ভারতের বিপক্ষে সিরিজ নির্ধারণী ওভাল টেস্টের ইংল্যান্ড একাদশে নেই অধিনায়ক বেন স্টোকস। আগামীকাল শুরু হতে যাওয়া সিরিজের পঞ্চম ও শেষ টেস্টটির একাদশে নেই আগের ম্যাচে খেলা আরও ৩ জনও। মোট ৪ পরিবর্তন এনে ইংল্যান্ড দল ভারতের বিপক্ষে খেলবে ওলি পোপের নেতৃত্বে।

আজ ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) সামাজিক যোগাযোগমাধ্যম বার্তায় এ ঘোষণা দিয়েছে।‘অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির প্রথম চার ম্যাচ শেষে ২-১ ব্যবধানে এগিয়ে আছে ইংল্যান্ড।

স্টোকস যে সিরিজের শেষ টেস্টে অনিশ্চিত, সেটা বোঝা গিয়েছিল ওল্ড ট্রাফোর্ড টেস্টেই। ফিল্ডিংয়ের সময় একাধিকবার তাঁকে অস্বস্তিতে দেখা গেছে। পরে ম্যাচশেষে স্টোকস নিজেই ইঙ্গিত দেন, শেষ ম্যাচে তাঁর দলের একাদশে বড়সড় পরিবর্তন আসতে পারে।

স্টোকসের না খেলাটা স্বাগতিকদের জন্য বড় ধাক্কা। সিরিজের প্রথম চার টেস্টে মোট ১৭ উইকেট নিয়েছেন এই ডানহাতি পেসার, যা দুই দল মিলিয়েই সর্বোচ্চ। এ ছাড়া ব্যাট হাতে একটি সেঞ্চুরিসহ করেছেন ৩০৪ রান।

স্টোকস খেলতে পারবেন না ধরে নিয়ে দুই দিন আগেই ইংল্যান্ড স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছিল জেমি ওভারটনকে। ৩১ বছর বয়সী এই বোলিং অলরাউন্ডার এখন পর্যন্ত একটিই টেস্ট খেলেছেন। সেটিও তিন বছর আগে ২০২২ সালের জুনে নিউজিল্যান্ডের বিপক্ষে।

ওভারটন ছাড়াও ওভাল টেস্টের ইংল্যান্ড একাদশে জায়গা পেয়েছেন জ্যাকব বেথেল, গাস অ্যাটকিনসন, জশ টাং। ওল্ড ট্রাফোর্ড টেস্টের দল থেকে স্টোকসের পাশাপাশি নেই লিয়াম ডসন, ব্রাইডন কার্স ও জফরা আর্চার।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ঢাকা মেডিকেল থেকে ভুয়া চিকিৎসক আটক

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) মহিলা ওয়ার্ড থেকে সজীব দাস পার্থ (২১) নামের এক ভুয়া চিকিৎসককে আটক করেছে হাসপাতালের দায়িত্বরত আনসার সদস্যরা। 

বুধবার (৩০ জুলাই) রাত দেড়টার দিকে তাকে আটক করা হয়। 

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, রাতে মহিলা ওয়ার্ডে ভর্তি কুলসুম বেগম (৫৪) নামের এক নারী রোগীকে হুইলচেয়ার থেকে জোর করে দাঁড় করানোর চেষ্টা করেন ওই ব্যক্তি। এতে রোগী পড়ে যান। তা দেখে ওয়ার্ডের লোকজন ও আনসার সদস্যরা সন্দেহভাজন ব্যক্তিটিকে পালানোর চেষ্টাকালে ধরে ফেলেন। পরে তাকে ঢামেক পুলিশ ক্যাম্পে হস্তান্তর করা হয়।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, “রাত দেড়টার দিকে হাসপাতালের মহিলা ওয়ার্ড থেকে রোগীর স্বজন ও আনসার সদস্যরা ভুয়া চিকিৎসক সজীব দাস পার্থ এবং তার এক সহযোগী মানিক মিয়াকে আমাদের কাছে হস্তান্তর করেন।”

তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে সজীব দাস নিজেকে মৌলভীবাজার জেলার রাজনগর থানার বিলবাড়ি পেড়কুড়ি গ্রামের বাসিন্দা এবং রানেশ চন্দ্র দাসের ছেলে বলে পরিচয় দেয়। দাবি করে, পাবনা মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্র সে।

পরিদর্শক ফারুক আরো বলেন, “তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা জানিয়েছেন, ছেলেটির মানসিক সমস্যা রয়েছে। পরিবারের সদস্যরা ঢাকায় আসছেন। তাদের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/বুলবুল/ইভা 

সম্পর্কিত নিবন্ধ