র্যাব দেখে পুকুরে ঝাঁপ, মাদক কারবারির মৃত্যু
Published: 8th, September 2025 GMT
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় র্যাব দেখে পুকুরে ঝাপ দেওয়ার পর পানিতে ডুবে শাওন রেজা (২২) নামে এক মাদক কারবারির মৃত্যু হয়েছে। রবিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার শাহাবাজপুর গ্রামে ঘটনাটি ঘটে। শাওন একই গ্রামের নুরুল ইসলাম মন্ডলের ছেলে।
সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে কামারখন্দ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন।
আরো পড়ুন:
সিলেটে সন্ত্রাসী ‘শ্যুটার রিয়াজ’ জনতার হাতে আটক
নারায়ণগঞ্জে পিস্তলসহ যুবক গ্রেপ্তার
কামারখন্দ উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের চিকিৎসক মমিন উদ্দিন বলেন, “হাসপাতালে আনার আগেই ওই যুবকের মৃত্যু হয়।”
র্যাব-১২-এর উপ-অধিনায়ক মেজর আহসান হাবিব বলেন, “কামারখন্দে র্যাবের কোনো অভিযান ছিল না। র্যাবের গোয়েন্দা ইউনিটের মাঠকর্মীরা মাদক সংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য গিয়েছিল। মূলত তাদের দেখে ভয়ে ওই যুবক পুকুরে ঝাঁপ দেন। পরে পানিতে ডুবে তার মৃত্যু হয়।”
ওসি আব্দুল লতিফ বলেন, “র্যাব-১২-এর সদস্যরা রবিবার সন্ধ্যায় শাহবাজপুর গ্রামে মাদক উদ্ধারে যান। স্থানীয়দের সঙ্গে কথা বলার এক পর্যায়ে র্যাব সদস্যদের দেখে দৌঁড়ে পালানোর চেষ্টা করেন শাওন। এ সময় বাড়ি পাশে পুকুরে ঝাঁপ দেন তিনি। অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তার মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”
তিনি আরো বলেন, “এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। কামারখন্দ থানায় গত বছরের ১৪ ফেব্রুয়ারি দায়ের করা মাদকদ্রব্য আইনের একটি মামলার চার্জশিটভুক্ত আসামি ছিলেন শাওন।”
ঢাকা/অদিত্য/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ক ম রখন দ
এছাড়াও পড়ুন:
প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষার শিক্ষক নিয়োগের সুযোগ বাদ
দুই মাসের মধ্যে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা’ পরিবর্তন করল সরকার। সংশোধিত বিধিমালায় সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগের সুযোগ বাদ দেওয়া হয়েছে। গতকাল রোববার সংশোধিত বিধিমালা গেজেটে প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
এর আগে গত ২৮ আগস্ট ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’ -এর প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। এতে অন্যান্য বিষয়বস্তুর পাশাপাশি সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগের সুযোগ রাখা হয়েছিল।
এরপর ধর্মভিত্তিক বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বিভিন্ন সভা, সেমিনার, বিক্ষোভ সমাবেশে সংগীত শিক্ষকের বদলে ধর্ম শিক্ষক নিয়োগ দেওয়ার দাবি করেন। সংগীত শিক্ষক নিয়োগ বাতিল করা না হলে তাঁরা আন্দোলনেরও হুমকি দেন।
আরও পড়ুনপ্রাথমিকে কেন সংগীত শিক্ষক, বিরোধিতায় কারা, কী বলছেন শিক্ষকেরা২৯ সেপ্টেম্বর ২০২৫গত আগস্টে জারি করা বিধিমালায় চার ধরনের শিক্ষকের কথা বলা ছিল। সেগুলো ছিল প্রধানশিক্ষক, সহকারী শিক্ষক, সহকারী শিক্ষক (সংগীত) ও সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা)। সংশোধিত বিধিমালায় কেবল প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের কথা বলা হয়েছে।