নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ০৫নং ওয়ার্ডের দেলপাড়া মৌজার আদর্শ নগর এলাকায় এক নারীর জমি দখল ও তাকে হত্যার চেষ্টাকরার অভিযোগ উঠেছে।

বুধবার (২২ জানুয়ারি) বেলা ১১টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন হাজেরা আক্তার মুক্তা নামে ভুক্তভোগী ঐ নারী। 

লিখিত বক্তব্যে তিনি বলেন, নিজের ক্রয়কৃত জমিতেবাড়ি নির্মাণ করে ও কিছু জায়গা খালি রেখে বসবাস করে আসছি। তার পাশেই ৩.

৭৫ শতাংশজমি ক্রয় করে আওয়ামী সন্ত্রাসী বিল্লাল হোসেন মিয়াজী। সে চলাচলের জন্য রাস্তার কোনোজায়গা খালি না রেখেই পুরো জমিতে টিনশেড বাড়ি নির্মাণ করে এবং আমার জায়গার উপরদিয়ে রাস্তা তৈরি করতে চায়। তখন আমি স্থানীয় মেম্বার ও চেয়ারম্যানের দারস্থ হলেও তারাকোনো সুরাহা করতে না পারায় আমার জায়গা আমাকে বুঝে নিতে বলেন। আমার জায়গায় উন্নয়নমূলককাজ করার সময় বিল্লাল হোসেন মিয়াজী, তার স্ত্রী নাজমা আক্তার বকুলি, নাজমুল হাসান উজ্জ্বলকাজে বাধা দেয় এবং আমাকে ও আমার মেয়েকে ব্যাপক মারধর করে এবং গলাটিপে হত্যার চেষ্টাকরে। এ বিষয়ে থানায় মামলা গ্রহন না করায় কোর্টে মামলা দায়ের করি, যার নং ৪৩৭/১৮। মামলা করার পর আওয়ামীলীগের চিহ্নিত সন্ত্রাসী খালেক, হক, আহসান উল্লাহ বাহিনী মামলা তুলে নিতে আমাকে হুমকি দেয়। 

মামলা তুলে না নেয়ায় তারা আবার আমাদের উপর হামলা করে। আমাকে ও আমার মেয়েকে মেরে রক্তাত্ব জখম করে ও আমার মেয়ের ২টি দাত ভেঙ্গে ফেলে এবং ঘরের বিভিন্ন জিনিসপত্র লুট করে নিয়ে যায়। এ বিষয়ে এসপি সাহেবের নির্দেশে ফতুল্লাথানায় আরও একটি মামলা দায়ের করি, যার নং ৬৯(৮)২১। পরবর্তীতে, আমার দায়ের করা ৪৩৭/১৮মামলায় বিল্লাল হোসেন মিয়াজী ও উজ্জ্বলের ১ বছর সশ্রম কারাদন্ডের রায় দেয় মহামান্য আদালত। আদালত থেকে জামিন নিয়ে তারা আমার মেয়েকে একা পেয়ে ব্যাপক মারধর করে, আমাকে খুন করারজন্য আমার মাথায় ২টি কোপ দেয় এবং আমার মুখ থেতলে দেয়। আমার মেয়ের মাথায় একটি কোপদেয়, হাত দিয়ে সেই কোপ ঠেকালে তার হাতে আঘাত লাগে। আমরা মা ও মেয়ে মারাত্মক রক্তাত্বজখম হই। আমার মাথায় ১৮টি সেলাই পড়ে। 

দীর্ঘদিন চিকিৎসার পর বাসায় আসলে তারা আবারআমাদের উপর হামলা করে এবং আমাদের নামে মিথ্যা মামলা দেয়। এই মিথ্যা মামলায় আমাকে২৫ দিন কারাগারে থাকতে হয়। এই সুযোগে তারা আমার বাড়ির সামনের গেট, দেয়াল, সিসিক্যামেরা ভাংচুর করে এবং ইট ও রড নিয়ে যায়। মামলা তুলে নিতে অপরাধীরা এখনো বিভিন্নসন্ত্রাসী দিয়ে আমাকে হুমকি দিচ্ছে। মামলা করেও সন্ত্রাসী বিল্লাল ও তার সহযোগীদের হাতথেকে রক্ষা পাচ্ছি না। মিথ্যা মামলায় হয়রানী করাসহ গুম-খুন করার ষড়যন্ত্র করছে। পরিবারনিয়ে আমি খুবই কষ্টে এবং আতঙ্কে জীবনযাপন করছি। আমি আমার মেয়েকে নিয়ে শান্তিতে বাঁচতেচাই। এই ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহনে অন্তবর্তীকারীণ সরকারের প্রধান উপদেষ্টা,বাংলাদেশ পুলিশের আইজিপি, প্রধান বিচারপতি, জেলা জজ নারায়ণগঞ্জ, জেলা প্রশাসক ও পুলিশসুপারের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

সুজন নারায়ণগঞ্জ জেলা কার্যকরী কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত 

সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর নারায়ণগঞ্জ জেলা কার্যকরী কমিটির   ২০২৪ -২০২৬  প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে সংগঠনের সভাপতি ধীমান সাহা জুয়েলে’র  সভাপতিত্বে এবং  সাধারণ সম্পাদক আশু আশরাফুলের সঞ্চালনায় আলী আহমদ চুনকা নগর পাঠাগারে প্রানবন্ত এবং আনন্দমুখর পরিবেশে  এ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় উক্ত কমিটির ভবিষ্যৎ কার্যক্রমের বিভিন্ন বিষয়ে সম্পর্কে আলোচনা করা হয়। আলোচ্য বিষয়সমূহের মধ্যে যে সকল সিন্ধান্ত সমূহ গৃহীত হয়েছে সেগুলোর মধ্যে অন্যতম হলো জেলা কমিটির সদস্য সংগ্রহ,উপজেলা কমিটি গঠন,আঞ্চলিক সমস্যার মধ্যে যানজট নিরসন, জলাবদ্ধতা নিরসন,শব্দ দূষণ,  বায়ু দূষণ ও নদী দূষণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে  বিশেষ ভূমিকা পালন করা সহ আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা হয়। 

সুজন এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সভাপতির নেতৃত্বে ১২ নভেম্বর সুজনের প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথভাবে ও শান্তিপূর্ণ পরিবেশে  পালন করা হবে।  সকাল ১১ টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার হতে শোভাযাত্রা এবং  র‌্যালী অনুষ্ঠিত হবে। পরবর্তীতে কেক কাটার মধ্যে দিয়ে আলোচনা অনুষ্ঠান শুরু হবে। এই সময় সুজনের নারায়ণগঞ্জ জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট শাহিদুল ইসলাম টিটু, সহ-সভাপতি এম আর হায়দার রানা, অর্থ সম্পাদক রাজলক্ষ্মী, সদস্য এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, সহ কমিটির আরো নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। ‘

আলোচনা শেষে সভাপতি, সকলের সু স্বাস্থ্য কামনা করে অনুষ্ঠান সমাপ্তি  ঘোষনা করেন।
 

সম্পর্কিত নিবন্ধ

  • সোনারগাঁয়ের কাইকারটেক হাটে নির্বাচনী প্রচারণায় মামুন মাহমুদ 
  • রূপগঞ্জে ইসলামী আন্দোলনের নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • তারুণ্যের চোখে আধুনিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার
  • বাংলাদেশ পরিবেশ আন্দোলন না’গঞ্জ জেলা আঞ্চলিক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
  • নির্বাচন আসলেই ধর্মকে ব্যবহারের চেষ্টা দেখা যায় : সালাহউদ্দিন আহমেদ
  • ফতুল্লায় গভীর রাতে ছাত্রলীগের ঝটিকা মশাল মিছিল, আটক ৫
  • নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়নে সিদ্ধিরগঞ্জে মহিলাদলের উঠান বৈঠক
  • সাংবাদিক শাওনের মায়ের মৃত্যুতে বন্দর পেশাদার সাংবাদিক ফোরামের শোক
  • আজাদের নির্দেশে বিশনন্দী ইউনিয়নে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ
  • সুজন নারায়ণগঞ্জ জেলা কার্যকরী কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত