এমএলএস অল-স্টার গেমে না খেলে এক ম্যাচ নিষিদ্ধ হওয়ায় লিওনেল মেসি ‘প্রচণ্ড মর্মাহত’ হয়েছেন বলে জানিয়েছিলেন ইন্টার মায়ামির সহমালিক হোর্হে মাস। গত শনিবার সিনসিনাটির বিপক্ষে গোলশূন্য ড্র ম্যাচে মেসিকে তাই দেখা যায়নি। তবে মেসির মন সম্ভবত আর খারাপ নেই। গত রোববার রাতে পরিবারের সঙ্গে মেসিকে দেখা গেল মায়ামির হার্ড রক স্টেডিয়ামে। এবার অবশ্য ফুটবল নয়, উদ্দেশ্য ছিল অন্য কিছু। কোল্ডপ্লের কনসার্ট!

আরও পড়ুনবার্সেলোনায় আরেক ১৭ বছর বয়সী বিস্ময়বালক মনে করাচ্ছেন ইনিয়েস্তাকে৩ ঘণ্টা আগে

মেসির স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো আজ সেই কনসার্টে উপস্থিত থাকার কিছু ছবি তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডলে পোস্ট করেন। ইএসপিএন জানিয়েছে, স্টেডিয়ামের একটি প্রাইভেট স্যুইটে তিন সন্তান ও স্ত্রীকে নিয়ে ছবিগুলো তুলেছেন মেসি। ৩৮ বছর বয়সী আর্জেন্টাইন কিংবদন্তিকে কনসার্টে বেশ খোশমেজাজেই দেখা গেছে। ওয়ার্ল্ড ট্যুরের অংশ হিসেবে ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লের যুক্তরাষ্ট্রে এটাই ছিল শেষ শো।

সাদা রঙের ঢিলেঢালা হাওয়াই শার্ট ছিল মেসির গায়ে এবং কালো প্যান্ট ও পায়ে স্নিকার। রোকুজ্জো পরেছিলেন কালো রঙের স্লিভলেস টপ ও ব্যাগি প্যান্ট।

মেসি–রোকুজ্জোর সঙ্গে তাদের সন্তানরাও কনসার্টে ছিলেন.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: কনস র ট

এছাড়াও পড়ুন:

মামলা করলেন ঢাবির সেই শিক্ষিকা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষিকার এডিটেড ও ‘আপত্তিকর’ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের অভিযোগে মামলা করা হয়েছে।

ভুক্তভোগী শিক্ষিকা শেহরীন আনিম ভূঁইয়া মোনামী সোমবার (৩ নভেম্বর) দুপুরে বাদী হয়ে শাহবাগ থানায় মামালাটি করেন।

শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদ মনসুর রাইজিংবিডি ডটকমকে বলেন, “মামলায় চারজনকে আসামি করা হয়েছে। তদন্তপূর্বক আসামিদের আইনের আওতায় আনা হবে।”

পুলিশ জানায়, সন্দেহভাজন আসামি মুজতবা খন্দকার সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট। মুজতবা তার ফেসবুক অ্যাকাউন্টে শিক্ষিকার ছবি অশালীনভাবে এডিট করে পোস্ট করেন এবং ক্যাপশনে লেখেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইনি, পোশাকের স্বাধীনতায় পরেছে বিকিনি।”

এছাড়া আরো তিনজনের নাম উল্লেখ করা হয়েছে এজাহারে। মামলায় বেশ কিছু অজ্ঞাতনামা ব্যক্তিকেও আসামি করা হয়েছে, যারা এই ছবি ও তথ্য ছড়াতে সাহায্য করেছেন।

ঢাকা/এমআর/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ