গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় চাঁদা না পেয়ে বিদ্যালয় থেকে ধরে এনে শিক্ষককে মারধরের ঘটনায় মামলা হয়েছে। সোমবার সকালে ভুক্তভোগী শিক্ষকের স্ত্রী সিফাত-ই মনোয়ারা বাদী হয়ে অভিযুক্ত যুবদল নেতা রাশেদুল ইসলাম রনিকে প্রধান আসামি করে ছয় জনের নামে কালিয়াকৈর থানায় এ মামলা দায়ের করেন।

মামলা বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ। তিনি জানান, অভিযুক্ত আসামিদের গ্রেপ্তারে দ্রুতই অভিযান চালানো হবে।

অন্যদিকে বঙ্গবন্ধু সরকারি হাইস্কুলের ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষক বশির উদ্দিনের ওপর হামলার ঘটনায় রোবরাব রাতেই যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহদপ্তর সম্পাদক জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম রনিকে বহিষ্কার করা হয়েছে।
 
সমন্বয়ক পরিচয়ে প্রশাসনকে চাপে রাখা
গত ৫ আগস্টের পর জেলা যুবদলের এই নেতা নিজেকে সমন্বয়ক পরিচয় দিয়ে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে অফিস ঘেরাও করে অনৈতিক স্বার্থ হাসিল করার চেষ্টা চালায়। উপজেলা প্রশাসনের কোনো কর্মকর্তা তাদের কথামত কাজ না করলে শিক্ষার্থী নিয়ে ঘেরাও করার হুমকি দেওয়া হতো বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়রা জানান, যুবদল নেতা রনিসহ রাজিব আহম্মেদ, সজিব হোসেন, আতিক হোসেন, রনি আহম্মেদ, পিয়াল হাসান, রাফি আহমেদসহ ৩-৪ জন  যুবদল ও ছাত্রদলের গুরুত্বপূর্ণ পদে বহাল থেকে নিজেদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও সমন্বয়ক পরিচয় দিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় নানা অপকর্মে জড়িয়ে পড়ে। এসবের প্রতিবাদ করলে তারা সাধারণ শিক্ষার্থী নিয়ে তার অফিস বা প্রতিষ্ঠানে হামলা ঘেরাও কর্মসূচির হুমকি দিত বলেও অভিযোগ রয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে একজন সরকারি কর্মকর্তা বলেন, রাশেদুল ইসলাম রনির নেতৃত্বে ৫-৬ জন যুবক নিজেদের সমন্বয়ক পরিচয় দিয়ে নানা কাজের চাপ দিত। তাদের কথামত কাজ না করলে নানা ভাষায় চাপ সৃষ্টি করতো।

আরেক যুবদল নেতার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি

যুবদল নেতা রাশেদুল ইসলাম রনির নির্দেশে গত ৩ ডিসেম্বর চন্দ্রা এলাকায় নর্দান ও নর্ভান ফ্যাক্টারির সামনে আটাবহ ইউপি যুবদল সদস্য আল মামুনকে আটক করে ছাত্রদল নেতা রিপন আহমেদ ও রাকিব আহমেদসহ ৭-৮ জন যুবক। ওই সময় ওই নেতাকর্মীরা মামুনের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। ওই চাঁদার টাকা দিতে অস্বীকার করলে তারা ক্ষিপ্ত হয়ে হামলা চালিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে। পরে তাকে খুন জখমের হুমকি দিয়ে চলে যায় হামলাকারীরা। ওই ঘটনায় যুবদল নেতা আল মামুন বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দেন। পরে বিষয়টি কেন্দ্রীয় ছাত্রদলের কমিটির কাছে অভিযোগ দায়ের করেছেন বলে মামুন জানান।

বহিষ্কৃত যুবদল নেতার সংবাদ সম্মেলন
চাঁদা না পেয়ে বিদ্যালয় থেকে ধরে এনে শিক্ষককে মারধরের ঘটনায় বহিস্কৃত যুবদল নেতা রাশেদুল ইসলাম রনি সোমবার দুপুরে কালিয়াকৈর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। এ সময় তিনি একটি লিখিত বক্তব্যে পাঠ করেন। সেখানে তাদের হামলায় আহত বশির উদ্দিনকে নিয়ে বিষধাগার করে হামলার ঘটনায় এ নেতা জড়িত নয় বলে দাবি করেন। সংবাদ সম্মেলনে তার সঙ্গে উপস্থিত ছিলেন পৌর ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সহসভাপতি রনি সরকার, সাধারণ সম্পাদক আতিকুর রহমান, যুবদল কর্মী শরীফ আল মামুন। অপর দিকে বঙ্গবন্ধু সরকারি হাইস্কুলের কয়েকজন শিক্ষার্থীর মধ্যে এসএসসি পরীক্ষার্থী সালমান ফারসি সৈকত, রায়হান হোসেন।

আহত শিক্ষককের পরিবারে আতংক

চাঁদা না পেয়ে বিদ্যালয় থেকে ধরে এনে শিক্ষককে মারধরের ঘটনায় শিক্ষক বশির উদ্দিনের পরিবারের সদস্য ও আহত সাবেক শিক্ষার্থী রেজভি আহম্মেদ রাজিবের পরিবারের সদস্যের মধ্যে আতংক বিরাজ করছে। এ ঘটনায় থানার একটি অভিযোগ দেওয়া হলেও পুলিশ গত ছব্বিশ ঘণ্টায় কোনো আসামিকে গ্রেপ্তার না করায় আহতদের পরিবারের মধ্যে নিরাপত্তাহীনতাসহ আতংক বিরাজ করছে।

তাদের পরিবারের অভিযোগ, সোমবার দুপুরে থানার পাশে কালিয়াকৈর প্রেসক্লাবে প্রধান অভিযুক্ত বহিস্কৃত যুবদল নেতা রাশেদুল ইসলাম রনি এ শিক্ষককে নিয়ে মিথ্যাচার করে সংবাদ সম্মেলন করেন। এ সময় আহতদের পরিবার ও বিভিন্ন মাধ্যম থানার ওসিকে বিষয়টি জানিয়ে গ্রেপ্তারের দাবি তুললেও কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ উঠেছে। আহতদের পরিবারের দাবি আসামিদের দ্রুত গ্রেপ্তার করার দাবি করেন।

কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন, শিক্ষকের স্ত্রীর দেওয়া অভিযোগ পেয়ে তদন্ত কাজ শুরু করেছি। দ্রুতই আসামিদের গ্রেপ্তার করা হবে। তবে প্রেসক্লাবে অভিযুক্ত রনির সংবাদ সম্মেলনের বিষয়টি জানতে পারলেও তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

সিরাজ–কৃষ্ণাতে ম্যাচে ফিরল ভারত

অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে মোহাম্মদ সিরাজের মতো আর কোনো পেসার নেই, এভাবে বলাই যায়। কারণ, সিরাজ ও ক্রিস ওকসই এই সিরিজের সব কটি ম্যাচ খেলেছেন। সেই ওকসও ওভাল টেস্টের প্রথম দিনে চোট পেয়ে টেস্ট থেকে ছিটকে গেছেন, টিকে আছেন সিরাজ।

টিকে থাকা সিরাজ কী করেছেন? গতকাল ওভাল টেস্টের দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে ৮ ওভারের এক স্পেলে ফিরিয়েছেন ওলি পোপ, জো রুট, জ্যাকব বেথেলকে। এরপর আরও এক উইকেট। সিরাজকে যোগ্য সঙ্গ দিয়েছেন প্রসিধ কৃষ্ণা। দ্বিতীয় সেশনের শেষ ওভারে দুই উইকেটসহ তিনিও নিয়েছেন ৪ উইকেট। ভারতের ২২৪ রানের জবাবে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ইংল্যান্ড অলআউট হয়েছে ২৪৭ রানে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারত কাল দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে ২ উইকেটে ৭৫ রান নিয়ে। দুই ‘জীবন’ পাওয়া যশস্বী জয়সোয়াল ৫১ ও আকাশ দীপ ৪ রান নিয়ে উইকেটে আছেন।

অথচ কাল প্রথম সেশন শেষে ম্যাচের চিত্র ছিল আলাদা। ইংল্যান্ড প্রথম ১৬ ওভারেই তোলে ১ উইকেটে ১০৯ রান। দুই ওপেনার জ্যাক ক্রলি ও বেন ডাকেট ৭৭ বলে গড়েন ৯২ রানের জুটি। এমন বাজবলীয় শুরুর পর চিত্র পুরোপুরি বদলে যায় দ্বিতীয় সেশনে। শুরুটা করেন কৃষ্ণা। তাঁর শর্ট বলে পুল করতে গিয়ে ক্যাচ দেন ক্রলি। পরের গল্পটা সিরাজের। প্রথম স্পেলে ৪ ওভারে ৩১ রান দেওয়া সিরাজকে অধিনায়ক গিল যখন বোলিংয়ে আনেন, তখন ইংল্যান্ডের রান ২৪ ওভারে ২ উইকেটে ১৪২। তিনি একে একে ফেরান দুই সেট ব্যাটসম্যান পোপ (২২), রুটকে (২৯) ও বেথেলকে (৬)। এরপর কৃষ্ণার দুই উইকেটে দ্বিতীয় সেশনটা পুরোপুরি ভারতের হয়ে যায়। ইংল্যান্ড দ্বিতীয় সেশনে ১০৬ রান তুলতে হারায় ৬ উইকেট। তৃতীয় সেশনে আর ৩২ রান যোগ করতে পারে তারা।

আরও পড়ুনকাঁধের চোটে ভারতের বিপক্ষে আর খেলতে পারবেন না ওকস১১ ঘণ্টা আগেলোকেশ রাহুলকে আউট করার পর অ্যাটকিনসনের আনন্দ

সম্পর্কিত নিবন্ধ