অধিনায়কের ব্যর্থতায় জয় হাতছাড়া, ড্র নিয়ে মাঠ ছাড়ল ম্যানইউ
Published: 25th, August 2025 GMT
প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে প্রথম জয়ের দেখা পেতে এখনও অপেক্ষায় রইলো ম্যানচেস্টার ইউনাইটেড। আর্সেনালের কাছে হারার পর এবার ফুলহ্যামের মাঠেও জয় তুলে নিতে ব্যর্থ হলো তারা। রবিবার রাতে ক্রাভেন কটেজে ১-১ গোলে ড্র করেছে রুবেন আমোরিমের শিষ্যরা।
ম্যাচের শুরুটা মোটামুটি সমান তালে চললেও প্রথমার্ধে লিড নেয়ার সুবর্ণ সুযোগ পেয়েছিল রেড ডেভিলস। পেনাল্টি থেকে গোল করার সামনে দাঁড়িয়ে ছিলেন অধিনায়ক ব্রুনো ফার্নান্দেস। কিন্তু বল উড়িয়ে মারায় হাতছাড়া হয় সহজ সুযোগটি।
আরো পড়ুন:
নেপালকে হারিয়ে ঘুরে দাঁড়াল বাংলাদেশের মেয়েরা
চার ক্লাবে শত গোলের অবিশ্বাস্য রেকর্ড রোনালদোর
দ্বিতীয়ার্ধে ভাগ্যের জোরে এগিয়ে যায় ম্যানইউ। লেনি ইয়োরোর ক্রসে ফুলহ্যামের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো মুনিজের গায়ে লেগে আত্মঘাতী গোলের মাধ্যমে এগিয়ে যায় অতিথিরা। তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। মাত্র ১৫ মিনিট পর অ্যালেক্স আইওবির ক্রস থেকে বদলি খেলোয়াড় এমিল স্মিথ রো সমতায় ফেরান ফুলহ্যামকে।
শেষ দিকে আক্রমণ বাড়াতে বেঞ্জামিন সেসকো, ম্যাথিউস কুনহা ও ব্রায়ান এমবেউমোকে নামালেও কাঙ্ক্ষিত গোল পায়নি ইউনাইটেড। মাউন্টের পাস থেকে কুনহার শট পোস্টে লেগে ফিরে আসে, আর হ্যারি ম্যাগুইরের হেড সামান্য বাইরে চলে যায়। ফলে জয়বঞ্চিত হয়ে হতাশাই সঙ্গী হলো রেড ডেভিলসের।
ফুলহ্যাম অবশ্য খালি হাতে ফেরেনি। টানা আট ম্যাচ পর ঘরের মাঠে ম্যানইউর বিপক্ষে পয়েন্ট তুলে নিয়ে সমর্থকদের মুখে হাসি ফোটাল তারা। অন্যদিকে ব্রুনো ফার্নান্দেসের সেই মিস করা পেনাল্টিই হয়ে রইলো ম্যাচের সবচেয়ে বড় আক্ষেপ।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল ফ লহ য ম
এছাড়াও পড়ুন:
অজিতের পারিশ্রমিক ২৪১ কোটি টাকা!
ভারতের তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা অজিত কুমার। ভক্তদের কাছে তিনি থালা অজিত নামেই পরিচিত। গত ১০ এপ্রিল মুক্তি পায় তার অভিনীত ‘গুড ব্যাড আগলি’ সিনেমা। মুক্তির পর বক্স অফিসে বেশ সাড়া ফেলেছিল এটি। এরই মাঝে গুঞ্জন উড়ছে, পারিশ্রমিক বাড়াতে যাচ্ছেন অজিত।
পিঙ্কভিলা এক প্রতিবেদনে জানিয়েছে, অজিত কুমারের পরবর্তী সিনেমা ‘একে৬৪’। এখনো সিনেমাটির নাম চূড়ান্ত হয়নি। গুঞ্জন অনুযায়ী, এ সিনেমার জন্য অজিত কুমার তার পারিশ্রমিক ১৫০ কোটি রুপি থেকে বাড়িয়ে ১৭৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২০৭-২৪১ কোটি টাকার বেশি) করতে পারেন।
আরো পড়ুন:
মুক্তির আগেই কত টাকা আয় করল ‘কানতারা টু’?
আমি খুব কেঁদেছিলাম: মোহিনী
অজিত কুমার মনে করেন—‘সাধারণ গল্পের সিনেমাকেও রাজকীয়ভাবে উপস্থাপন করা উচিত।’ এই কারণে, সিনেমাটির বাজেট সম্ভবত ৩০০ থেকে ৪০০ কোটি রুপির মধ্যে হতে পারে। তবে অজিতের টিমের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
‘গুড ব্যাড আগলি’ সিনেমা নির্মাণ করেন পরিচালক আধিক রবিচন্দ্রন। ‘একে৬৪’ সিনেমাও তারই নির্মাণের কথা রয়েছে। রেসিং সিজনের বিরতিতে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। কারণ অজিত কুমার তখন তার সিনেমার দিকেই সম্পূর্ণ মনোযোগ দেবেন। শোনা যাচ্ছে, এই সিনেমা সব ধরণের দর্শকদের কথা মাথায় রেখে তৈরি করা হবে, যেখানে ‘গুড ব্যাড আগলি’ কেবল অজিত ভক্তদের কেন্দ্র করে নির্মিত হয়েছিল।
ঢাকা/শান্ত