সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় র‌্যাব দেখে পুকুরে ঝাপ দেওয়ার পর পানিতে ডুবে শাওন রেজা (২২) নামে এক মাদক কারবারির মৃত্যু হয়েছে। রবিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার শাহাবাজপুর গ্রামে ঘটনাটি ঘটে। শাওন একই গ্রামের নুরুল ইসলাম মন্ডলের ছেলে।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে কামারখন্দ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

সিলেটে সন্ত্রাসী ‘শ্যুটার রিয়াজ’ জনতার হাতে আটক 

নারায়ণগঞ্জে পিস্তলসহ যুবক গ্রেপ্তার

কামারখন্দ উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের চিকিৎসক মমিন উদ্দিন বলেন, “হাসপাতালে আনার আগেই ওই যুবকের মৃত্যু হয়।” 

র‌্যাব-১২-এর উপ-অধিনায়ক মেজর আহসান হাবিব বলেন, “কামারখন্দে র‌্যাবের কোনো অভিযান ছিল না। র‌্যাবের গোয়েন্দা ইউনিটের মাঠকর্মীরা মাদক সংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য গিয়েছিল। মূলত তাদের দেখে ভয়ে ওই যুবক পুকুরে ঝাঁপ দেন। পরে পানিতে ডুবে তার মৃত্যু হয়।”

ওসি আব্দুল লতিফ বলেন, “র‌্যাব-১২-এর সদস্যরা রবিবার সন্ধ্যায় শাহবাজপুর গ্রামে মাদক উদ্ধারে যান। স্থানীয়দের সঙ্গে কথা বলার এক পর্যায়ে র‌্যাব সদস্যদের দেখে দৌঁড়ে পালানোর চেষ্টা করেন শাওন। এ সময় বাড়ি পাশে পুকুরে ঝাঁপ দেন তিনি। অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তার মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।” 

তিনি আরো বলেন, “এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। কামারখন্দ থানায় গত বছরের ১৪ ফেব্রুয়ারি দায়ের করা মাদকদ্রব্য আইনের একটি মামলার চার্জশিটভুক্ত আসামি ছিলেন শাওন।”

ঢাকা/অদিত্য/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ক ম রখন দ

এছাড়াও পড়ুন:

উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’

কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।

সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।

নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত

সম্পর্কিত নিবন্ধ