ওষুধের ভ্যাট কমানো হবে বলে আশা করছি: স্বাস্থ্য উপদেষ্টা
Published: 18th, January 2025 GMT
ওষুধে যে ভ্যাট বাড়ানো হয়েছে, সেটি কমানো হবে বলে আশা প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম।
ওষুধে ভ্যাট বাড়ানো প্রসঙ্গে তিনি বলেন, “আমরা সে সময় কেবিনেটে বলেছিলাম, এগুলো আর বাড়ায়েন না। যাই হোক, তিনি (অর্থ উপদেষ্টা) এগুলো কনসিডার করবেন। সামনে আরো ভালো কিছু আমরা আশা করছি।”
শনিবার (১৮ জানুয়ারি) সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে হাসপাতাল ও কলেজের চিকিৎসক এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আরো পড়ুন:
চট্টগ্রামের জলাবদ্ধতা সমাধানে ৩ উপদেষ্টা ও মেয়রের খাল পরিদর্শন
‘গুয়াগাছিয়া ইউনিয়নে পুলিশ তদন্ত কেন্দ্র স্থাপনের কথা ভাবা হচ্ছে’
স্বাস্থ্য খাতে সংস্কার কমিশনের প্রস্তাব সম্পর্কে করা প্রশ্নের জবাবে উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, “আমি তো এখনো জানি না, সংস্কার কমিশন কী কী প্রস্তাব দেবে। তবে যতটুকু দেবে, আমাদের তরফ থেকে তাদের বলেছিলাম, কিছু স্বল্পমেয়াদি প্রস্তাব দিতে, যেগুলো আমরা করে ফেলতে পারি। কারণ, আমাদের সময়টা তো.
বৃষ্টির দিনে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে জলাবদ্ধতা বিষয়ে তিনি বলেন, “সামান্য বৃষ্টিতেই হাসপাতাল জলমগ্ন হয়ে পড়ে, বিষয়টি চিন্তার। এর সমাধানে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে প্রস্তাবনা চাওয়া হয়েছে।”
নির্বাচন প্রসঙ্গে প্রশ্নের জবাবে নূরজাহান বেগম বলেন, “প্রধান উপদেষ্টা জানিয়েই দিয়েছেন, ডিসেম্বর নাগাদ অথবা আরো কিছু সংস্কার করতে যদি বাধ্য হয়, তাহলে সেটা জুনে হতে পারে।”
এসময় উপস্থিত ছিলেন- সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ, হাসপাতালের পরিচালক, উপপরিচালকসহ মেডিকেল কলেজের শিক্ষক ও কর্মকর্তারা।
ঢাকা/নূর/মাসুদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর উপদ ষ ট ম ড ক ল কল জ উপদ ষ ট
এছাড়াও পড়ুন:
ট্রাম্পের ঘনিষ্ঠজনকে নিয়ে মন্তব্য, বন্ধ হলো যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টিভি অনুষ্ঠান
যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন শো ‘জিমি কিমেল লাইভ!’ অনির্দিষ্টকালের জন্য বাতিল করা হয়েছে। মার্কিন নেটওয়ার্ক এবিসি এই তথ্য নিশ্চিত করেছে। বাতিলের পেছনে মূল কারণ হিসেবে বিবেচিত হয়েছে শোর হোস্ট জিমি কিমেলের বক্তব্য, যেখানে তিনি কনজারভেটিভ প্রভাবশালী চার্লি কার্কের হত্যার পটভূমিতে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে সমালোচনা করেছিলেন। খবর ভ্যারাইটির
যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রভাবশালী লেট নাইট শোগুলোর একটি অনির্দিষ্ট সময়ের জন্য স্থগিত করার এই চাঞ্চল্যকর সিদ্ধান্ত এমন সময়ে এসেছে, যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গণমাধ্যমের বিরুদ্ধে পক্ষপাতমূলক বলে অভিযোগ করে নানা পদক্ষেপের ঘোষণা দিয়েছেন।
‘জিমি কিমেল লাইভ!’–এর সম্প্রচার বন্ধ হওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ট্রাম্প বলেন, ‘এটি আমেরিকার জন্য দারুণ খবর।’
চার্লি কার্ক ছিলেন প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র। গত সপ্তাহে ইউটাহ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গুলিতে নিহত হন। ২২ বছর বয়সী টাইলার রবার্টসন এই হত্যার জন্য দায়ী বলে অভিযোগ আনা হয়েছে।