টাঙ্গাইলের মির্জাপু‌রে অন্তঃসত্ত্বা স্ত্রী‌কে হত্যার অ‌ভি‌যোগ উঠে‌ছে স্বামীর বিরু‌দ্ধে। ‌সম্পত্তির লোভে সৈয়দা হুমাইরাকে (১৯) তার স্বামী হত্যা করেছেন বলে নিহতের বাবা দাবি করেছেন। 

শ‌নিবার (১৮ জানুয়া‌রি) বি‌কে‌লে টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌ল ম‌র্গে হুমাইরার ময়নাতদন্ত সম্পন্ন হ‌য়। গতকাল শুক্রবার (১৭ জানুয়া‌রি) সকা‌লে হুমাইরার মরদেহ মির্জাপুর হাসপাতালে রেখে পালিয়ে যান স্বামী রা‌কিব হাসান বলে জানায় পরিবার। 

নিহত হুমাইরা মির্জাপুর উপ‌জেলার ফ‌তেপুর ইউনিয়‌নের চামা‌রি গ্রামের সৈয়দ আহ‌মেদ হো‌সেন চৌধুরীর মে‌য়ে। তিনি একই এলাকার রা‌কিব হাসানের স্ত্রী। 

আরো পড়ুন:

টাঙ্গাইলে চোর সন্দেহে ১ ব্যক্তিকে গণপিটুনি দিয়ে হত্যা

দাদা বাড়ি বেড়াতে এসে খুন হলো শিশু সাফওয়ান

নিহতের প‌রিবারের অভিযোগ, প্রায় দেড় বছর আগে হুমাইরার সঙ্গে প্রেমের সম্পর্ক গ‌ড়ে তো‌লেন চামারি গ্রা‌মের বখা‌টে রা‌কিব। এক পর্যা‌য়ে জি‌ম্মি ক‌রে হুমাইরা‌কে বি‌য়ে ক‌রেন তিনি। হুমাইরার ভাই-বোন না থাকায় তার বাবার সম্প‌ত্তি নি‌জের না‌মে লি‌খে নিতে নিয়‌মিত চাপ দি‌তে শুরু করেন রাকিব। প্রায়ই সম্প‌ত্তির জন্য স্বামী ও স্ত্রীর ম‌ধ্যে ঝগড়া হতো। স্বামীর এমন অ‌নৈতিক চাওয়া এবং মান‌সিক ও শা‌রিরীক নির্যাত‌নের কথা পরিবার‌কে জানা‌তো হুমাইরা। অন্তঃসত্ত্বা হওয়ার পরেও তা‌কে চাপ দি‌তেন রাকিব। গতকাল শুক্রবার নির্যাত‌নের পর হুমাইরাকে শ্বাস‌রো‌ধে হত্যা করা হ‌য়। 

হুমাইরার বাবা সৈয়দ আহ‌মেদ হো‌সেন ব‌লেন, “সম্প‌ত্তির লো‌ভে মে‌য়ে‌কে কৌশ‌লে বি‌য়ে ক‌রে‌ রাকিব। ‌বি‌য়ের পরই সম্প‌ত্তির জন্য হুমাইরাকে মারধর কর‌তো সে। মে‌য়েটা‌কে শেষই ক‌রে দিল। এই ঘটনায় থানায় অ‌ভি‌যোগ‌ দেব। মে‌য়ে হত্যার বিচার চাই।”

হুমাইরার খালা‌তো ভাই মঈন আফ্রিদী ব‌লেন, “রা‌কিব এলাকায় নেশা‌খোর হি‌সে‌বে প‌রি‌চিত। কৌশ‌লে হুমাইরার সঙ্গে সম্পর্ক ক‌রে জি‌ম্মি ক‌রে তাকে বি‌য়ে ক‌রে‌ছিল। অন্তঃসত্ত্বা হওয়ার পরেও তা‌কে (হুমাইরা) হত্যার পর মর‌দেহ মির্জাপুর হাসপাতা‌লে রে‌খে পা‌লি‌য়ে‌ছেন তিনি (রাকিব)। বারবার তা‌কে হাসপাতা‌লে আসার কথা ব‌ল‌লেও তিনি আসে‌নি। অপরাধ ক‌রে‌ছেন, তাই পা‌লি‌য়ে‌ছেন।” 

টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতালের ফ‌রেন‌সিক বিভা‌গের সহকা‌রী অধ্যাপক র‌কিবুল হাসান খান ব‌লেন, “ময়নাতদন্ত সম্পন্ন হয়ে‌ছে। খুব দ্রুতই প্রতি‌বেদন দেওয়া হ‌বে। নিহতের গলায় ছাড়া শরীরের অন্য স্থা‌নে কোনো আঘা‌তের চিহ্ন পাওয়া যায়‌নি।” 

মির্জাপুর থানার ও‌সি মোশারফ হোসেন ব‌লেন, “প‌রিবারের পক্ষে কোনো অ‌ভি‌যোগ না পাওয়ায় অপমৃত্যু মামলা দা‌য়ের হ‌য়েছে। অ‌ভি‌যোগ পাওয়া গে‌লে ও ময়নাতদন্ত ‌রিপোর্ট আসার পর তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হ‌বে।” 

ঢাকা/কাওছার/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর তদন ত

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি সুস্পষ্ট কূটনৈতিক সাফল্য

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে বাংলাদেশি পণ্যের ওপর শুল্কের হার কমায় একে ঐতিহাসিক চুক্তি আখ্যা দিয়ে বাংলাদেশের শুল্ক আলোচকদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, “এটি সুস্পষ্ট এক কূটনৈতিক সাফল্য।”

শুক্রবার (১ আগস্ট) এক অভিনন্দন বার্তায় প্রধান উপদেষ্টা বলেছেন, শুল্ক হার ২০ শতাংশ করা হয়েছে, যা আগে আরোপিত শুল্ক হারের চেয়ে ১৭ শতাংশ কম। এর মাধ্যমে আমাদের আলোচকরা অসাধারণ কৌশলগত দক্ষতা এবং বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থরক্ষা ও সেটাকে আরো এগিয়ে নেওয়ার ক্ষেত্রে অবিচল প্রতিশ্রুতি প্রদর্শন করেছেন।

তিনি বলেন, আলোচকরা এ বছরের ফেব্রুয়ারি থেকে নিরলসভাবে কাজ করে জটিল আলোচনাকে সফলভাবে এগিয়ে নিয়েছেন। যেখানে শুল্ক, অশুল্ক ও জাতীয় নিরাপত্তার ইস্যুগুলো অন্তর্ভুক্ত ছিল। আলোচনার মাধ্যমে অর্জিত এই চুক্তি আমাদের তুলনামূলক সুবিধা সংরক্ষণ করেছে। পাশাপাশি, বিশ্বের বৃহত্তম ভোক্তাবাজারে প্রবেশাধিকার বৃদ্ধি ও আমাদের মূল জাতীয় স্বার্থ রক্ষা করেছে।

আরো পড়ুন:

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক ২০ শতাংশ

কোন দেশে কত শুল্ক বসালেন ট্রাম্প

অধ্যাপক মুহাম্মদ ইউনূস আরো বলেন, এ অর্জন কেবল বাংলাদেশের বৈশ্বিক অঙ্গনে ক্রমবর্ধমান শক্তিকে তুলে ধরে না; বরং এটি বৃহত্তর সম্ভাবনা, ত্বরান্বিত প্রবৃদ্ধি ও দীর্ঘমেয়াদি সমৃদ্ধির পথ উন্মুক্ত করে।

বাংলাদেশের ভবিষ্যৎ নিঃসন্দেহে উজ্জ্বল, উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেছেন, আজকের সাফল্য আমাদের জাতীয় দৃঢ়তা ও আগামী দিনের আরো শক্তিশালী অর্থনীতির সাহসী দৃষ্টিভঙ্গির একটি শক্তিশালী প্রমাণ।

 

তথ্যসূত্র: বাসস

ঢাকা/রফিক

সম্পর্কিত নিবন্ধ