২০২৬ সালের পুরুষদের টি–টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত। আইসিসি এখনো চূড়ান্ত সূচি ঘোষণা না করলেও সম্ভাব্য সময়সীমা জানিয়ে দিয়েছে অংশগ্রহণকারী দেশগুলোকে। এ আসরের যৌথ আয়োজক হবে ভারত ও শ্রীলঙ্কা। আর প্রতিযোগিতায় অংশ নেবে মোট ২০টি দল।

টুর্নামেন্টের ম্যাচগুলো আয়োজন করা হবে ভারতের অন্তত পাঁচটি এবং শ্রীলঙ্কার দুটি ভেন্যুতে। ফাইনাল ম্যাচ আয়োজন করা হবে আহমেদাবাদ বা কলম্বোতে। এটা নির্ভর করবে পাকিস্তান ফাইনালে ওঠে কিনা তার ওপর। কারণ, রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েনের কারণে ভারত ও পাকিস্তান একে অপরের দেশে খেলতে যাচ্ছে না।

আরো পড়ুন:

মন্টেনেগ্রোকে উড়িয়ে দিলো মদ্রিচরা

মেরিনোর হ্যাটট্রিকে তুরস্ককে উড়িয়ে দিলো স্পেন

এখন পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৫টি দল নিশ্চিত হয়েছে। দলগুলো হলো- ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, নিউ জিল্যান্ড, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা, নেদারল্যান্ডস এবং ইতালি।

এর মধ্যে ইতালি প্রথমবারের মতো বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নিয়েছে। বাকি পাঁচটি দলের ক্ষেত্রে দুটি আসবে আফ্রিকা আঞ্চলিক বাছাইপর্ব থেকে এবং তিন দল আসবে এশিয়া ও পূর্ব এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বাছাই থেকে।

এই বিশ্বকাপের ফরম্যাট হবে ২০২৪ সালের ক্যারিবিয়ান ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত আসরের মতোই। ২০ দলকে ভাগ করা হবে চার গ্রুপে, প্রতিটি গ্রুপে পাঁচ দল। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল যাবে সুপার এইটে। এরপর সুপার এইটের দুটি গ্রুপ থেকে সেরা দুই দল যাবে সেমিফাইনালে।

সর্বশেষ বিশ্বকাপের মতো এবারও অনুষ্ঠিত হবে মোট ৫৫টি ম্যাচ।

২০২৬ সালের শুরুটা হবে ভারতের ক্রিকেটে জমজমাট। জানুয়ারি-ফেব্রুয়ারিতে মেয়েদের ডব্লিউপিএল। এরপর ফেব্রুয়ারি-মার্চে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার পরপরই মার্চের মাঝামাঝি থেকে শুরু হবে আইপিএল। যা চলবে মে মাসের শেষ পর্যন্ত। এছাড়া জানুয়ারির ১১ থেকে ৩১ তারিখ পর্যন্ত ভারত সফরে আসবে নিউ জিল্যান্ড, যেখানে অনুষ্ঠিত হবে একদিনের ও টি-টোয়েন্টি সিরিজ।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব শ বক প ব শ বক প অন ষ ঠ ত

এছাড়াও পড়ুন:

বিলাসবহুল প্রমোদতরিতে খুন, এরপর...

গল্প যখন জাহাজের রহস্যময় খুন, তখন সবার আগে মাথায় আসে ১৯৭৮ সালের ‘ডেথ অন দ্য নাইল’-এর কথা। ১৯৭৩ সালে মুক্তি পাওয়া ‘দ্য লাস্ট অব শিলা’ সিনেমাটিও এগিয়ে থাকবে এদিক দিয়ে।
তবে রুথ ওয়ারের উপন্যাসভক্তদের জন্য নেটফ্লিক্সে মুক্তি পাওয়া সিনেমাটি হতে পারত এমনই এক অভিজ্ঞতা। রুথের উপন্যাস ‘দ্য ওমেন ইন কেবিন ১০’ থেকে অনুপ্রাণিত হয়ে নেটফ্লিক্সে এসেছে একই নামের নতুন সিনেমা। তবে সাইমন স্টোন পরিচালিত সিনেমাটির শুরুটা আশা জাগানিয়া হলেও শেষপর্যন্ত রোমাঞ্চ ধরে রাখতে পারেনি।

একনজরে সিনেমা: ‘দ্য ওমেন ইন কেবিন ১০’ স্ট্রিমিং: নেটফ্লিক্স ধরন: ড্রামা, ক্রাইম থ্রিলার রানটাইম: ১ ঘণ্টা ৩২ মিনিট পরিচালক: সাইমন স্টোন অভিনয় : কিরা নাইটলি, গাই পিয়ার্স, ডেভিড আজালা, গিটে উইট, আর্ট মালিক, হান্নাহ ওয়াডিংহাম, কায়া স্কোডেলারিও

লন্ডনের এক খ্যাতিমান অনুসন্ধানী সাংবাদিক লরা ব্ল্যাকলক (কিরা নাইটলি)। তিনি একটি হাইপ্রোফাইল অ্যাসাইনমেন্টের কাজ করছিলেন। কিন্তু তাঁর সোর্সকে হত্যা করা হয়। এ ঘটনার জন্য তিনি কাজে ফিরে এসেও ট্রমার মধ্য দিয়ে যাচ্ছিলেন। এমন সময় তিনি হঠাৎই তিন দিনের সমুদ্রযাত্রার আমন্ত্রণ পান। নরওয়েজীয় এক বিলিয়নিয়ার দম্পতি অ্যান লিংস্টাড (লিসা লোভেন কংসলি) ও তাঁর স্বামী রিচার্ডের (গাই পিয়ার্স) দাতব্য সংস্থার উদ্বোধনী অনুষ্ঠান কাভার করার জন্য তাঁকে আমন্ত্রণ জানান। কাজ ও ছুটি কাটানোর এমন দারুণ সুযোগ লুফে নেন লরা।

‘দ্য ওমেন ইন কেবিন ১০’ –এর দৃশ্য। নেটফ্লিক্স

সম্পর্কিত নিবন্ধ

  • ঢাকা বিএএফ শাহীন কলেজে ২০২৬ সালে শিশু শ্রেণিতে ভর্তি
  • ‘দূরে থেকেও আমরা কাছে, এটাই বাস্তব’
  • বিলাসবহুল প্রমোদতরিতে খুন, এরপর...
  • গ্লোবাল চায়না ফেলোশিপ, গবেষণার সুযোগ যুক্তরাষ্ট্রে
  • অমর একুশে বইমেলা ফেব্রুয়ারিতেই
  • নির্বাচনের তারিখ নির্দিষ্ট হওয়ার পরই বইমেলার তারিখ ঘোষণা
  • উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি প্রোগ্রাম, জেএসসি ছাড়াও ভর্তি
  • ইপিএফএল সামার রিসার্চ প্রোগ্রাম: আইএলটিএস ছাড়াই আবেদন
  • অনিরাপদ ওয়েবসাইটে ঢোকার আগে সতর্ক করবে গুগল ক্রোম
  • ২০২৬ সালে বিশ্ববাজারে জিনিসপত্রের দাম আরও ৭% কমতে পারে, বাংলাদেশে কেন কমছে না