দুই ঘণ্টার বাজারে বিক্রি হয় ৩০ লাখ টাকার মাছ
Published: 15th, September 2025 GMT
মহাসড়কের পাশে বাজার। চলে ভোর ৫টা থেকে সকাল ৭টা পর্যন্ত। এ দুই ঘণ্টাতেই সেখানে মাছ বিক্রি হয় প্রায় ৩০ লাখ টাকার।
পটুয়াখালীর কলাপাড়ার এ বাজারে প্রতিদিন ইলিশ, রুই, কাতল, পাঙ্গাস, তেলাপিয়া, পাবদা, পুঁটি, চিতল, বোয়াল, শোল, টেংরা, কোরাল, শিং, কই, মাগুর, বাইন, খলিসা, গজাল ও চিংড়িসহ নানা প্রজাতির মাছ পাওয়া যায়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই ক্রেতা-বিক্রেতাদের হাঁকডাকে মুখরিত হয়ে ওঠে এ পাইকারী বাজার। মাছের প্রাচুর্য থাকায় এ বাজারটি হয়ে উঠেছে জনপ্রিয়।
স্থানীয়রা জানিয়েছেন, প্রায় ১০ বছর আগে কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া এলাকায় মহাসড়কের পাশে কয়েকজন আড়তদার মাছ বিক্রি শুরু করেন। ক্রমান্বয়ে ক্রেতা-বিক্রেতাদের ভিড় বাড়তে থাকায় এ বাজারের নাম হয় ‘নাচনাপাড়া মডেল মৎস্য আড়ত’। সূর্য ওঠার সঙ্গে সঙ্গে মৎস্য খামারিরা কেউ ভ্যানে করে, কেউ মোটরসাইকেলে করে কেউবা অটোরিকশায় করে নদী, খাল, বিল, পুকুর ও ঘেরের বিভিন্ন প্রজাতির মাছ নিয়ে হাজির হন এ বাজারে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসেন পাইকাররা। নিলামের মাধ্যমে হয় মাছ বিক্রি। প্রতিদিন অন্তত ৪ মেট্রিক টন মাছ বিক্রি হয় এ বাজারে, যার দাম প্রায় ৩০ লাখ টাকা।
ভালো যোগাযোগ ব্যবস্থা, ন্যায্য মূল্যে মাছ ক্রয়-বিক্রয় করতে পারা এবং খাজনা না থাকায় বাজারটি জনপ্রিয় হয়ে উঠেছে বলে জানিয়েছেন ক্রেতা ও বিক্রেতারা। তবে, বাজারের অবকাঠামো এখনো তেমন উন্নত নয়।
বরিশালের বাকেরগঞ্জ বাজারের মাছ ব্যবসায়ী ওমর ফারুক বলেছেন, নাচনাপাড়া আড়তে সাশ্রয়ী দামে চাহিদামতো মাছ কেনা যায়। তাই, গতকাল রাতেই কলাপাড়ায় এসেছি। সকালে এখান থেকে ইলিশ, রুই, টেংরা ও চিংড়ি মাছ কিনেছি। বিকেলে এসব মাছ আমাদের বাজারে বিক্রি করব। আশা করছি, আগের তুলনায় ভালো লাভ করতে পারব। তবে, এ বাজারের অবকাঠামো উন্নয়ন হওয়া দরকার।
লেবুখালী থেকে আসা ব্যবসায়ী হোসেন মিয়া বলেছেন, আমাদের ওখানে একটি বিয়ে অনুষ্ঠানের জন্য বেশকিছু রুই মাছের ওর্ডার আছে। রাস্তা ভালো থাকায় ফজরের আজানের সঙ্গে সঙ্গে এখানে এসেছি। বড় সাইজের বেশ কয়েকটি রুই মাছ পেয়েছি। এখন আমাদের ওখানের বাজারে বিক্রির জন্য কিছু চিংড়ি প্রয়োজন। সেগুলো কিনতে পারলেই চলে যাবো। আমাদের অঞ্চলের মধ্যে এ বাজারটি সবেচেয় বড়। যাতায়াত ব্যবস্থা ভালো থাকায় এখানে প্রায়ই মাছ নেওয়ার জন্য আসি। এখানে কোনো খাজনা দেওয়া লাগে না। এ বাজারে বড় শেড থাকলে আরো ভালো হতো।
বিক্রেতা মাছুম খন্দকার বলেন, খুব ভোরে ঘের থেকে মাছ ধরে এখানে নিয়ে এসে বিক্রি করেছি। প্রতিদিনই এখানে মাছ বিক্রি করি। দেশের বিভিন্ন স্থান থেকে পাইকার আসায় ভালো দামেই মাছ বিক্রি করা যায়। এ বাজারে বড় শেড এবং পাবলিক টয়লেট নির্মাণের দাবি জানাচ্ছি।
কলাপাড়ার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেছেন, এ অঞ্চলের মধ্যে মিঠার পানির মাছের সবচেয়ে বড় বাজার এটি। প্রতিদিন প্রায় ৩০ লাখ টাকার মাছ বিক্রি হয় এ বাজারে। এতে ব্যাপক উপকৃত হন এ এলাকার মৎস্য খামারিরা। ভূমি জটিলতার কারণে বাজারটি আধুনিকায়ন করা সম্ভব হয়নি। প্রকল্প গ্রহণের জন্য নতুন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলা হয়েছে।
ঢাকা/ইমরান/রফিক
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর য় ৩০ ল খ ট ক আম দ র র জন য মৎস য ব যবস
এছাড়াও পড়ুন:
আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।
ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।
আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।
আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।
ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।
আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫