নারায়ণগঞ্জ টাইমসে ২৯ শে জুলাই “হাবিব ও সজীবের জল্লারপাড় লেকে জমজমাট মাদক বাণিজ্য” এই শিরোনামে প্রচারিত সংবাদ নিয়ে ভিন্নমত প্রকাশ করেছেন হাবিব।

তিনি বলেন আমাকে মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজ, সন্ত্রাসী আখ্যা দিয়ে যে সংবাদটি প্রচার করা  হয়েছে তা মিথ্যা ও উদ্দেশ্য প্রনোদিত। নিউজে যে ছবিটি ব্যবহার করে আমার সংবাদটি প্রচার করা হয় সেটি ২০১৪ সালের একটি ছবি।

সেদিন আমি একজন সাধারণ কর্মী হিসেবে ঐ দিন সে মিছিলে অংশ নিয়েছিলাম আমাদের এলাকার সজিবের নেতৃতে। পরবর্তীতে আমি আমার পরিবারের চাপে রাজনীতি থেকে সরে আসি। রাজিনীতিতে আমার কোন পদ পদবি ছিলোনা।

আর মাদকের যে বিষয়টি সংবাদে বলা হয়েছে সেটি হচ্ছে আমি এক সময় মাদকের সাথে জড়িত ছিলাম তবে গত ৩ বছর ধরে আমি সকল মাদক দ্রব্য কেনাবেচা ও মাদক গ্রহণ থেকে বিরত আছি।

এবং বর্তমানে আমি নিজ এলাকায় ওয়াইফাইয়ের ব্যবসা করে যাচ্ছি। কে বা কারা আমার বিরুদ্ধে এই অপপ্রচার চালিয়েছে আমার জানা নেই। তবে আমি এই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষার শিক্ষক নিয়োগের সুযোগ বাদ

দুই মাসের মধ্যে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা’ পরিবর্তন করল সরকার। সংশোধিত বিধিমালায় সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগের সুযোগ বাদ দেওয়া হয়েছে। গতকাল রোববার সংশোধিত বিধিমালা গেজেটে প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

এর আগে গত ২৮ আগস্ট ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’ -এর প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। এতে অন্যান্য বিষয়বস্তুর পাশাপাশি সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগের সুযোগ রাখা হয়েছিল।

এরপর ধর্মভিত্তিক বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বিভিন্ন সভা, সেমিনার, বিক্ষোভ সমাবেশে সংগীত শিক্ষকের বদলে ধর্ম শিক্ষক নিয়োগ দেওয়ার দাবি করেন। সংগীত শিক্ষক নিয়োগ বাতিল করা না হলে তাঁরা আন্দোলনেরও হুমকি দেন।

আরও পড়ুনপ্রাথমিকে কেন সংগীত শিক্ষক, বিরোধিতায় কারা, কী বলছেন শিক্ষকেরা২৯ সেপ্টেম্বর ২০২৫

গত আগস্টে জারি করা বিধিমালায় চার ধরনের শিক্ষকের কথা বলা ছিল। সেগুলো ছিল প্রধানশিক্ষক, সহকারী শিক্ষক, সহকারী শিক্ষক (সংগীত) ও সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা)। সংশোধিত বিধিমালায় কেবল প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের কথা বলা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ