গত ১ আগস্ট ভারতের ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করেছে দেশটি। ফিচার ও নন-ফিচার—দুটি বিভাগে আলাদা পুরস্কার ঘোষণা করা হয়েছে। এ আসরে দুটো ভাগে বিজয়ীদের পদক প্রদান করা হয়ে থাকে। এক. স্বর্ণ কমল (গোল্ডেন লোটাস)। দুই. রজত কমল (সিলভার লোটাস)। স্বর্ণ কমল বিজয়ীদের প্রত্যেককে ৩ লাখ রুপি এবং রজত কমল বিজয়ীদের প্রত্যেককে ২ লাখ রুপি পুরস্কার দেওয়া হয়।

স্বর্ণ কমল বিজয়ীরা
সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র পুরস্কার পেয়েছে ‘টুয়েলভথ ফেল’ সিনেমা। এটি প্রযোজনা করেছে ভিসি ফিল্মস এলএলপি। এটি পরিচালনা করেছেন বিধু বিনোদ চোপড়া। সিনেমাটি স্বর্ণ কমল পুরস্কার পেয়েছে। এজন্য ৩ লাখ রুপি প্রদান করা হবে। সেরা বিনোদনমূলক চলচ্চিত্র ‘রকি আউর রানি কি প্রেম কাহানি’। এটি প্রযোজনা করেছে ধর্মা প্রোডাকশনস। পরিচালনা করেছেন করন জোহর। এ সিনেমাও স্বর্ণ কমল পুরস্কারের ৩ লাখ রুপি পাবে। 

সেরা পরিচালক নির্বাচিত হয়েছেন সুদীপ্ত সেন। ‘দ্য কেরালা স্টোরি’ সিনেমার জন্য পুরস্কারটি পেয়েছেন তিনি। স্বর্ণ কমল পুরস্কারের অর্থমূল্য ৩ লাখ রুপি। সেরা নবাগত পরিচালকের পুরস্কার পেয়েছেন আশীষ বেন্দে। মালায়ালাম ভাষার ‘আচমাপেলেট’ সিনেমার জন্য এই পুরস্কার পাচ্ছেন তিনি। এ নির্মাতাও ৩ লাখ রুপি পুরস্কার পাবেন।

আরো পড়ুন:

বন্ধুত্ব নিয়ে বলিউড সিনেমার সেরা ১০ সংলাপ

শাহরুখের স্বপ্নপূরণ: যারা পেলেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার

রজত কমল বিজয়ীরা
সেরা অভিনেতা বিভাগে যৌথভাবে পুরস্কারটি পেয়েছেন শাহরুখ খান ও বিক্রান্ত ম্যাসি। রজত কমল পুরস্কারের অর্থমূল্য ২ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ২ লাখ ৭৬ হাজার টাকা)। এই অর্থ সমানভাবে ভাগ করে নেবেন শাহরুখ-বিক্রান্ত। সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন রানী মুখার্জি। পুরস্কার হিসেবে এ অভিনেত্রী পাবেন ২ লাখ রুপি। সেরা পার্শ্ব অভিনেতার (যৌথভাবে) পুরস্কার পেয়েছেন বিজয়রাঘবন (পুকালাম), মুথুপেত্তাই (পার্কিং)। শাহরুখ-বিক্রান্তের মতো তারাও ২ লাখ রুপি সমানভাবে ভাগ করে নেবেন। সেরা পার্শ্ব অভিনেত্রীর (যৌথভাবে) পুরস্কার পেয়েছেন উর্বশী রাউতেলা (উল্লোজুক্কু), জানকি বোদিওয়ালা (ভাস)। ২ লাখ রুপি এই দুই অভিনেত্রী সমানভাবে ভাগ করে নেবেন। সেরা প্লেব্যাক গায়ক ও সেরা প্লেব্যাক গায়িকার পুরস্কার পেয়েছেন যথাক্রমে এস রোহিত, শিল্পা রাও। তারা প্রত্যেকে ২ লাখ রুপি করে অর্থমূল্য পাবেন। 

বলিউড বাদশা শাহরুখ খান অভিনয় গুণে মুঠো মুঠো ভালোবাসা কুড়ালেও এটিই তার প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ‘জওয়ান’ সিনেমার জন্য এই পুরস্কার পেয়েছেন তিনি। এর মধ্য দিয়ে ৩৩ বছরের অধরা স্বপ্ন পূরণ হলো শাহরুখের।  

২০২৩ সালের ২২ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমা। এতে শাহরুখের বিপরীতে অভিনয় করেন দক্ষিণী সিনেমার লেডি সুপারস্টার নয়নতারা। এটি পরিচালনা করেন অ্যাটলি কুমার। বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছিল এটি।  

বিধু বিনোদ চোপড়া নির্মিত আলোচিত সিনেমা ‘টুয়েলভথ ফেল’। ২০২৩ সালের ২৭ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তির পর চর্চায় পরিণত হয় সিনেমাটি। অল্প বাজেটে নির্মিত সিনেমাটি দারুণ ব্যবসা করে। সিনেমাটিতে বিক্রান্ত ম্যাসির অভিনয় ভীষণ প্রশংসা কুড়ায়। এ সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন বিক্রান্ত। 

রানী মুখার্জি অভিনীত সিনেমা ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’। ২০২৩ সালের ১৭ মার্চ মুক্তি পায় এটি। সাগরিকা ভট্টাচার্যর জীবন নিয়ে নির্মিত হয়েছে এটি। সিনেমাতে সাগরিতা চরিত্রে অভিনয় করেন রানী। এ সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন এই অভিনেত্রী। 

তথ্যসূত্র: ডিএনএ

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র র প রস ক র প য় ছ ন স ন ম র জন য প রস ক র র

এছাড়াও পড়ুন:

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আবেদন আজ বিকেলে, ক্লাস ১৩ নভেম্বর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (পাস) প্রোগ্রামে ভর্তি কার্যক্রম আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে শুরু হচ্ছে। আবেদন করা যাবে আগামী ১৫ অক্টোবর রাত ১২টা পর্যন্ত। এ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে ১৩ নভেম্বর থেকে। গত রোববার (১৪ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।

ভর্তির জন্য আবেদন করতে পারবেন যেসব শিক্ষার্থী

২০২০, ২০২১ ও ২০২২ সালের এসএসসি বা সমমান এবং ২০২২, ২০২৩ ও ২০২৪ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন ভর্তির জন্য। কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (ভোকেশনাল), এইচএসসি (বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি) ও ডিপ্লোমা-ইন-কমার্স উত্তীর্ণ শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। এ-লেভেল, ও-লেভেল ও বিদেশি সনদধারীদের ক্ষেত্রে নির্ধারিত নিয়মে সরাসরি ডিন অফিসে বা ই–মেইলে আবেদন করতে হবে শিক্ষার্থীদের।
যেসব শিক্ষার্থী গত দুই শিক্ষাবর্ষে (২০২২-২৩ ও ২০২৩-২৪) স্নাতক (সম্মান), স্নাতক (সম্মান) প্রফেশনাল বা স্নাতক (পাস) প্রোগ্রামে ভর্তি হয়ে রেজিস্ট্রেশন কার্ড পেয়েছেন, তাঁরা এই শিক্ষাবর্ষে নতুন করে ভর্তি হতে পারবেন না। তবে পূর্ববর্তী ভর্তি বাতিল করে নতুন শিক্ষাবর্ষে আবেদন করতে পারবেন। একই সঙ্গে কোনো শিক্ষার্থী দ্বৈত ভর্তি হলে তাঁর উভয় ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল হবে।

আবেদন ফি ৪০০ টাকা

ভর্তি ফি হিসেবে প্রাথমিক আবেদন ফি ৪০০ টাকা, যার মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ ২৫০ টাকা এবং কলেজের অংশ ১৫০ টাকা। ভর্তি নিশ্চিত হওয়ার পর রেজিস্ট্রেশন ফি ৭২০ টাকা জমা দিতে হবে। কলেজ কর্তৃপক্ষ আবেদনকারীর তথ্য যাচাই করে অনলাইনে নিশ্চয়ন করবে। তবে নিশ্চয়ন ছাড়া কোনো আবেদনকারীকে মেধাতালিকায় অন্তর্ভুক্ত করা হবে না। আবেদন ফি ১৯ অক্টোবরের মধ্য জমা দিতে হবে।

আরও পড়ুনবাংলাদেশ বিমানে ইন্টার্নশিপ, দৈনিক হাজিরায় সম্মানী ৬০০ টাকা৪ ঘণ্টা আগে

আবেদনকারীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে কোর্সভিত্তিক মেধাতালিকা প্রণয়ন করা হবে। একই মেধা নম্বরপ্রাপ্ত হলে এসএসসি ও এইচএসসির জিপিএ (৪০: ৬০ অনুপাতে) এবং প্রয়োজনে মোট নম্বরের ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করা হবে। এরপরও সমতা থাকলে বয়স কম শিক্ষার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। ভর্তি কার্যক্রম ধাপে ধাপে প্রথম মেধাতালিকা, দ্বিতীয় মেধাতালিকা, কোটার মেধাতালিকা এবং প্রথম ও দ্বিতীয় রিলিজ স্লিপের মাধ্যমে সম্পন্ন হবে। তবে এবারও তৃতীয় রিলিজ স্লিপে আবেদন করার সুযোগ থাকবে না।

বিস্তারিত দেখুন এখানে

আরও পড়ুনবিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, সুযোগ পাবেন ৪৮ জেলার যুবরা১১ সেপ্টেম্বর ২০২৫আরও পড়ুন১২ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো১৪ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • সুপারিগাছের ফেলনা খোলে থালা–বাটি, তৈজস, বদলাচ্ছে গ্রামটি
  • মায়ামিতেই থাকছেন মেসি, নতুন চুক্তি চূড়ান্ত
  • গাজায় নিহতের সংখ্যা ৬৫ হাজার ছাড়াল
  • খেলাপি ঋণে বাংলাদেশ এশিয়ায় কেন শীর্ষে
  • কালচে হয়ে যাচ্ছে মোগল আমলের লালকেল্লা
  • জিল হোসেন মারা গেছেন, আদালতে তাঁর লড়াই শেষ হবে কবে
  • গবাদিপশু থেকে মানুষের শরীরে ‘তড়কা’ রোগ, প্রতিরোধে যা করবেন
  • জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আবেদন আজ বিকেলে, ক্লাস ১৩ নভেম্বর
  • কীভাবে নেট রান রেট হিসাব করা হয়, সুপার ফোর উঠতে বাংলাদেশের হিসাব কী
  • সোনালী ও রূপালী মুনাফায়, অগ্রণী ও জনতা লোকসানে