রূপগঞ্জে বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় মিষ্টি জাতীয় খাদ্য ও মুখরোচক খাদ্যপন্য উৎপাদনকারী দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) উপজেলার তারাবো পৌরসভার বিশ্বরোড এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিকুল আলম একটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।  এ সময় অস্বাস্থ্যকর পরিবেশ খাবার তৈরির দায়ে শুভ সন্দেশকে ৩০ হাজার এবং বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় ফুলকলি মিষ্টিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়াও শুভ সন্দেশের কারখানা থেকে বিপুল পরিমান পচা গুড়, বড়ই, আটা, চিনি, ক্যামিকেল, ডিডি পাউডার, আচার, সন্দেশ, তেতুল জব্দ করে নষ্ট করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএসটিআই কর্মকর্তা শাফায়েত হোসেন, থানা পুলিশ ও গণমাধ্যম কর্মীরা।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.

তারিকুল আলম বলেন, বিএসটিআইয়ের অনুমোদন না থাকা, অস্বাস্থকর পরিবেশে মুখরোচক খাবার তৈরি করায় দুই প্রতিষ্ঠানকে টাকা ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত মালামাল নষ্ট করা হয়। আমাদের এ কার্যক্রম চলমান পক্রিয়া।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: র পগঞ জ ন র য়ণগঞ জ ব এসট

এছাড়াও পড়ুন:

ঢাকায় আওয়ামী লীগের একাধিক ঝটিকা মিছিলে অংশ নেওয়া নেতা গ্রেপ্তার: পুলিশ

রাজধানীতে আওয়ামী লীগের (কার্যক্রমনিষিদ্ধ) একাধিক ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে দলটির এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তির নাম আবু জাহের দুলাল। তিনি নোয়াখালীর কবিরহাট উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএমপির সিটি ইন্টেলিজেন্স অ্যানালিসিস বিভাগ গতকাল রোববার রাতে রাজধানীর নবাবপুর এলাকায় অভিযান চালিয়ে আবু জাহেরকে গ্রেপ্তার করে। আবু জাহের গত কয়েক মাসে ঢাকার বিভিন্ন স্থানে আওয়ামী লীগের একাধিক ঝটিকা মিছিলে অংশ নিয়েছেন।

ডিএমপি বলছে, এসব ঝটিকা মিছিলে অংশ নেওয়ার দৃশ্য আবু জাহের নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রচার করেছেন। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সম্পর্কিত নিবন্ধ