বন্দরে বেপরোয়াগামী ট্রাক চাপায় অটো চালক আসাদ নিহতের ঘটনায় থানায় অজ্ঞাত চালকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। এ ব্যাপারে নিহত অটো চালকের ছেলে মনির হোসেন বাদী হয়ে গত রোববার (১৯ জানুয়ারী) রাতে সড়ক পরিবহন আইনে এ মামলা দায়ের করে। যার মামলা নং- ২৫(১)২৫। নিহত আটো চালক আসাদ পুরান বন্দর চৌধুরী বাড়ী এলাকার মৃত আমির হোসেনের ছেলে। এর আগে রোববার (১৯ জানুয়ারী)  ভোর সাড়ে ৬টার দিকে বন্দর রেললাইন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।


মামলার তথ্য সূত্রে জানা গেছে, মামলার বাদী মনির হোসেনের  পিতা একজন অটোরিক্সা চালক। প্রতিদিনের ন্যায় গত রোববার (১৯ জানুয়ারী) ভোর ৬টা ২০ মিনিটে অটো চালক আসাদ মিয়া অটোরিক্সা নিয়ে  বন্দর রেল লাইন বাসস্ট্যান্ড চার রাস্তার মোড়ে পৌছলে  কয়লাঘাট থেকে মদনপুরগামী একটি অজ্ঞাতনামা ট্রাক  ব্যাটারী চালিত অটোরিক্সার ডান পাশে বেপরোয়াভাবে  স্বজোরে ধাক্কা দেয়। ওই সময় অটো চালক  আসাদ মিয়া (৫৫) ব্যাটারী চালিত অটোরিক্সা হইতে ছিটকে সড়কের উপর পড়িয়া গেলে অজ্ঞাতনামা ট্রাকটি চালকের  শরীরের উপর দিয়া চালিয়ে গেলে পেটের নাড়ি ভুড়ি বের হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। র্দূঘটনার পর থেকে ঘাতক চালক পলাতক রয়েছে।

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

মায়ের সঙ্গে ঘুমিয়ে ছিল কিশোরী, সাপের কামড়ে মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সাপের কামড়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের সরেঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা জানান, রাতে ঘুমন্ত অবস্থায় ওই কিশোরীকে একটি বিষধর সাপ ছোবল দেয়। হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় তার।

নিহত কিশোরীর নাম নাঈমা আকতার (১৩)। সে আনোয়ারার রায়পুর ইউনিয়নের সরেঙ্গা গ্রামের বক্সি মিয়াজিবাড়ির মোহাম্মদ হাসানের মেয়ে। স্থানীয় একটি মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী ছিল সে।

পরিবারের সদস্যরা জানান, রাতে খাওয়াদাওয়া সেরে মা ও ছোট বোনের সঙ্গে ঘুমিয়ে ছিল নাঈমা। রাত তিনটার দিকে সাপের ছোবলে তার ঘুম ভাঙে। বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তাকে উদ্ধার করে রাতেই আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে ওই স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাঈমাকে মৃত ঘোষণা করেন। জানতে চাইলে নাঈমার চাচা কফিল উদ্দিন প্রথম আলোকে বলেন বলেন, ‘সাপে কামড় দিয়েছে জানার পর আমরা নাঈমাকে হাসপাতালে নিয়েছিলাম। কিন্তু তাকে বাঁচানো যায়নি।’

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, সাপে কামড় দেওয়া এক কিশোরীকে হাসপাতালে আনা হয়ছিল। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ