২০২৩ সালে মুক্তি পায় সন্দীপ রেড্ডি ভাঙ্গার সিনেমা ‘অ্যানিমেল’। সিনেমাটিতে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করে আলোচনার ঝড় তোলেন তৃপ্তি দিমরি। তৃপ্তিকে পর্দায় দর্শক ‘পাশের বাড়ির মেয়ে’ হিসেবে দেখেই অভ্যস্ত। সেখান থেকে তাঁর এই সাহসী দৃশ্যে অভিনয় দেখে অনেকেই চমকে যান। সম্প্রতি ফিল্মফেয়ারের সঙ্গে এক সাক্ষাৎকারে তৃপ্তি জানান, দৃশ্যটি নিয়ে তাঁর পরিবারেরও অস্বস্তি তৈরি হয়।

তৃপ্তির যাত্রা শুরু ২০১৭ সালে, প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর সঙ্গে ‘মম’ ছবিতে অভিনয়ের মাধ্যমে। এরপর ‘লাইলি মজনু’, ‘বুলবুল’, ‘কলা’-সহ একের পর এক সিনেমা ও সিরিজে বৈচিত্র্যময় চরিত্রে দেখা গেছে তাঁকে। থ্রিলার, রোমান্স, হরর, কমেডি কিংবা পিরিয়ড ড্রামা—সবখানেই রেখেছেন দক্ষতার ছাপ।

তৃপ্তি দিমরি.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষার শিক্ষক নিয়োগের সুযোগ বাদ

দুই মাসের মধ্যে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা’ পরিবর্তন করল সরকার। সংশোধিত বিধিমালায় সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগের সুযোগ বাদ দেওয়া হয়েছে। গতকাল রোববার সংশোধিত বিধিমালা গেজেটে প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

এর আগে গত ২৮ আগস্ট ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’ -এর প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। এতে অন্যান্য বিষয়বস্তুর পাশাপাশি সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগের সুযোগ রাখা হয়েছিল।

এরপর ধর্মভিত্তিক বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বিভিন্ন সভা, সেমিনার, বিক্ষোভ সমাবেশে সংগীত শিক্ষকের বদলে ধর্ম শিক্ষক নিয়োগ দেওয়ার দাবি করেন। সংগীত শিক্ষক নিয়োগ বাতিল করা না হলে তাঁরা আন্দোলনেরও হুমকি দেন।

আরও পড়ুনপ্রাথমিকে কেন সংগীত শিক্ষক, বিরোধিতায় কারা, কী বলছেন শিক্ষকেরা২৯ সেপ্টেম্বর ২০২৫

গত আগস্টে জারি করা বিধিমালায় চার ধরনের শিক্ষকের কথা বলা ছিল। সেগুলো ছিল প্রধানশিক্ষক, সহকারী শিক্ষক, সহকারী শিক্ষক (সংগীত) ও সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা)। সংশোধিত বিধিমালায় কেবল প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের কথা বলা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ