বান্দ্রার বাড়িতে ছুরিকাঘাতে আহত হওয়ার পর এই মুহূর্তে মুম্বাইয়ের লীলাবতী হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন সাইফ আলী খান। বৃহস্পতিবার হামলার শিকার হওয়ার পর অভিনেতা কেমন আছেন বা কবে হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন, তা নিয়ে সমাজমাধ্যমেও শুরু হয়েছে চর্চা। এরই মধ্যে সাইফের স্বাস্থ্যবিমার নথি ফাঁস হয়েছে সমাজমাধ্যমে।

সাইফের স্বাস্থ্যবিমার যে নথি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে, সেখানে বিমার ঊর্ধ্বসীমা থেকে শুরু করে চিকিৎসা সংক্রান্ত বেশ কিছু তথ্য প্রকাশ্যে এসেছে। দেখা যাচ্ছে, সাইফের ৩৬ লক্ষ টাকার একটি স্বাস্থ্যবিমা রয়েছে। তার মধ্যে হাসপাতালের জন্য ইতিমধ্যেই ২৫ লক্ষ টাকা মঞ্জুর করেছে বিমা কোম্পানিটি। সেখান থেকে জানা যাচ্ছে, আগামী ২১ জানুয়ারি সাইফকে হাসপাতাল থেকে ছাড়া হতে পারে।

তবে এই নথি প্রকাশ্যে আসার পর, অভিনেতার নিরাপত্তা নিয়ে অনেকেই সমাজমাধ্যমে দুশ্চিন্তা প্রকাশ করেছেন। বিষয়টি নিয়ে একটি বিবৃতি জারি করেছে সংশ্লিষ্ট বিমা সংস্থা।

বিবৃতিতে লেখা হয়েছে, সাইফ আলি খান আমাদের গ্রাহক। যে অঙ্কের টাকা চাওয়া হয়েছিল প্রাথমিক পর্যায়ে আমরা আংশিক অর্থ অনুমোদন করেছি। চিকিৎসা সম্পন্ন হলে বাকিটাও দিয়ে দেওয়া হবে। এই কঠিন সময়ে আমরা সাইফ এবং তার পরিবারের সঙ্গেই রয়েছি।

এ দিকে স্বাস্থ্যবিমার নথি প্রকাশ্যে আসার পর অনেকেই বিষয়টিকে কটাক্ষ করেছেন। নেটাগরিকদের একাংশের দাবি, তারকা বলেই সিংহভাগ টাকার অনুমোদন দেওয়া হয়েছে। সাধারণ মানুষকে বিমা কোম্পানির থেকে টাকা পেতে প্রচুর পরিশ্রম করতে হয়। সূত্র: এই সময়।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

আবার ‘লাস্ট মিনিট শো’, জন্মদিনের রাতে স্লটকে জয় উপহার ফন ডাইকের

লিভারপুল ৩–২ আতলেতিকো মাদ্রিদ

জন্মদিনের রাতে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে!

রেফারি শেষ বাঁশি বাজাতেই মাঠে ঢুকে পড়লেন আর্নে স্লট। লিভারপুলের সমর্থকেরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকলেন, দল জেতায় অভিনন্দনও জানালেন। মুখে চওড়া হাসি নিয়ে হাত নেড়ে স্লট সেই অভিবাদনের জবাব দিলেন।   

ভার্জিল ফন ডাইকের সঙ্গে আলিঙ্গনের সময় স্লটকে একটু বেশিই খুশি মনে হলো। কারণ, লিভারপুল অধিনায়ক ফন ডাইক ত্রাতার ভূমিকায় আবির্ভূত না হলে তাঁর বিশেষ রাতটা যে অনেকটাই পানসে হয়ে যেত!

২০২৫–২৬ মৌসুমে শেষ মুহূর্তে জয়সূচক গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলেছে লিভারপুল। যেটিকে বলা হচ্ছে লাস্ট মিনিট শো, কয়েকটি সংবাদমাধ্যম নাম দিয়েছে স্লট টাইম।

এবার সেই শো–এর নায়ক ফন ডাইক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তাঁর হেডারেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ের পথে থাকা ম্যাচটা ৩–২ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করল লিভারপুল।

এ নিয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল লিভারপুল। সবকটি ম্যাচে অলরেডরা জয়সূচক গোল করল ৮০ মিনিটের পর; এর তিনটিই যোগ করা সময়ে।

সম্পর্কিত নিবন্ধ