আতায়ে রাসুল সুলতানুল হিন্দ হযরত খাজা গরিবে নেওয়াজ শেখ মঈন উদ্দিন চিশতি (রঃ) এর ২৫তম পবিত্র ওরশ মোবারক উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  

বুধবার (২২শে জানুয়ারি) বাদ জোহর নগরীর গলাচিপা রেললাইন সংলগ্ন এলাকায় মো. রাজা হোসেন ও বন্ধু মহলের আয়োজনে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

এসময় মো. ফরিদ আহমেদ রিপনের সভাপতিত্বে ও মো.

সেন্টুর সঞ্চালনায়   দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে  উপস্হিত ছিলেন  গলাচিপা মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. মাহবুব হোসেন ভূইয়া ,  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আনন্দধাম সামাজিক সংগঠনের পরিচালক মো. আল- আমিন, গলাচিপা মসজিদর মোয়াজ্জেম মো. শাকিল। 

এসময় প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, হযরত খাজা মঈন উদ্দিন চিশতি( রঃ) ছিলেন  আল্লাহর অলি,  উনি এই উপমহাদেশে আল্লাহর দিন কে প্রতিষ্ঠিত করার জন্য ইসলামের দাওয়াত ঘড়ে ঘড়ে পৌঁছে দিয়েছিলেন এবং রাসুলুল্লাহ( সাঃ)এর আদর্শ ও সুন্নাহ কে মেনে চলার জন্য মানবজাতিকে পথ দেখাতেন। উনারা সবকিছুর উর্দ্ধে থেকে আল্লাহর পাকের হুকুমগুলো মেনে চলতে মানুষ কে ইসলামের ছায়াতলে আসার আহবান জানিয়েছেন।

তিনি বলেন আমাদের এলাকায় উনাকে স্মরণ করে প্রতিবছরই  রাজা হোসেন ও তার বন্ধু মহল এবং এলাকাবাসীর উদ্দ্যেগে এ আয়োজন করে থাকে বিধায় আমাদের এই দোয়া মাহফিলে আসার সুযোগ হয়। তাদের জ্য ও এলাকার সকল মৃত ব্যক্তিদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করার আহ্বান জানান। এর পর দেশ ও জাতির কল্ল্যান এবং স্হানীয় মুরুব্বি যারা চলে গেছেন তাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন হযরত মাওলানা মুস্তিকী।  

এছাড়াও আরও উপস্হিত ছিলেন মো. শাহিন আহমেদ,  আরিফ হোসেন, মো. গোলাম হোসেন, মো. সেন্টু, মো. আনোয়ার হোসেন,মোঃ পারভেজ, মো. পলাশ, মো. নিলয়, মো. সুমন, মো. আলিফ হোসেন, মো. ভুট্টো মিয়া, মো. জাহাঙ্গীর, মো. মাসুদ, মো. সম্রাট হোসেন সহ প্রমূখ।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

৭ নভেম্বর উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দিবসটি উপলক্ষে ৫ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত নানা কর্মসূচি পালন করবে দলটি।

আজ রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত যৌথ সভা শেষে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

যৌথ সভা শেষে জানানো হয়, ৭ নভেম্বর সকাল ছয়টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে বিএনপির কার্যালয়গুলোয় দলীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল ১০টায় জাতীয় নেতাসহ সব পর্যায়ের নেতা–কর্মী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ ও ফাতিহা পাঠ করবেন।

দিবসটি উপলক্ষে একই দিন বেলা তিনটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‍্যালি বের করা হবে। এর আয়োজক ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। সারা দেশের জেলা ও উপজেলা পর্যায়েও একই দিন বিএনপির উদ্যোগে র‍্যালি আয়োজন করা হবে।

এ ছাড়া বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো নিজ নিজ উদ্যোগে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করবে। এর মধ্যে আছে—

শ্রমিক দল: ৫ নভেম্বর আলোচনা সভা।

ছাত্রদল: ৮ নভেম্বর আলোচনা সভা। ৭ ও ৮ নভেম্বর টিএসসিতে আলোকচিত্র প্রদর্শনী।

ওলামা দল: ৯ নভেম্বর এতিম শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ।

তাঁতী দল: ১০ নভেম্বর আলোচনা সভা।

কৃষক দল: ১১ নভেম্বর আলোচনা সভা।

জাসাস: ১৩ নভেম্বর সন্ধ্যায় শহীদ মিনারে সাংস্কৃতিক অনুষ্ঠান।

এ ছাড়া ১২ নভেম্বর রাজধানীর বাংলাদেশ চীন–মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

৬ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে ডকুমেন্টারি (ভিডিও ও স্থিরচিত্র) সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রচার করা হবে। একই সঙ্গে দিবসটি উপলক্ষে পোস্টার ও ক্রোড়পত্র প্রকাশ করবে বিএনপি।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। জাতিকে ঐক্যবদ্ধ করে স্বাধীনতার চেতনা ও জাতীয় সংহতির প্রতীক হিসেবে এ দিবসের গুরুত্ব আজও অনস্বীকার্য।

সম্পর্কিত নিবন্ধ

  • জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি ঘোষণা বিএনপির 
  • ‘নির্বাচনের আগেই শিক্ষার্থীদের হাতে নতুন বই দেওয়া হবে’ 
  • মিথ্যা প্রচার দিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টির প্রক্রিয়া চলছে: মির্জা ফখরুল
  • বাংলাদেশের শত্রুতারা আবার মাথা মাথাচারা দিয়ে উঠতে শুরু করেছে: মির্জা ফখরুল
  • ৭ নভেম্বর উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা
  • প্যারোলে মুক্তি পেয়ে স্ত্রীর জানাযায় মতি, কান্নাজড়িত কণ্ঠে চাইলেন ক্ষমা
  • সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচার ও ২১ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ
  • কষ্টি পাথরের শিবলিঙ্গসহ গ্রেপ্তার ৩
  • ১২ ও ১৩ নং ওয়ার্ডের পোলিং এজেন্টদের নিয়ে প্রশিক্ষণ ও কর্মশালা অনুষ্ঠিত 
  • রূপগঞ্জে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণ