙ্কভিলা এক প্রতিবেদনে জানিয়েছে, অজিত কুমারের পরবর্তী সিনেমা ‘একে৬৪’। এখনো সিনেমাটির নাম চূড়ান্ত হয়নি। গুঞ্জন অনুযায়ী, এ সিনেমার জন্য অজিত কুমার তার পারিশ্রমিক ১৫০ কোটি রুপি থেকে বাড়িয়ে ১৭৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২০৭-২৪১ কোটি টাকার বেশি) করতে পারেন।
আরো পড়ুন:
মুক্তির আগেই কত টাকা আয় করল ‘কানতারা টু’?
আমি খুব কেঁদেছিলাম: মোহিনী
অজিত কুমার মনে করেন—‘সাধারণ গল্পের সিনেমাকেও রাজকীয়ভাবে উপস্থাপন করা উচিত।’ এই কারণে, সিনেমাটির বাজেট সম্ভবত ৩০০ থেকে ৪০০ কোটি রুপির মধ্যে হতে পারে। তবে অজিতের টিমের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
‘গুড ব্যাড আগলি’ সিনেমা নির্মাণ করেন পরিচালক আধিক রবিচন্দ্রন। ‘একে৬৪’ সিনেমাও তারই নির্মাণের কথা রয়েছে। রেসিং সিজনের বিরতিতে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। কারণ অজিত কুমার তখন তার সিনেমার দিকেই সম্পূর্ণ মনোযোগ দেবেন। শোনা যাচ্ছে, এই সিনেমা সব ধরণের দর্শকদের কথা মাথায় রেখে তৈরি করা হবে, যেখানে ‘গুড ব্যাড আগলি’ কেবল অজিত ভক্তদের কেন্দ্র করে নির্মিত হয়েছিল।
ঢাকা/শান্ত