কোভিড–পরবর্তী সময়ে বিশ্ব অর্থনীতি সংকটের মধ্যে পড়ে। বাংলাদেশেও প্রবলভাবে আছড়ে পড়ে সেই সংকটের ঢেউ। কিন্তু আমাদের দেশ বিশ্বের অন্যান্য দেশের মতো এ সংকট কাটিয়ে উঠতে পারেনি। এর প্রধান কারণ বিগত সরকার যে অর্থনৈতিক সমৃদ্ধির জয়গান গাইছিল, তার ভেতর ফাঁকি ছিল। লেখক বিরূপাক্ষ পাল এ বইয়ে দেখিয়েছেন, ঢাকঢোল পিটিয়ে উন্নয়ন–বন্দনার অন্তরালে থেকে কীভাবে একটা ক্ষমতাসীন রাজনৈতিক দল ও তার মদদপুষ্ট একদল লুটেরা ব্যবসায়ী অর্থনৈতিক খুঁটিগুলো খেয়ে ফেলেছ, দেশকে দাঁড় করিয়েছে কঙ্কাল কাঠামোর ওপর। অর্থ খাতের লুণ্ঠন ও ব্যাংক খাতের দুর্নীতির কবলে পড়ে প্রায় বিপর্যস্ত হয়ে পড়েছে গোটা দেশ। কয়েকটি মাফিয়া পরিবারের হাতে জিম্মি হয়ে পড়ে পুরো ব্যাংক খাত। এতে সহায়তা করে একশ্রেণির পুলিশ, গোয়েন্দা ও আমলারা। এ সুযোগে বাড়তে থাকে ঋণখেলাপি, গোপনে বিদেশে পাচার হতে থাকে বিপুল টাকা। রাজস্ব আয় কমে যায়। মেগা প্রকল্পের আড়ালে লুটপাট হয় বিপুল অর্থ। কিন্তু অর্থ খাতে এসব অনিয়ম ও অন্যায় যারা করেছে, তাদের শাস্তি হয়নি। তাই ঋণখেলাপি, মুদ্রা পাচারকারী আর কর ফাঁকিদাতাদের কবজায় পড়ে বাংলাদেশের অর্থনৈতিক সংকটকে অনিবার্য হয়ে ওঠে।

অর্থনীতিতে দুই প্রধান সমস্যা—বেকারত্ব ও মূল্যস্ফীতি। বেকারত্ব ও মূল্যস্ফীতি সব অর্থনীতিতে থাকে। তবে সহনীয় পর্যায়ে থাকলে সংকটের সৃষ্টি হয় না। কিন্তু মাত্রা ছাড়িয়ে গেলে তা বিপর্যয় ডেকে আনে। দেশের অর্থনৈতিক কাঠামোগুলো আর ঠিকমতো কাজ করতে পারে না। তাই বেকারত্ব ও মূল্যস্ফীতিকে পাপ মনে করা হয় অর্থনীতিতে। কিন্তু এ দুই পাপকে নিয়ন্ত্রণে রাখতে পারেনি আওয়ামী লীগ সরকার। বারবার সর্তক করার পরও অর্থনীতিবিদদের পরামর্শকে পাত্তা দেয়নি। ‘সামান্য চাপ’ বলে উড়িয়ে দিতে চেয়েছে সব সময়। ফলে সমাজে দেখা দেয় তীব্র বেকারত্ব।

যুবসমাজ পৌঁছায় হতাশার চরম সীমায়। অন্যদিকে উচ্চ মূল্যস্ফীতির কারণে জিনিসপত্র সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যায়। মানুষ হাঁপিয়ে ওঠে জীবন চালাতে। সরকারের প্রতি ছাত্র ও সাধারণ মানুষের ক্ষোভ বাড়তে থাকে। এ পুঞ্জীভূত ক্ষোভের প্রকাশ দেখি এই জুলাই–আগস্টে। দেয়ালে পিঠ ঠেকে যাওয়া জনগণ রাস্তায় নেমে আসে। ছাত্র–জনতার অভ্যুত্থানের মাধ্যমে পতন হয় আওয়ামী সরকারের। এ অভ্যুত্থানের অন্যতম প্রধান কারণ হিসেবে অর্থনৈতিক সংকটকে দেখেছেন লেখক। পাশাপাশি তিনি দেখানোর চেষ্টা করেছেন, কীভাবে এ সংকট থেকে বের হয়ে আসা যায়। এ ক্ষেত্রে তিনি গুরুত্ব দিয়েছেন স্বল্প মেয়াদে মূল্যস্ফীতি দমন, নিরাপদ রিজার্ভ রক্ষণ, ব্যক্তি খাতে ঋণপ্রবাহ নিশ্চিতকরণসহ নানা বিষয়ের প্রতি। বাংলাদেশের অর্থনীতির ভিতর–বাহিরের নানা দিক, যেগুলো সাদাচোখে ধরা দেয় না, সেসব বিষয় বুঝতে সংকটকালের অর্থনীতি: সংস্কার ও উত্তরণ বইটি সহায়ক হবে।

সংকটকালের অর্থনীতি: সংস্কার ও উত্তরণ

বিরূপাক্ষ পাল

প্রকাশক: প্রথমা প্রকাশন, ঢাকা;

প্রকাশকাল: ডিসেম্বর ২০২৪;

প্রচ্ছদ ও অলংকরণ: আনিসুজ্জামান সোহেল; ১২৮ পৃষ্ঠা;

দাম: ৩৭৫ টাকা।

বইটি পাওয়া যাচ্ছে: prothoma.

com এবং মানসম্মত বইয়ের দোকানে

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

আজ মুখোমুখি শ্রীলঙ্কা-আফগানিস্তান, যে ম্যাচে ঝুলছে বাংলাদেশের ভাগ্য

এশিয়া কাপে আজকের রাত যেন এক নাটকীয় অধ্যায়। ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে আবুধাবির মাঠে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হওয়া এই লড়াই কেবল দুই দলের নয়, এর সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের ভাগ্যও। কোটি টাইগার সমর্থক তাই আজ তাকিয়ে থাকবে টিভি পর্দায়। কারণ, এই ম্যাচেই নির্ধারিত হবে, বাংলাদেশ কি সুপার ফোরে উড়াল দেবে, নাকি গ্রুপ পর্বেই শেষ হবে স্বপ্নযাত্রা।

গ্রুপের সমীকরণ এখন টানটান নাটকের মতো। তিন ম্যাচে পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে শ্রীলঙ্কা। সমান ৪ পয়েন্ট থাকলেও রান রেটে পিছিয়ে দ্বিতীয় স্থানে বাংলাদেশ। আফগানিস্তানের ঝুলিতে আছে ২ পয়েন্ট; এক জয় ও এক হারের ফল। হংকং অবশ্য তিন ম্যাচেই হেরে অনেক আগেই বিদায় নিয়েছে।

আরো পড়ুন:

আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান

আরব আমিরাতকে ১৪৭ রানের টার্গেট দিল পাকিস্তান

এখন হিসাবটা এমন—
আফগানিস্তান হেরে গেলে বাংলাদেশ নিশ্চিতভাবেই সুপার ফোরে।
আফগানিস্তান জিতলে সমীকরণ জটিল হবে। তখন শ্রীলঙ্কা, আফগানিস্তান ও বাংলাদেশের পয়েন্ট সমান ৪ হলেও নেট রান রেটে স্পষ্ট এগিয়ে থাকবে আফগানরা (২.১৫০)। শ্রীলঙ্কার রান রেট ১.৫৪৬, আর বাংলাদেশ অনেক পিছিয়ে -০.২৭০-তে।

অর্থাৎ আফগানিস্তান যদি জেতে, তবে বাংলাদেশকে তাকিয়ে থাকতে হবে এক অসম্ভব সমীকরণের দিকে। সেটা হলো- লঙ্কানদের অন্তত ৭০ রানের ব্যবধানে হারতে হবে এবং তা করতে হবে ৫০ বল হাতে রেখে। অন্যথায় রান রেটের খেলায় পিছিয়েই থাকতে হবে টাইগারদের। তবে বৃষ্টি যদি হানা দেয় কিংবা ম্যাচ কোনো কারণে পরিত্যক্ত হয়, তাহলে বাংলাদেশ ও শ্রীলঙ্কা দু’দলই নিশ্চিতভাবেই চলে যাবে সুপার ফোরে।

ম্যাচকে ঘিরে দুই শিবিরেই চাপ-উত্তেজনার আবহ। আফগানিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার গুলবাদিন নাইব মনে করেন, চাপটা আসলে শ্রীলঙ্কার ওপরই বেশি, “আমরা এসব টুর্নামেন্ট খেলতে অভ্যস্ত, আমাদের কোনো চাপ নেই। শ্রীলঙ্কা ভালো দল ঠিকই, তবে তারাও চাপে থাকবে। আমার মনে হয় দারুণ একটা ম্যাচ হবে।”

অন্যদিকে শ্রীলঙ্কার অলরাউন্ডার দাসুন শানাকা বাংলাদেশ প্রসঙ্গ টেনে বলেন, “প্রতিটি ম্যাচই আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। হ্যাঁ, বাংলাদেশের সমর্থকরা আমাদের জয়ের জন্য অপেক্ষা করছে। আমরাও জয়ের লক্ষ্যেই মাঠে নামব।”

হংকংয়ের বিপক্ষে জিতলেও শ্রীলঙ্কাকে ঘাম ঝরাতে হয়েছিল। সেই অভিজ্ঞতা বলছে, আফগানিস্তানের বিপক্ষে জয়টা সহজ হবে না তাদের জন্যও। শেষ পর্যন্ত কারা হাসবে জয়ের হাসিতে, আর কোন সমীকরণে দাঁড়াবে বাংলাদেশের ভাগ্য; এই প্রশ্নের উত্তরই দেবে আজকের আবুধাবির রাত।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ