পারমাণবিক কর্মসূচির কারণে ইরানের উপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের জন্য ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি ৩০ দিনের প্রক্রিয়া শুরু করেছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এই তিন দেশের পাঠানো একটি চিঠির বরাত দিয়ে বৃহস্পতিবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।

ই-থ্রি নামে পরিচিত এই ত্রয়ীর অভিযোগ, ইরান ২০১৫ সালে বিশ্বশক্তির সাথে করা একটি চুক্তি মেনে চলতে ব্যর্থ হয়েছে। তাই তারা ইরানের ওপর নিষেধাজ্ঞার এই পদক্ষেপ নিয়েছে।

পশ্চিমা দেশগুলোর অভিযোগ, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে। তবে ইরান এই অভিযোগ অস্বীকার করে আসছে। ইরান ২০১৫ সালে ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীনের সাথে একটি চুক্তিতে পৌঁছেছিল - যা জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অফ অ্যাকশন নামে পরিচিত - যার ফলে তেহরানের উপর থেকে জাতিসংঘ, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছিল এবং এর বিনিময়ে তার পারমাণবিক কর্মসূচিতে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ২০১৫ সালের জুলাই মাসে একটি প্রস্তাবে এই চুক্তিটি অন্তর্ভুক্ত করে। এই প্রস্তাব - এবং পারমাণবিক চুক্তির যেকোনো পক্ষের ইরানের উপর নিষেধাজ্ঞার ‘স্ন্যাপব্যাক’ শুরু করার ক্ষমতা - ১৮ অক্টোবর শেষ হওয়ার কথা।

২০১৫ সালের চুক্তির অধীনে, স্ন্যাপব্যাক নামে পরিচিত যে প্রক্রিয়া রয়েছে তাতে বলা হয়েছে, ইরানের উপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনরায় আরোপ করতে পারবে চুক্তিতে স্বাক্ষরিত দেশগুলো। যদি পক্ষগুলো ইরানের ‘উল্লেখযোগ্য নিস্ক্রিয়তার’ অভিযোগের সমাধান করতে না পারে, তাহলে ১৫ সদস্যের জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এই প্রক্রিয়াটি শুরু করা যেতে পারে।

রয়টার্স জানিয়েছে, এখন যেহেতু প্রক্রিয়াটি শুরু হয়েছে, নিরাপত্তা পরিষদকে ইরানের নিষেধাজ্ঞা প্রত্যাহার অব্যাহত রাখার জন্য ৩০ দিনের মধ্যে একটি প্রস্তাবে ভোট দিতে হবে। এই প্রস্তাাবের পক্ষে কমপক্ষে নয়টি ভোট থাকতে হবে এবং মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ব্রিটেন বা ফ্রান্সের কোনো ভেটো থাকতে পারবে না। তবে এই ধরনের প্রস্তাব ব্যর্থ হওয়ারই সম্ভাবনা বেশ। কারণ ব্রিটেন এবং ফ্রান্স তাদের ভেটো ব্যবহার করে প্রস্তাবটি আটকাতে পারে।

ইরানের উপর জাতিসংঘের সব নিষেধাজ্ঞা সেপ্টেম্বরের শেষের দিকে - স্ন্যাপব্যাক প্রক্রিয়া শুরু হওয়ার ৩০ দিন পরে - পুনরায় আরোপ করা হবে, যদি না নিরাপত্তা পরিষদ অন্য কোনো পদক্ষেপ নেয়।
 

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ২০১৫ স ল প রক র য প রস ত ব

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ