নেইল পলিশের ব্যবহার শুরু হয়েছিল চীনে। প্রায় ৩০০০ খ্রিষ্টপূর্বাব্দে চীনের রাজবংশের মানুষজনই কেবল এটি ব্যবহার করত। বর্তমানে রাজবংশের গণ্ডি পেরিয়ে বিশ্বের প্রায় সব দেশেই নেইল পলিশ ব্যবহারের প্রচলন আছে। এই সময়ের নারীরা পোশাক, হাতের ব্যাগ, পায়ের জুতা, অঙ্গের অলংকার—সবকিছুর সঙ্গে মিলিয়ে নখ সাজান যত্ন করে। নেইল পলিশ নারীর সৌন্দর্যে যোগ করে অন্য মাত্রা। কিন্তু নেইল পলিশ ব্যবহারের দুই-তিন দিন যেতে না যেতেই নখের অবস্থা একেবারে বারোটা বেজে যায়! নখের অনেক জায়গা থেকে নেইল পলিশ উঠে যায়। দেখতেও খারাপ লাগে। রূপ বিশেষজ্ঞরা বলেন, নেইল পলিশ ব্যবহারের আগে বেশ কয়েকটি নিয়ম মানা দরকার।
কয়েক ধাপ মেনে নেইল পলিশ ব্যবহার করা যেতে পারে
নখ ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। খেয়াল রাখতে হবে নখে যেন তৈলাক্ত ভাব না থাকে। নখের পাশের কিউটিকলও ভালো ভাবে পরিষ্কার করে নিন।এরপর নখ ভালো করে নেল ফাইল দিয়ে ঘষে পছন্দের আকারে আনুন। নেইল পলিশ ব্যবহারের শুরুতে একটি বেস কোট দিয়ে দিন। যেকোনও স্বচ্ছ বা নখের রঙের নেলপলিশ দিয়ে এই বেস তৈরি করে নিতে হবে। নেল পলিশ পরার সময় নখে মোটা দেওয়া যাবে না। বেস কোট শুকিয়ে গেলে তার উপর নেলপলিশের পাতলা আস্তরণ দিন। এবার নেলপলিশের উপরে আরও একটি আস্তরণ বা টপকোট দিন। স্বচ্ছ নেলপলিশ দিয়ে টপকোট করুন। টপকোটের জন্য যে স্বচ্ছ নেলপলিশ ব্যবহার করবেন, সেটির গুণমানের সঙ্গে কোনও আপোশ করা যাবে না। টপকোট টানার সময় নখের প্রান্ত পর্যন্ত টানুন।
উল্লেখ্য, নেইল পলিশ ব্যবহারের পরে অনেকেই হাত পানিতে ভেজান বা ডুবিয়ে রাখেন। এর কোনো প্রয়োজন নেই। স্বাভাবিক নখে নেলপলিশ লাগালে এক সপ্তাহ পর পর তুলে ফেলা ভালো।
আরো পড়ুন:
হাতের যত্নে বিশেষজ্ঞের পরামর্শ জেনে নিন
ত্বকে ডাবের পানি ব্যবহারের উপকারিতা
ঢাকা/লিপি
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ কিলোমিটারজুটে যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার নিমশার থেকে দাউদকান্দি পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটারজুড়ে যানজট দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন মহাসড়কে চলাচলকারী যাত্রী ও চালকেরা। নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ড ভ্যান উল্টে যাওয়ায় আজ বৃহস্পতিবার ভোর থেকে এ যানজট দেখা দেয়।
হাইওয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে মহাসড়কে কুমিল্লার চান্দিনা উপজেলার নূরীতলা এলাকায় একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ফেনী থেকে রেকার এনে কাভার্ড ভ্যানটি উদ্ধারের কাজ শুরু করে পুলিশ।
সকাল সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়কে যানজট দেখা গেছে।
ঢাকাগামী রয়েল পরিবহনের চালক রমিজ উদ্দিন বলেন, সকাল সাড়ে ৮টায় ঢাকার উদ্দেশে রওয়ানা করে বুড়িচংয়ের নিমশার বাজারে যানজটে এক ঘণ্টা বসে থাকতে হয়েছে। ৫ মিনিট গাড়ি চললে ২০ মিনিট বসে থাকতে হয়। এভাবে ১০টা ৪০ মিনিটে চান্দিনায় পৌঁছেছি। এ সময়ে ঢাকার কাছাকাছি থাকার কথা ছিল।
নিমশার বাজারে আটকে থাকা প্রাইভেট কারের যাত্রী তৌহিদুল ইসলাম বলেন, ভোর থেকে যানজট অথচ সড়কে হাইওয়ে পুলিশ দেখছি না।
ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, মহাসড়কের নূরীতলা এলাকায় উল্টে কাভার্ড ভ্যানটি আড়াআড়িভাবে পড়ে ছিল। পরে ঢাকামুখী লেনের বেশ কিছু গাড়ি উল্টো পথে ঢোকায় যানজটের সৃষ্টি হয়েছে। ফেনী থেকে ক্রেন এনে গাড়িটি উদ্ধার করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
হাইওয়ে কুমিল্লা রিজিওনের পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি মো. খাইরুল আলম সমকালকে বলেন, দুর্ঘটনার কারণেই যানজট দেখা দিয়েছে। দুর্ঘটনা কবলিত কাভার্ড ভ্যানটি উদ্ধার করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক হচ্ছে।