৪৩তম বিসিএস থেকে গণপূর্ত ক্যাডারে নিয়োগ পেলেন ১৩ জন
Published: 13th, January 2025 GMT
৪৩তম বিসিএস থেকে গণপূর্ত ক্যাডারে সহকারী প্রকৌশলী (সিভিল) পদে ১৩ জন কর্মকর্তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ৪৩তম বিসিএস পরীক্ষা ২০২০–এর ফলাফলের ভিত্তিতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নব নিয়োগ শাখার ৩০ ডিসেম্বরের প্রজ্ঞাপনমূলে বিসিএস গণপূর্ত ক্যাডারে সহকারী প্রকৌশলী (সিভিল) পদে ১৩ জন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগপ্রাপ্ত সহকারী প্রকৌশলীদেরকে শিক্ষানবিশ সহকারী প্রকৌশলী হিসেবে যথোপযুক্ত পদে পদায়নের জন্য গণপূর্ত অধিদপ্তরে ন্যস্ত করা হয়েছে।
এসব সহকারী প্রকৌশলীকে আগামী ১৫ জানুয়ারি প্রধান প্রকৌশলী, গণপূর্ত অধিদপ্তর, সেগুনবাগিচা, ঢাকায় যোগদান করতে হবে।
যেসব কর্মকর্তা নির্ধারিত তারিখে যোগদান করতে ব্যর্থ হবেন, তাঁদের একটি তালিকা নির্ধারিত যোগদানের তারিখ অতিবাহিত হওয়ার পরবর্তী সাত দিনের মধ্যে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে প্রেরণ করতে হবে।
নিয়োগ পাওয়া কর্মকর্তাদের তালিকা দেখা যাবে এই লিংকে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’
কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।
সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।
নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত