জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগে ফল-২০২৫ সেশনে এনভায়রনমেন্টাল সায়েন্সেস অ্যান্ড ম্যানেজমেন্টে মাস্টার্স প্রোগ্রামে ভর্তিপ্রক্রিয়া শুরু হয়েছে। এটি একটি উইকেন্ড প্রোগ্রাম।

যাঁরা আবেদন করতে পারবেন—

১. আবেদনকারীর সংশ্লিষ্ট যেকোনো সাবজেস্ট/ডিসিপ্লিনে কমপক্ষে অনার্সসহ ৪ বছরের ব্যাচেলর ডিগ্রি অথবা ৩ বছরের অনার্স এবং ১ বছরের মাস্টার্স ডিগ্রি।

২.

শিক্ষাক্রমে কোনো তৃতীয় বিভাগ/ক্লাস অথবা সিজিপিএ ২.৫ এর (অথবা সমমান) নিচে হলে আবেদন গ্রহণযোগ্য হবে না।

৩. সংশ্লিষ্ট বিষয়ে একাডেমিক ডিগ্রি অথবা পেশাগত অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

৪. আবেদনপত্র অনলাইন অথবা বিভাগীয় কার্যালয়ে সরাসরি জমা দেওয়া যাবে।

আরও পড়ুনযুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের পরিবর্তে উচ্চশিক্ষায় ভারতীয়রা কেন ঝুঁকছেন বাংলাদেশ–সিঙ্গাপুর–উজবেকিস্তান–রাশিয়ার দিকে৪ ঘণ্টা আগেকোর্সের বিস্তারিত—

১.কোর্সের সময়কাল: ১ বছর, ৩ সেমিস্টার,

২. ক্লাসের সময়: শুক্র ও শনিবার (অর্ধদিবস)।

ভর্তির বিস্তারিত তথ্য—

১. আবেদনপত্রের শেষ তারিখ: ২০ আগস্ট ২০২৫।

২. ভর্তি পরীক্ষা: ২২ আগস্ট ১৮ এপ্রিল ২০২৫, সকাল ১০টায়।

৩. ফলাফল প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫।

৪. মেধাতালিকা থেকে ভর্তি: ২৪ আগস্ট থেকে ২৬ আগস্ট ২০২৫।

৫.অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি: ২৭ আগস্ট থেকে ২৮ আগস্ট ২০২৫।

৬. ওরিয়েন্টেশন: ৫ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার।

বিস্তারিত তথ্য জানতে ঢু মারুন ওয়েবসাইটে।

আরও পড়ুনঅস্ট্রেলিয়ার আরটিপি বৃত্তি, টিউশন ফি মওকুফ, উপবৃত্তি-ভ্রমণ ভাতাসহ নানা সুযোগ ৮ ঘণ্টা আগে

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আগস ট ২০২৫

এছাড়াও পড়ুন:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তাঁর নাম মো. আরিফুল। শুক্রবার বেলা এগারোটার দিকে তিনি ভবন থেকে পড়ে যান বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক নিংতম বলেন, বেলা এগারোটার দিকে কয়েকজন ওই শ্রমিককে নিয়ে আসেন। অবস্থা গুরুতর দেখে তখনই তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।

নির্মাণাধীন ভবনটির ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মোমিনুল করিম শুক্রবার রাতে প্রথম আলোকে বলেন, ভবনটির নির্মাণকাজ বর্তমানে বন্ধ রয়েছে। তবে কিছু শ্রমিক ওই ভবনে থাকেন। দুপুরের দিকে তিনি জানতে পারেন একজন শ্রমিক ভবন থেকে পড়ে গেছেন। তাঁকে এনাম মেডিকেলে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছিলো। সন্ধ্যাবেলায় তাঁকে জানানো হয় ওই শ্রমিক মারা গেছেন।

তবে এনাম মেডিকেলের ডিউটি ম্যানেজার সুলতান প্রথম আলোকে বলেন, জাহাঙ্গীরনগর থেকে একজন রোগীকে আনা হয়েছিল। উনি ছাদ থেকে পড়ে গেছেন বলে জানানো হয়। মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান।

শুক্রবার রাত পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম রাশিদুল আলম প্রথম আলোকে বলেন, ‘আমি আধা ঘণ্টা আগে খবর পেয়েছি। সঙ্গে সঙ্গে যোগাযোগ করেছি। এমন একটি ঘটনা আমাদের আগে জানানো হয়নি কেন, তা জিজ্ঞাসা করেছি। বিষয়টি প্রো-ভিসি (এডমিন) দেখছেন।’

সম্পর্কিত নিবন্ধ

  • মানুষকে বাদ দিয়ে জুলাইয়ের চেতনা ধরে রাখা যাবে না
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে গভার্ন্যান্স স্টাডিজে মাস্টার্স, যোগ্যতা ডিগ্রি পাস
  • জাহাঙ্গীরনগরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
  • ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৭৩
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
  • বাংলাদেশে নতুন প্রজাতির ব্যাঙ
  • ‘বিচার প্রক্রিয়া ও সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে হবে’
  • জুলাই ডকুমেন্টরিতে ‘ফুটেজ’ না থাকায় জাবি ছাত্রদল নেতার হট্টগোল
  • অনুদান পায়নি ৫০ শিক্ষাপ্রতিষ্ঠান ও ৪৬২ ব্যক্তি, করণীয় জানাল শিক্ষা মন্ত্রণালয়