ঢাকার যানজট নিয়ন্ত্রণে চলতি মাসে সামরিক বাহিনী ও বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবসরপ্রাপ্ত ২০০ সদস্যকে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী জুন পর্যন্ত অস্থায়ীভাবে নিয়োগ পাওয়া এই সহায়ক ট্রাফিক পুলিশ সদস্যদের ভাতা বাবদ ব্যয় হবে প্রায় ২ কোটি ৩ লাখ টাকা। চলতি ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে এ অর্থের সংস্থান চেয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ পুলিশের হেডকোয়ার্টার্স। এদিকে এসব সহায়ক ট্রাফিক পুলিশের জন্য প্রতি চার ঘণ্টার ভাতা ১১০ টাকা বাড়িয়ে ৫৬০ টাকা করার প্রস্তাবে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। 
 
বাংলাদেশ পুলিশের চিঠিতে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন এলাকার গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে যানজট ব্যবস্থাপনা আরও জোরদার করতে ট্রাফিক বিভাগকে সহায়তায় নিয়োজিত ৬০০ সহায়ক পুলিশের সেবা গ্রহণে ব্যয়ের জন্য ইতোমধ্যে ৬ কোটি ৬১ লাখ ৫০ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। নিয়োজিত সহায়ক পুলিশের ভাতা প্রতিপালায় (চার ঘণ্টা করে) জনপ্রতি ৪৫০ টাকা থেকে বাড়িয়ে ৫৬০ টাকা করা হয়েছে। ভাতা বাড়ায় এ খাতে বাড়তি ১ কোটি ৬১ লাখ ৭০ হাজার টাকা বরাদ্দ প্রয়োজন হবে। 

চিঠিতে উল্লেখ করা হয়, ঢাকা মেট্টোপলিটন পুলিশের ট্রাফিক ব্যবস্থাপনা কার্যক্রম আরও জোরদার করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অবসরপ্রাপ্ত ও যানজট নিয়ন্ত্রণ কার্যক্রমে অভিজ্ঞ অতিরিক্ত ২০০ সদস্য জানুয়ারি মাস হতে নিয়োজিত রয়েছেন। এসব সদস্যরাও একই হারে ভাতা পাবেন। সে হিসাবে এ ২০০ সহায়ক পুলিশের জন্য আগামী জুন পর্যন্ত ২ কোটি ২ লাখ ৭২ হাজার টাকা প্রয়োজন। সবমিলিয়ে চলতি অর্থবছরে এ খাতে বাড়তি প্রায় ৩ কোটি ৬৪ লাখ টাকা লাগবে।    

এদিকে বেশকিছু শর্তে সম্প্রতি সহায়ক পুলিশের ভাতা বাড়িয়ে সাকুল্যে ৫৬০ টাকার করার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। শর্তগুলো হচ্ছে– সহায়ক ট্রাফিক পুলিশ হিসেবে নিয়োজিতকরণ সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে হবে। শুধু জরুরি ট্রাফিক ব্যবস্থাপনার ক্ষেত্রে এসব সহায়ক ট্রাফিক পুলিশ সদস্যই এ ভাতা পাবেন। সহায়ক পুলিশের জন্য এ ভাতা তাদের কর্মে নিয়োজনের তারিখ হতে কার্যকর হয়ে আগামী ৩০ জুন পর্যন্ত বলবৎ থাকবে।

সম্মতিপত্রের শর্তে আরও বলা হয়, সহায়ক ট্রাফিক পুলিশ সদস্যদের ব্যাংক একাউন্ট বা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে ভাতা দিতে হবে। প্রশাসনিক মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করবে। ভাতা প্রদানের ক্ষেত্রে যাবতীয় আর্থিক বিধি-বিধান যথাযথভাবে অবশ্যই অনুসরণ করতে হবে। এ ব্যয়ে ভবিষ্যতে কোনো অনিয়ম দেখা দিলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ দায়ী থাকবে।
 
ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজধানীতে যানবাহন চলাচলে অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলা তৈরি হয়। টানা বেশ কিছুদিন অনেক এলাকায় ট্রাফিক পুলিশের উপস্থিতি দেখা যায়নি। এমন পরিস্থিতিতে যানজট নিরসনের পদক্ষেপের অংশ হিসেবে অন্তর্বর্তী সরকার ৭০০ শিক্ষার্থীকে ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দেয়। এর মধ্যে ৬০০ জনকে সহায়ক পুলিশ হিসেবে খণ্ডকালীন নিয়োগ দেওয়া হয়। এ ছাড়া সামরিক বাহিনী ও বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবসরপ্রাপ্ত ২০০ সদস্যকে নিয়োগ দেওয়া হয়েছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: র জন য য নজট সদস য

এছাড়াও পড়ুন:

‎পূজাকে  ঘিরে আইনশৃঙ্খলায় বাহিনী তৎপর : ডিসি

‎নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, আইনসৃঙ্খলা স্বাভাবিক রয়েছে, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে সকল ধর্মমত, সকল  সম্প্রদায় তারা একত্রিত হয়েছে।

সকলেই সার্বিক সহয়তা করছে যাতে করে সনাতন ধর্মাবলম্বীদের পূজা উৎসব সুন্দর ভাবে পজলন করতে পারে। পূজাকে ঘিরে  একটি গোষ্ঠি চাইবে পূজা উৎসব নষ্ট করে দেয়ার জন্য। 

সে জন্য আমাদের তৎপরতা রয়েছে। আমাদের  গোয়েন্দা সংস্থা কাজ করছে। তার পাশাপাশি র‍্যাব, বিজিবি,  সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশবাহিহনী সবাই কাজ করছে যাতে করে সুন্দর ভাবে পূজা উৎসব শেষ করতে পারি।

‎‎মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর)  শীতলক্ষ্যা নদীর তীরে ৫নং ঘাটে দূর্গা পূজার প্রতিমা বিসর্জনের স্থান পরিদর্শনকালে তিনি এ নির্দেশনা দেন।

‎দূর্গা পূজা বিজয়া দশমী শেষে প্রতিমা বিসর্জনের সময় যেকোনো অপ্রীতিকর দূর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। সুন্দর ভাবে প্রতিমা বিসর্জনের স্থান নিরাপদ রাখতে সকলের সহযোগিতা কামনা করেন জেলা প্রশাসক।

‎‎জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, নারায়ণগঞ্জের ২২৩টি পূজা মণ্ডপে সুষ্ঠুভাবে পূজা উদযাপনে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এবং সম্প্রীতি বজায় রেখে বর্তমানে পূজা উদযাপনের প্রস্তুতি চলছে।

‎‎এসময় তিনি প্রতিটি মণ্ডপে সুষ্ঠুভাবে ও নির্বিঘ্নে পূজা অনুষ্ঠান সম্পন্ন করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সবাইকে যথাযথ সহযোগিতার নির্দেশনা দেন।

‎‎তিনি বলেন, সকলে মিলে সব উৎসব উদযাপন করাই বাংলার ঐতিহ্য ও গৌরব।

‎‎এসময় জেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, বিআইডব্লিউটিএ, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত নিবন্ধ

  • ‎পূজাকে  ঘিরে আইনশৃঙ্খলায় বাহিনী তৎপর : ডিসি
  • নুরুল হকের ওপর হামলার ঘটনায় জি এম কাদেরের বিরুদ্ধে মামলার আবেদন
  • ১৭ কেন্দ্রে ভোট গ্রহণ, নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর দুই হাজার সদস্য
  • ফরিদপুরে অবরোধ শনিবার পর্যন্ত স্থগিত
  • আসন্ন নির্বাচনে নিরপেক্ষতা বজায় রাখার নির্দেশ ডিএমপি কমিশনারের