পদ্মা সেতুতে টোল আদায়ে যুক্ত হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি। এটি ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) ব্যবস্থা নামে পরিচিত। ফলে এখন থেকে টোল গেটের সামনে লাইন ধরার প্রয়োজন হবে না। গাড়ি চলন্ত অবস্থাতেই স্বয়ংক্রিয়ভাবে কেটে যাবে টোল।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেল থেকে লাইভ পাইলটিং আকারে এই সিস্টেম চালু হয়েছে। নির্ধারিত ইটিসি লেন দিয়ে ন্যূনতম ৩০ কিলোমিটার গতিতে চলাচল করলে স্বয়ংক্রিয়ভাবে গাড়ির অ্যাকাউন্ট থেকে টোল কেটে নেওয়া হবে।

আরো পড়ুন:

মামলার উপাদান থাকা সত্ত্বেও এফআরটি দিয়ে অভিযুক্তদের নিষ্পত্তি

পদ্মা সেতুতে ২৪ ঘণ্টায় ৩ কোটি ৯৯ লাখ টাকা টোল আদায়

রবিবার (১৪ সেপ্টেম্বর) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ পদ্ধতি চালুর মাধ্যমে বাংলাদেশে টোল আদায় ব্যবস্থায় এক নতুন অধ্যায়ের সূচনা হলো।

পদ্মা সেতুর সাইড ইঞ্জিনিয়ার আবু সাইদ জানান, ইটিসি সেবায় অংশ নিতে প্রথমে ব্যবহারকারীদের ট্রাস্ট ব্যাংক লিমিটেডের টেপ অ্যাপ-এ গিয়ে ‘ডি-টোল’ অপশনে গাড়ি রেজিস্ট্রেশন ও টাকা রিচার্জ করতে হবে। এরপর পদ্মা সেতুর নির্ধারিত বুথে গিয়ে শুধু প্রথমবারের মতো আরএফআইডি (RFID) ট্যাগ চেক ও রেজিস্ট্রেশন শেষ করতে হবে। একবার প্রক্রিয়া সম্পন্ন হলে গাড়িটি যেকোনো সময় নির্ধারিত লেন ব্যবহার করে নির্বিঘ্নে পারাপার হতে পারবে।

তিনি আরো জানান, ভবিষ্যতে আসছে আরওফাইন্যান্সিয়াল অ্যাপ প্রথম ধাপে শুধু টেপ অ্যাপের মাধ্যমে সেবা নেওয়া গেলেও শিগগিরই অন্যান্য ফাইন্যান্সিয়াল অ্যাপও যুক্ত হবে।

২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধনের সাড়ে তিন বছর পর এ অত্যাধুনিক ইটিসি সিস্টেম চালু হলো।

ঢাকা/রতন/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর পদ ম স ত

এছাড়াও পড়ুন:

সিডনিতে তিন তারকার হলো দেখা

দূর প্রবাসের ব্যস্ত জীবনে হঠাৎ দেশের চেনা মুখের দেখা মিলে গেলে সেটি কেবল একটি সাধারণ সাক্ষাৎ থাকে না। বরং হয়ে ওঠে দেশের স্মৃতি টেনে আনা এক মুহূর্ত, হয়ে ওঠে একটুকরো বাংলাদেশের প্রতিচ্ছবি। এমনই এক দৃশ্যের অবতারণা হলো গত শনিবার অস্ট্রেলিয়ার সিডনির এডমন্ডসন পার্ক মলে।

বাংলাদেশের তিন অঙ্গনের তিন পরিচিত মুখ—ক্রিকেটার ইমরুল কায়েস, গায়ক তাহসান খান ও অভিনেতা মাজনুন মিজান সেখানে হঠাৎ একত্র হলেন। ব্যস্ত নগরের ভিড়ে এই তিন তারকার দেখা হয়ে গেল এক ‘অপ্রত্যাশিত’ আড্ডায়।

তিন ভুবনের তারকারা
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ওপেনার ইমরুল কায়েস সম্প্রতি পরিবার নিয়ে সিডনিতে স্থায়ী হয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে বহু স্মরণীয় ইনিংস খেলা এই বাঁহাতি ব্যাটসম্যান এখন নতুন করে জীবনের আরেক অধ্যায় শুরু করেছেন অস্ট্রেলিয়ায়। অভিনেতা মাজনুন মিজানও অনেক দিন ধরেই পরিবার নিয়ে সিডনিতে বসবাস করছেন।

ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেতা দেশে অসংখ্য নাটকে অভিনয় করেছেন। নাট্যাঙ্গনের পরিচিত মুখ হলেও সিডনিতে তিনি অনেকটা পর্দার আড়ালেই থাকেন, তবু প্রবাসী বাঙালিদের কাছে তিনি প্রিয়জন।
অন্যদিকে গায়ক ও অভিনেতা তাহসান খান ছিলেন সফররত। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে কনসার্ট করছেন তিনি। ব্রিসবেন ও অ্যাডিলেডে সফল শো শেষে সিডনির কনসার্টেও হাজারো দর্শকের মন জয় করেছেন। এরপর সামনে রয়েছে মেলবোর্ন ও পার্থে তাঁর পরিবেশনা। সিডনিতে সফল কনসার্টের রেশ এখনো কাটেনি, এরই মধ্যে ঘটে গেল এই মিলন।

সিডনিতে গাইছেন তাহসান

সম্পর্কিত নিবন্ধ