নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, ভোটার নিবন্ধন প্রক্রিয়ার চ্যালেঞ্জ একটাই সেটা হলো মনকে ঠিক করা। উদ্দেশ্য মহৎ থাকলে চ্যালেঞ্জ কিছু না।

আমানত খেয়ানতকারীর অবস্থান জাহান্নাম। স্বচ্ছ ভোটার তালিকা প্রণয়ন ১৮ কোটি মানুষের আমানত। আর এই আমানত রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের।

জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছে তাদের দেশপ্রেম কমিটমেন্ট দেখে আমরা অভিভূত। তারা নির্ভেজাল গণতন্ত্র চায়। তারা বলেছে, ভালো নির্বাচন না হলে তারা আবারো আন্দোলনে নামবে।

সোমবার (১৩ জানুয়ারি) নারায়ণগঞ্জে নির্বাচনী প্রক্রিয়ায় আইসিটি ব্যবহারে নির্বাচন কমিশন সচিবালয়ের সক্ষমতা বৃদ্ধি (সিবিটিইপি) প্রকল্প কর্তৃক আয়োজিত ‘ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জ উত্তরণের উপায়’ শীর্ষক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

এ সময় ইসি আনোয়ারুল ইসলাম বলেন, মানসিক শক্তি, সৎ উদ্দেশ্য ও সিনসিয়ারিটি থাকলে নির্ভেজাল ভোটার লিস্ট করা সম্ভব। ভুল এমনি এমনি হয় না। এর জন্য কেউ না কেউ দায়ী। এনআইডি নিয়ে বিগত দিনে অনেক বদনাম আছে।

তাই আমাদের সতর্কতার সাথে নির্ভুল ভোটার লিস্ট করতে হবে। জাতিকে ভালো এবং নির্ভেজাল ভোটার তালিকা উপহার দেয়ার জন্য নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে।

নারায়ণগঞ্জ প্রসঙ্গে তিনি বলেন, নারায়ণগঞ্জের বৈশিষ্ট্য ভিন্ন রকম। এখানে সব ধরনের লোক রয়েছে। ভালো ঐতিহ্য যেমন রয়েছে তেমনি খারাপ ঐতিহ্যও রয়েছে।

কর্মশালায় ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো.

ফরিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন এনআইডি মহাপরিচালক হুমায়ুন কবির, নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব আলী নেওয়াজ, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মাহমুদুল হক, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার প্রমুখ।
 

উৎস: Narayanganj Times

এছাড়াও পড়ুন:

না’গঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের বিশেষ সাধারণ সভা 

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কমিটির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ আগস্ট)। সকাল এগারোটায় শহরের চাষাড়া বালুরমাঠস্থ রূপসী বাংলা কমিউনিটি সেন্টারে এই সভার আয়োজন করা হয়। 

নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শংকর কুমার দে'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু। 

সভায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু তাদের বক্তব্যে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদেরকে দায়িত্ব দিয়ে বলেছেন আমরা যেনো হিন্দু সম্প্রদায়ের পাশে থাকি।

আপনাদের সকল অনুষ্ঠানে আমাদের সংশ্লিষ্টতা থাকে যাতে আপনাদের কোন সমস্যা না হয়। আপনাদের যেকোনো সমস্যা হলো আমাদেরকে অবহিত করবেন। মহানগর বিএনপি সবসময়ই আপনাদের পাশে আছি।

নারায়ণগঞ্জে দূর্গা পূজা থেকে শুরু করে সকল ধর্মীয় উৎসবে মহানগর বিএনপি আপনাদের পাশে থাকবে। আপনারা শান্তিপূর্ণভাবে সকল ধর্মীয় উৎসব পালন করবেন। 

তারা আরো বলেন, নারায়ণগঞ্জে সনাতন সম্প্রদায়ের নেতৃত্বে যারা রয়েছেন তারা অত্যন্ত দক্ষ সংগঠক। বিশেষ করে শংকর কুমার দে এবং শিখন সরকার শিপন সংগঠন পরিচালনায় ইতিমধ্যেই দক্ষতার স্বাক্ষর রেখেছেন।

৫ আগস্ট পরবর্তী সময়ে সনাতন সম্প্রদায়ের মাঝে যে আতঙ্ক বিরাজ করছিলো তা নিরসনে তারা সকল দলের নেতাকর্মীদের সাথে নিয়ে সম্প্রতির মেলবন্ধন রচনা করেছিলেন।

এতে করে সনাতন সম্প্রদায়ের মানুষের মাঝে বিরাজ করা আতঙ্ক দুর হয়েছিল। আমরা চাই এই ঐক্য অটুট থাকুক। সনাতন সম্প্রদায়ের মাঝে কোনো বিভক্তি আমাদের কাম্য নয়।

সাধারণ সভায় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ  বলেন, পূজা উদযাপন পরিষদ একটি অরাজনৈতিক সংগঠন। আমরা সনাতনী ধর্মাবলম্বীদের নিয়ে কাজ করি। কিন্তু গত ৫ আগস্ট সরকার পতনের পর একটি গোষ্ঠী পূজা পরিষদকে নিয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।

মিথ্যা  অপপ্রচার চালিয়ে পূজা পরিষদের সুনামকে বিনষ্ট করে আমাদের মাঝে বিভক্তি সৃষ্টির চেষ্টা করছে। আমরা এই বিভক্তি চাই না। আমরা চাই সকলে মিলেমিশে সুন্দর ভাবে বসবাস করতে। 

তারা আরো বলেন, আমরা কেউ কোনো রাজনীতি করি না। কিন্তু বিভিন্ন সময় আমাদেরকে রাজনৈতিক ট্যাগ দেওয়া হচ্ছে। সুতরাং বর্তমান সনাতনী সম্প্রদায়ের মধ্যে ঐক্য থাকতে হবে।

আমরা কোন দলের না। আমাদের সবাইকে মিলেমিশে হিন্দু সম্প্রদায়ের পাশে থাকতে হবে। আমাদের এই ঐক্য যারা বিনষ্ট করতে চাইছে তাদের এই চেষ্টা কোনদিন সফল হবে না।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা প্রবীর কুমার সাহা, সাবেক ট্রাস্টি হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট পরিতোষ কান্তি সাহা, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা বাসুদেব চক্রবর্তী, মহাতীর্থ লাঙ্গলবন্দ অষ্টমী পূণ্য স্নান উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তাপস কর্মকার। 

সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন নারায়ণগঞ্জ মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিষ্ণপদক সাহা ও সাধারণ সম্পাদক সুশীল কুমার দাস। 

এছাড়া আরো উপস্থিত ছিলেন মহানগর পূজা উদযাপন পরিষদের সহ- সভাপতি সাংবাদিক উত্তম কুমার সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের সহ- সভাপতি তিলোত্তমা দাস, প্রদীপ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, মনিকা শীল, পংকজ কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক প্রনব পাল, সহ- সাংগঠনিক সম্পাদক রিপন রুদ্র, কোষাধ্যক্ষ শান্তি দাস, প্রচার সম্পাদক তপন গোপ সাধু, দপ্তর সম্পাদক অভিরাজ সেন সজল, মহানগর পূজা উদযাপন পরিষদের সহ- সভাপতি হিমাদ্রি সাহা হিমু, দুলাল দাস, রতন পোদ্দার, রতন রাউদ, গোপাল দাস, যুগ্ম সাধারণ সম্পাদক শংকর রায়, সঞ্জয় দাস, সাংগঠনিক সম্পাদক কৃষ্ণ আচার্য, সহ- সাংগঠনিক সম্পাদক সঞ্চয় সাহা, প্রচার সম্পাদক রিপন ঘোষ, সিদ্ধিরগঞ্জ পূজা উদযাপন পরিষদের সভাপতি শিশির ঘোষ অমর, সাধারণ সম্পাদক খোকন বর্মন, বন্দর থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, ফতুল্লা থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ মন্ডল, সাধারণ সম্পাদক শিবু দাস, যুগ্ম সাধারণ সম্পাদক বীরেন্দ্র চন্দ্র দাস, সোনারগাঁ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি লোকনাথ দত্ত, সাধারণ সম্পাদক এড. প্রদীপ ভৌমিক, রূপগঞ্জ উপজেলা কমিটির সভাপতি গনেশ পাল, সাধারণ সম্পাদক রানা দাস সংগ্ৰাম, আড়াইহাজার উপজেলা কমিটির সভাপতি হারাধন দে, সাধারণ সম্পাদক বিপ্লব ভৌমিকসহ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
 

সম্পর্কিত নিবন্ধ

  • সন্ত্রাসমুক্ত ও শান্তিময় দেশ গড়তে ইসলামী শক্তির বিকল্প নাই : মাসুম বিল্লাহ
  • না’গঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের বিশেষ সাধারণ সভা 
  • নেতা-কর্মীদের মতের মূল্য না দিলেও জি এম কাদের স্ত্রীর মতামত প্রাধান্য দেন: আনিসুল ইসলাম
  • এক-এগারোর মতো ঘটনা ঘটা এখানে অস্বাভাবিক কিছু নয়
  • কৃত্রিম বুদ্ধিমত্তা যেভাবে সুষ্ঠু ভোটে বাধা হতে পারে
  • মিয়ানমারে ডিসেম্বরে নির্বাচনের ঘোষণা জান্তা সরকারের, জরুরি অবস্থা প্রত্যাহার
  • বরিশাল বিশ্ববিদ্যালয়ে বেশির ভাগ শিক্ষার্থী সরাসরি ছাত্র সংসদ নির্বাচনের পক্ষে
  • ট্রাম্পের বিরুদ্ধে লুলার প্রতিবাদে অন্যরাও শামিল হোক
  • এমন কিছু করবেন না যাতে গণতন্ত্র ব্যাহত হয়: মির্জা ফখরুল
  • সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক ৭ দিনের রিমান্ডে