প্রিমিয়ার ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন
Published: 9th, September 2025 GMT
পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি প্রিমিয়ার ব্যাংক পিএলসির পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে। এর আগে, ব্যাংকটির চেয়ারম্যান নিয়োগ দেওয়া হলেও এবার বাকি স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আরো পড়ুন:
কারণ ছাড়াই বাড়ছে বিবিএস কেবলসের শেয়ারদর
সিএসইতে সূচকের উত্থান, ডিএসইতে পতন, কমেছে লেনদেন
তথ্য মতে, ব্যাংকটিতে শুরুতে ড.
ব্যাংকটি জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ (২০২৩ সাল পর্যন্ত সংশোধিত) এর ধারা ৪৭(১)(ক) এবং ৪৮(১) এর অধীনে প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে, বাংলাদেশ ব্যাংক গত ১৯ আগস্ট আদেশ জারির মাধ্যমে প্রিমিয়ার ব্যাংক পিএলসির বিদ্যমান পরিচালনা পর্ষদ তাৎক্ষণিকভাবে বিলুপ্ত করে।
এছাড়া বাংলাদেশ ব্যাংক গত ১৯ আগস্ট চিঠির মাধ্যমে, প্রিমিয়ার ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ গঠন করেছে। পরবর্তীতে গত ২১ আগস্ট অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ৩১৪তম সভায় ড. আরিফুর রহমান সর্বসম্মতিক্রমে বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত করা হয়।
ঢাকা/এনটি/মাসুদ
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
পুঁজিবাজারে সূচকের উত্থান, কমেছে লেনদেন
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৫ সেপ্টেম্বর) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কিছুটা কমেছে। একইসঙ্গে উভয় পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে।
ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৬.৩৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪৭৪ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ০.৯৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৮৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৫.৯৯ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৩৫ পয়েন্টে দাঁড়িয়েছে।
আরো পড়ুন:
ই-কমার্স প্ল্যাটফর্ম চালু করবে গোল্ডেন হার্ভেস্ট
কারণ ছাড়াই বাড়ছে আরো দুই কোম্পানির শেয়ার দর
ডিএসইতে মোট ৪০২টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১১৭টি কোম্পানির, কমেছে ১৯৯টির এবং অপরিবর্তিত আছে ৮৬টির।
এদিন ডিএসইতে মোট ৭০৬ কোটি ৩২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭৩২ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ৮.০৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯ হাজার ৪৩৩ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৬.৬৯ পয়েন্ট কমে ১৫ হাজার ৩৬৭ পয়েন্টে, শরিয়াহ সূচক ০.৫৬ পয়েন্ট কমে ৯৭২ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৬০.৭৪ পয়েন্ট কমে ১৩ হাজার ৪৮১ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে মোট ২১৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৭০টি কোম্পানির, কমেছে ১১৬টির এবং অপরিবর্তিত আছে ৩৩টির।
সিএসইতে ৮ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১২ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
ঢাকা/এনটি/রফিক