লালমনিরহাটের ঐতিহ্যবাহী সোহরাওয়ারদী মাঠের মাহফিল মঞ্চে পৌঁছেছেন দেশের আলোচিত ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী। 

শনিবার (১৮ জানুয়ারি) দুপুর ২টার দিকে মাহফিল ময়দানে উপস্থিত হলে ধর্মপ্রাণ মুসলমানরা “নারায়ে তাকবীর” ধ্বনিতে তাকে স্বাগত জানান। দুপুর ২ টা ১০ মিনিটে তিনি বয়ান শুরু করেন।

এসময় মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ধর্মীয় নেতারা। মাহফিলকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ধর্মীয় অনুপ্রেরণায় উজ্জীবিত লাখো মানুষের ঢল উপচে পড়েছে মাহফিল মাঠ এবং এর আশপাশে।

আয়োজক কমিটির তথ্য অনুযায়ী, মাহফিলে প্রায় ৫ লক্ষাধিক মানুষের সমাগম ছাড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে। তিনটি বড় মাঠে আগেই প্যান্ডেল তৈরি করা হলেও স্থান সংকুলান করতে আয়োজকদের হিমশিম খেতে হচ্ছে। মাহফিলের নিরাপত্তা নিশ্চিতে স্থানীয় প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। মাঠে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, পাশাপাশি যানবাহনের নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

আয়োজকদের একজন বলেন, “আজহারী সাহেবের বয়ান শোনার জন্য দূরদূরান্ত থেকে মানুষ ছুটে আসছেন। মানুষের এমন ভালোবাসা আমাদের আপ্লুত করেছে।”

উল্লেখ্য, মিজানুর রহমান আজহারীর আগমনের খবরে গতকাল থেকেই লালমনিরহাট শহর ও আশপাশের এলাকায় ধর্মপ্রাণ মানুষের ভিড় বেড়ে গেছে। মাহফিলের মাধ্যমে ইসলামের শিক্ষা ও মূল্যবোধ প্রচারে আজহারীর বক্তব্য শোনার জন্য সবার মধ্যে আগ্রহ যেন তুঙ্গে।

ঢাকা/আমিরুল/টিপু 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

নতুন বাংলাদেশ গড়তে শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করবে সরকার: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়। এ জন্য তিনি শ্রম সংস্কার কমিশনের প্রস্তাবসমূহ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

আজ বৃহস্পতিবার মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস-২০২৫ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টা এ কথা বলেন। রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মুহাম্মদ ইউনূস বলেন, ‘আমাদের প্রথম কাজ হলো শ্রম সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী আশু করণীয় নিয়ে যাত্রা শুরু করা। এরপর পর্যায়ক্রমে প্রতিটি সুপারিশ অক্ষরে অক্ষরে পালন করতে হবে।’

‘শ্রমিক মালিক এক হয়ে গড়ব এ দেশ নতুন করে’ স্লোগানকে সামনে রেখে এবারের মে দিবস পালিত হচ্ছে। বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা পাঁচ শ্রমিকের পরিবারের হাতে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের আর্থিক সহায়তার চেক তুলে দেন।

অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান, শ্রম সংস্কার কমিশনের প্রধান সুলতান উদ্দিন আহম্মদ প্রমুখ বক্তব্য দেন।

অনুষ্ঠানে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ হাংবোর একটি ভিডিও বার্তা প্রচার করা হয়।

সম্পর্কিত নিবন্ধ