স্বাস্থ্যবিমার নথি ফাঁস, সাইফের চিকিৎসায় খরচ কত?
Published: 18th, January 2025 GMT
বান্দ্রার বাড়িতে ছুরিকাঘাতে আহত হওয়ার পর এই মুহূর্তে মুম্বাইয়ের লীলাবতী হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন সাইফ আলী খান। বৃহস্পতিবার হামলার শিকার হওয়ার পর অভিনেতা কেমন আছেন বা কবে হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন, তা নিয়ে সমাজমাধ্যমেও শুরু হয়েছে চর্চা। এরই মধ্যে সাইফের স্বাস্থ্যবিমার নথি ফাঁস হয়েছে সমাজমাধ্যমে।
সাইফের স্বাস্থ্যবিমার যে নথি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে, সেখানে বিমার ঊর্ধ্বসীমা থেকে শুরু করে চিকিৎসা সংক্রান্ত বেশ কিছু তথ্য প্রকাশ্যে এসেছে। দেখা যাচ্ছে, সাইফের ৩৬ লক্ষ টাকার একটি স্বাস্থ্যবিমা রয়েছে। তার মধ্যে হাসপাতালের জন্য ইতিমধ্যেই ২৫ লক্ষ টাকা মঞ্জুর করেছে বিমা কোম্পানিটি। সেখান থেকে জানা যাচ্ছে, আগামী ২১ জানুয়ারি সাইফকে হাসপাতাল থেকে ছাড়া হতে পারে।
তবে এই নথি প্রকাশ্যে আসার পর, অভিনেতার নিরাপত্তা নিয়ে অনেকেই সমাজমাধ্যমে দুশ্চিন্তা প্রকাশ করেছেন। বিষয়টি নিয়ে একটি বিবৃতি জারি করেছে সংশ্লিষ্ট বিমা সংস্থা।
বিবৃতিতে লেখা হয়েছে, সাইফ আলি খান আমাদের গ্রাহক। যে অঙ্কের টাকা চাওয়া হয়েছিল প্রাথমিক পর্যায়ে আমরা আংশিক অর্থ অনুমোদন করেছি। চিকিৎসা সম্পন্ন হলে বাকিটাও দিয়ে দেওয়া হবে। এই কঠিন সময়ে আমরা সাইফ এবং তার পরিবারের সঙ্গেই রয়েছি।
এ দিকে স্বাস্থ্যবিমার নথি প্রকাশ্যে আসার পর অনেকেই বিষয়টিকে কটাক্ষ করেছেন। নেটাগরিকদের একাংশের দাবি, তারকা বলেই সিংহভাগ টাকার অনুমোদন দেওয়া হয়েছে। সাধারণ মানুষকে বিমা কোম্পানির থেকে টাকা পেতে প্রচুর পরিশ্রম করতে হয়। সূত্র: এই সময়।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ডিএইচএস মোটরস দেশে আনল চীনের ‘জিএসি’ ব্র্যান্ডের গাড়ি
ডিএইচএস মোটরস লিমিটেড তার পোর্টফোলিওতে যুক্ত করেছে আরেকটি আন্তর্জাতিক ব্র্যান্ড চীনের ‘জিএসি’। জিএসি চীনের পঞ্চম বৃহত্তম অটোমোবাইল নির্মাতা। নিজস্ব গাড়ির পাশাপাশি জিএসি চীনে হোন্ডা এবং টয়োটা গাড়ির যৌথ উদ্যোগ অংশীদার।
বৃহস্পতিবার (১ মে) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ঢাকা মোটর শোতে এ খ্যাতনামা ব্র্যান্ড উদ্বোধন করা হয়।
বাংলাদেশে জিএসির যে মডেলগুলো সরবরাহ করা হচ্ছে, সেগুলো হলো— কমপ্যাক্ট এসইউভি জিএসি EMKOO, ছোট ও স্পোর্টি এসইউভি জিএসি EMZOOM এবং বিলাসবহুল এমপিভি জিএসি E9।
বাংলাদেশের বাজারে জিএসি উদ্বোধনের মাধ্যমে দেশের অটোমোবাইল শিল্পকে আরো শক্তিশালী করল ডিএইচএস মোটরস লিমিটেড।
অনুষ্ঠানে জানানো হয়, ভবিষ্যতে ডিএইচএস মোটরস লিমিটেড জিএসির ইভি মডেল যুক্ত করে তাদের মডেল লাইনআপ বাড়ানোর পরিকল্পনা করছে। এছাড়া, ডিএইচএস খুব শিগগিরই দেশে জিএসি গাড়ির অ্যাসেম্বলি শুরু করার পরিকল্পনা করছে।
অনুষ্ঠানে ডিএইচএস মোটরসের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান জামান খান, জেনারেল ম্যানেজার আরমান রশীদ ও ফারহান সামাদ, জিএসির কান্ট্রি ম্যানেজার ড্যানিয়েল ঝাউ, রেমন ওয়াং প্রমুখ উপস্থিত ছিলেন।
ঢাকা/হাসান/রফিক