গ্রিসের কৃষকরা ২০১৯ থেকে ২০২৪ সালের মধ্যে জমির মালিকানা জাল করে ২ কোটি ২০ লাখেরও বেশি ইউরোর কৃষি ভর্তুকি আত্মসাৎ করেছেন। মঙ্গলবার একজন মন্ত্রী জানিয়েছেন, পুলিশি তদন্তের পর বিষয়টি সরকারকে নাড়া দিয়েছে।

জুলাই মাসে গ্রিক পুলিশ ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ভর্তুকি তত্ত্বাবধান এবং প্রদানের দায়িত্বপ্রাপ্ত সরকারি সংস্থা OPEKEPE-এর অ্যাথেন্স অফিসে অভিযান চালিয়ে লাখ লাখ কৃষকের কর রেকর্ড জব্দ করেছে।

নাগরিক সুরক্ষা মন্ত্রী মিচালিস ক্রিসোচয়েডিস মঙ্গলবার টেলিভিশনে এক বিবৃতিতে জানিয়েছেন, আট লাখেরও বেশি আবেদনের মধ্যে ছয় হাজারেরও বেশি যাচাই-বাছাই করেছে। এরপর পুলিশ জানতে পেরেছে যে শত শত গ্রিক কৃষক কমপক্ষে ২ কোটি ২৬ লাখ ৭০ হাজার ইউরো মূল্যের ইইউ ভর্তুকি আত্মসাৎ করেছেন।

ক্রিসোচয়েডিস বলেছেন, “লোকেরা যখন জনসাধারণের অর্থের ওপর লোভ করে, তা রাষ্ট্রীয় হোক বা ইউরোপীয় তখন আমরা এটি সহ্য করতে পারি না এবং আমাদের সহ্য করা উচিত নয়। আমাদের কর্তব্য.

.. সব উপলব্ধ ব্যবস্থা সক্রিয় করা, অপরাধীদের প্রতিরোধ করা এবং যখনই প্রয়োজন হবে তদন্ত, শনাক্তকরণ এবং শাস্তি দেওয়া।”

মার্চ মাসে ইউরোপীয় প্রসিকিউটররা জানিয়েছিলেন, তারা ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তা প্রাপ্ত কয়েক ডজন গ্রিক চাষীকে মালিকানা বা চারণভূমির ইজারা দেওয়ার মিথ্যা ঘোষণা দেওয়ার জন্য অভিযুক্ত করেছেন।

২০১৬ থেকে ২০২৩ সালের মধ্যে কৃষি ভর্তুকির অব্যবস্থাপনার জন্য ইইউ জুন মাসে গ্রিসের উপর তিন কোটি ৯২ লাখ ইউরো জরিমানা আরোপ করেছে।

এ ঘটনায় ২০২৩ সালে দ্বিতীয় মেয়াদে জয়ী কিরিয়াকস মিতসোতাকিসের রক্ষণশীল সরকারের জনপ্রিয়তা কমে গেছে। এই কেলেঙ্কারির কারণে চারজন মন্ত্রী পদত্যাগ করেছেন।

ঢাকা/শাহেদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর কর ছ ন ভর ত ক ইউর প

এছাড়াও পড়ুন:

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আবেদন আজ বিকেলে, ক্লাস ১৩ নভেম্বর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (পাস) প্রোগ্রামে ভর্তি কার্যক্রম আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে শুরু হচ্ছে। আবেদন করা যাবে আগামী ১৫ অক্টোবর রাত ১২টা পর্যন্ত। এ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে ১৩ নভেম্বর থেকে। গত রোববার (১৪ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।

ভর্তির জন্য আবেদন করতে পারবেন যেসব শিক্ষার্থী

২০২০, ২০২১ ও ২০২২ সালের এসএসসি বা সমমান এবং ২০২২, ২০২৩ ও ২০২৪ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন ভর্তির জন্য। কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (ভোকেশনাল), এইচএসসি (বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি) ও ডিপ্লোমা-ইন-কমার্স উত্তীর্ণ শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। এ-লেভেল, ও-লেভেল ও বিদেশি সনদধারীদের ক্ষেত্রে নির্ধারিত নিয়মে সরাসরি ডিন অফিসে বা ই–মেইলে আবেদন করতে হবে শিক্ষার্থীদের।
যেসব শিক্ষার্থী গত দুই শিক্ষাবর্ষে (২০২২-২৩ ও ২০২৩-২৪) স্নাতক (সম্মান), স্নাতক (সম্মান) প্রফেশনাল বা স্নাতক (পাস) প্রোগ্রামে ভর্তি হয়ে রেজিস্ট্রেশন কার্ড পেয়েছেন, তাঁরা এই শিক্ষাবর্ষে নতুন করে ভর্তি হতে পারবেন না। তবে পূর্ববর্তী ভর্তি বাতিল করে নতুন শিক্ষাবর্ষে আবেদন করতে পারবেন। একই সঙ্গে কোনো শিক্ষার্থী দ্বৈত ভর্তি হলে তাঁর উভয় ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল হবে।

আবেদন ফি ৪০০ টাকা

ভর্তি ফি হিসেবে প্রাথমিক আবেদন ফি ৪০০ টাকা, যার মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ ২৫০ টাকা এবং কলেজের অংশ ১৫০ টাকা। ভর্তি নিশ্চিত হওয়ার পর রেজিস্ট্রেশন ফি ৭২০ টাকা জমা দিতে হবে। কলেজ কর্তৃপক্ষ আবেদনকারীর তথ্য যাচাই করে অনলাইনে নিশ্চয়ন করবে। তবে নিশ্চয়ন ছাড়া কোনো আবেদনকারীকে মেধাতালিকায় অন্তর্ভুক্ত করা হবে না। আবেদন ফি ১৯ অক্টোবরের মধ্য জমা দিতে হবে।

আরও পড়ুনবাংলাদেশ বিমানে ইন্টার্নশিপ, দৈনিক হাজিরায় সম্মানী ৬০০ টাকা৪ ঘণ্টা আগে

আবেদনকারীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে কোর্সভিত্তিক মেধাতালিকা প্রণয়ন করা হবে। একই মেধা নম্বরপ্রাপ্ত হলে এসএসসি ও এইচএসসির জিপিএ (৪০: ৬০ অনুপাতে) এবং প্রয়োজনে মোট নম্বরের ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করা হবে। এরপরও সমতা থাকলে বয়স কম শিক্ষার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। ভর্তি কার্যক্রম ধাপে ধাপে প্রথম মেধাতালিকা, দ্বিতীয় মেধাতালিকা, কোটার মেধাতালিকা এবং প্রথম ও দ্বিতীয় রিলিজ স্লিপের মাধ্যমে সম্পন্ন হবে। তবে এবারও তৃতীয় রিলিজ স্লিপে আবেদন করার সুযোগ থাকবে না।

বিস্তারিত দেখুন এখানে

আরও পড়ুনবিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, সুযোগ পাবেন ৪৮ জেলার যুবরা১১ সেপ্টেম্বর ২০২৫আরও পড়ুন১২ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো১৪ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • কালচে হয়ে যাচ্ছে মোগল আমলের লালকেল্লা
  • জিল হোসেন মারা গেছেন, আদালতে তাঁর লড়াই শেষ হবে কবে
  • গবাদিপশু থেকে মানুষের শরীরে ‘তড়কা’ রোগ, প্রতিরোধে যা করবেন
  • জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আবেদন আজ বিকেলে, ক্লাস ১৩ নভেম্বর
  • কীভাবে নেট রান রেট হিসাব করা হয়, সুপার ফোর উঠতে বাংলাদেশের হিসাব কী
  • সোনালী ও রূপালী মুনাফায়, অগ্রণী ও জনতা লোকসানে