স্টোকসও খেলছেন না ওভালের ‘ফাইনালে’
Published: 30th, July 2025 GMT
ভারতের বিপক্ষে সিরিজ নির্ধারণী ওভাল টেস্টের ইংল্যান্ড একাদশে নেই অধিনায়ক বেন স্টোকস। আগামীকাল শুরু হতে যাওয়া সিরিজের পঞ্চম ও শেষ টেস্টটির একাদশে নেই আগের ম্যাচে খেলা আরও ৩ জনও। মোট ৪ পরিবর্তন এনে ইংল্যান্ড দল ভারতের বিপক্ষে খেলবে ওলি পোপের নেতৃত্বে।
আজ ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) সামাজিক যোগাযোগমাধ্যম বার্তায় এ ঘোষণা দিয়েছে।‘অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির প্রথম চার ম্যাচ শেষে ২-১ ব্যবধানে এগিয়ে আছে ইংল্যান্ড।
স্টোকস যে সিরিজের শেষ টেস্টে অনিশ্চিত, সেটা বোঝা গিয়েছিল ওল্ড ট্রাফোর্ড টেস্টেই। ফিল্ডিংয়ের সময় একাধিকবার তাঁকে অস্বস্তিতে দেখা গেছে। পরে ম্যাচশেষে স্টোকস নিজেই ইঙ্গিত দেন, শেষ ম্যাচে তাঁর দলের একাদশে বড়সড় পরিবর্তন আসতে পারে।
স্টোকসের না খেলাটা স্বাগতিকদের জন্য বড় ধাক্কা। সিরিজের প্রথম চার টেস্টে মোট ১৭ উইকেট নিয়েছেন এই ডানহাতি পেসার, যা দুই দল মিলিয়েই সর্বোচ্চ। এ ছাড়া ব্যাট হাতে একটি সেঞ্চুরিসহ করেছেন ৩০৪ রান।
স্টোকস খেলতে পারবেন না ধরে নিয়ে দুই দিন আগেই ইংল্যান্ড স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছিল জেমি ওভারটনকে। ৩১ বছর বয়সী এই বোলিং অলরাউন্ডার এখন পর্যন্ত একটিই টেস্ট খেলেছেন। সেটিও তিন বছর আগে ২০২২ সালের জুনে নিউজিল্যান্ডের বিপক্ষে।
ওভারটন ছাড়াও ওভাল টেস্টের ইংল্যান্ড একাদশে জায়গা পেয়েছেন জ্যাকব বেথেল, গাস অ্যাটকিনসন, জশ টাং। ওল্ড ট্রাফোর্ড টেস্টের দল থেকে স্টোকসের পাশাপাশি নেই লিয়াম ডসন, ব্রাইডন কার্স ও জফরা আর্চার।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সিএসই-৫০ সূচক সমন্বয়, কার্যকর ১১ নভেম্বর
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসই-৫০ সূচক সমন্বয় করা হয়েছে। সিএসইতে তালিকাভুক্ত কোম্পানিগুলোর পারফরমেন্সের ভিত্তিতে এ সূচক সমন্বয় করা হয়।
সমন্বিত সূচকে তিনটি কোম্পানি নতুনভাবে যুক্ত হয়েছে। আর বাদ পড়েছে তিনটি কোম্পানি। সমন্বয় পরবর্তী সূচক আগামী ১১ নভেম্বর থেকে কার্যকর হবে।
আরো পড়ুন:
ডিএসইতে সূচক কমলেও সিএসইতে বেড়েছে
কমোডিটি এক্সচেঞ্জ পরীক্ষামূলক চালু ডিসেম্বরে, নতুন দিগন্ত উন্মোচনের অপেক্ষা
সোমবার (৩ নভেম্বর) সিএসই থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
তথ্য মতে, সিএসই-৫০ সূচকে নতুন করে যুক্ত হওয়া কোম্পানিগুলো হলো- বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি, মারিকো বাংলাদেশ লিমিটেড এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি।
আর ওই সূচক থেকে বাদ যাওয়া কোম্পানিগুলো হলো- এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ পিএলসি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি এবং সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি।
উল্লেখ, সিএসই-৫০ ইনডেক্স এ অর্ন্তভুক্ত কোম্পানিগুলোর মূলধন বাজারের মোট নিবন্ধিত কোম্পানিগুলোর মূলধনের শতকরা প্রায় ৭২.৭৪ ভাগ, ফ্রি-ফ্লোট বাজার মূলধন সব নিবন্ধিত কোম্পানিগুলোর ফ্রি-ফ্লোট বাজার মূলধনের শতকরা ৭০.৯৮ ভাগ এবং সব নিবন্ধিত কোম্পানিগুলোর বিগত ছয় মাসের (৩০ জুন, ২০২৫ পর্যন্ত) অ্যাভারেজ ডেইলি টার্নওভার ৪৯.১২ ভাগ।
ঢাকা/এনটি/মেহেদী